Tuesday, December 1, 2015

Easy Spoken English: 1-8

Easy Spoken English: 8

আমি তোমাকে বাসস্টপে নামিয়ে দেবো
1.I’ll take you to the bus stop.
আমি শিগগিরই তোমার সাথে কথা বলবো
2. I’ll talk to you soon.
আমি তোমাকে শেখাবো
3. I’ll teach you.
আমি তাকে বলবো তুমি ফোন করেছিলে
4. I’ll tell him you called.
আমার বয়স ২৬
5. I’m 26 years old.
আমার ৩২
6. I’m 32.
আমি ৬ ফুট ২ ইঞ্চি
7. I’m 6’2″.
আমি নতুন
8. I’m a beginner.
আমার মাপ ৮
9. I’m a size 8.
আমি একজন শিক্ষক
10. I’m a teacher.
আমি খুবই ব্যস্ত, আমার এখন কোন সময় নেই
11. I’m very busy. I don’t have time now.
আমি খুব ভালো আছি, ধন্যবাদ
12. I’m very well, thank you.
আমি তোমার জন্য অপেক্ষা করছি
13. I’m waiting for you.
আমিও চিন্তিত
14. I’m worried too.

Easy Spoken English: 7

ভাবিয়া করিও কাজ।
1. Look before you leap.
তোমার উচিত ছিল তার সাথে দেখা করা।
2. You should have met him.
ঘরটি পরিস্কার করা দরকার।
3. The house needs to be cleaned.
এটা তার বলা উচিত হয়নি।
4. He shouldn’t say it.
সে আজ নাও আসতে পারে।
5. He might not come today.
ঝোপ বুঝে কোপ মার।
6. Strike the iron while it is hot.
মিষ্টি কথায় চিড়ে ভিজে না।
7. Fine words butter no parsnips.
মৌন থাকা সম্মতির লক্ষন।
8. Silence is half consent.
অপচয় করো না, অভাবে পড় না।
9. Waste not, want not.
কয়লা ধুলেও ময়লা যায় না।
10. Black will take no other hue.

Easy Spoken English: 6

তারা কি বারে আসছে?
1.What day are they coming over?
আজ সপ্তাহের কোন দিন?
2. What day of the week is it?
গত রাতে তুমি কী করেছো?
3. What did you do last night?
গতকাল তুমি কী করেছিলে?
4. What did you do yesterday?
এই গাড়িটির রং কি?
5. What color is that car?
তুমি কী নিতে চাও?
6. What are you going to have?
তুমি কী ভাবছো?
7. What are you thinking about?
তোমরা দুজন কী বলছো?
8. What are you two talking about?
তোমার শখ কী?
9. What are your hobbies?
আমি তোমার জন্য কী করতে পারি?
10. What can I do for you?
এখানেই আমাকে আটকে দিয়েছো তুমি।
11. You got me there.
কীভাবে করবো দেখাও।
12. Show me how.
এটা খুবই লাভজনক।
13. It is quite lucrative.
এ বিষয়ে আমার কোন ধারণা নেই।
14. I have no knowledge on that.
এটার কোন মানে নেই।
15. It makes no sense.

Easy Spoken English: 5

1.Watch out!
সাবধান!
2. What’s going on here?
এখানে কি হচ্ছে?
3. I gotta go home now.
আমাকে বাড়ীতে যেতে হবে এখন।
4. Keep quiet.
চুপ করো।
5. One moment please.
একটু দাঁড়াও প্লিজ।
6. Give me a hand.
আমাকে একটু সাহায্য কর।



Easy Spoken English: 4

1. Rely on me.
আমার ওপর নির্ভর করো।
2. Keep faith on me.
আমার ওপর বিশ্বাস রাখো।
3. Confine in me.
আমাকে বিশ্বাস করো।
4. Convey my words to him.
আমার কথাটা তাকে বলো।
5. Let me know about it later.
আমাকে এই ব্যপারটা পরে জানিয়ো।
6. You misinterpreted my words.
তুমি আমাকে ভুল বুঝেছো।
7. Move aside.
এক পাশে সরে দাঁড়াও।
8. You got it?
তুমি বুঝতে পেরেছো?
9. Don’t say a word.
একটা কথাও বলবে না।
10. You stand on the wrong ground.
তুমি ভুল করছো।

Easy Spoken English: 3

1.I repent what I have done.
যা করেছি তার জন্য আমি অনুশোচনা করি।
2. What a terrific blow on him.
তার উপর কি ভয়ানক আঘাত!
3. Let him say.
তাকে বলতে দাও।
4. Let him babble.
তাকে বকবক করতে দাও।
5. Don’t be so fussy.
এত উতলা হয়ো না।
6. You will move and die.
নড়েছ কি মরেছ।
7. Don’t be so fishy.
এত সন্দেহ করো না।
8. Have your say.
তোমার কথা বল।
9. Say something, don’t be quite.
কিছু বল, চুপ করে থেকো না।
10. I have nothing to say.
আমার কিছু বলার নেই।

Easy Spoken English: 2

1. I have grit in my eyes.
আমার চোখে বালু গেছে।
2. If anything happen I will be at the sharp end.
যদি কিছু ঘটে আমি আটকে যাব।
3. I don’t get myself involved in the hassle.
আমি ওই ঝামেলায় নিজেকে জড়াইনি।
4. Don’t dab.
ঘষা দিও না।
5. He stroked my hair.
সে আমার চুলে হাত বুলিয়ে দিল।
6. I can’t stand you anymore.
আমি তোমাকে আর সহ্য করতে পারছিনা।
7. Say a word and you will die.
একটা কথা বলবে তো মরবে।
8. You paid no heed to my words.
তুমি আমার কথায় কর্ণপাত করনি
9. So be it.
তবে তাই হোক।
10. Get a good phone for me.
আমার জন্য একটা ভালো ফোন কিনো।


Easy Spoken English: 1

‘Am’ দিয়ে ইংরেজি বাক্য গঠন করার কৌশল:
Subject+ Verb+ Object
আমি একজন ছাত্র। এখানে আমি (I) হলো subject, একজন ছাত্র ( a student) হলো object। এই দুইয়ের মাঝখানে am হবে। সাবজেক্ট I হলে এর পর সব সময় am হবে।
তাহলে বাক্যটি হলো : I am a student.
এই নিয়মে নিচের বাক্যগুলো শিখে নিন।

1. I am a student. (আমি একজন ছাত্র।)
2. I am meritorious. (আমি মেধাবী ।)
3. I am a journalist. (আমি একজন সাংবাদিক।)
4. I am neutral. (আমি নিরপেক্ষ।)
5. I am not idle. (আমি অলস নই।)
6. I am not clever. (আমি চালাক নই।)
7. I am hungry. (আমি ক্ষুদার্ত।)
8. I am at home. (আমি বাসায় আছি।)
9. I am 25 years old. (আমার বয়স ২৫ বছর।)
10. I am an optimist. / I am an optimistic man. (আমি একজন আশাবাদী মানুষ।)

English Dialogue 1-3

English Dialogue -3


Owner : Hello sir, welcome to the Garden Restaurant. How many?  (হ্যালো স্যার, গার্ডেন রেষ্টুরেন্টে স্বাগত জানাই । কয়জন ?)
Arif : One. একজন
Owner : Right this way. Please have a seat. Your waitress will be with you in a moment. ঠিক এই পথে। দয়া করে একটা আসন গ্রহণ করুন। আপনার ওয়েট্রেস কয়েক মিনিটের মধ্যে আপনার কাছে আসবে।
Waitress : Hello sir, would you like to order now? হ্যালো স্যার, আপনি এখন অর্ডার করতে চান?
Arif : Yes please. হ্যাঁ
Waitress : What would you like to drink? কি আপনি পান করতে চান?
Arif : What do you have? আপনার কি কি আছে?
Waitress : We have bottled water, juice, and Coke. আমাদের পানি, রস, এবং কোকাকোলা আছে ।
Arif : I’ll have a bottle of water please. আমি এক বোতল পানি খাব ।
Waitress : What would you like to eat? আপনি কি খেতে চান?
Arif : I’ll have a sandwich and a bowl of vegetable soup. আমি একটি স্যান্ডউইচ এবং এক বাটি  ভেজিটেবল স্যুপ  খাব ।

English Dialogue2

Liza: Hi Adnan !  হাই আদনান  !
Adnan: Hi Liza. What’s up?  কি খবর?
Liza : I’m looking for the airport. Can you tell me how to get there? আমি এয়ারপোর্ট খুঁজছি।  কিভাবে সেখানে যাব আমাকে বলতে পারেন?
Adnan : No, sorry. I don’t know. না, দুঃখিত। আমি জানি না ।
Liza : I think I can take the subway to the airport. Do you know where the subway is? আমি মনে করি আমি এয়ারপোর্টে পাতাল রেল দিয়ে যেতে পারি।  পাতাল রেল কোথায় আপনি জানেন?
Adnan : Sure, it’s over there. অবশ্যই,  ঐ যে ।
Liza : Where? I don’t see it. কোথায়? আমি এটা দেখি না ।
Adnan: Across the street. রাস্তার ওপারে ।
Liza : Oh, I see it now. Thanks. ওহ, আমি এখন এটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ।
Adnan : No problem. কোন সমস্যা নেই ।
Liza : Do you know if there’s a restroom around here? আপনি জানেন এখানে কোনো বিশ্রামের জায়গা আছে কি ?
Adnan : Yes, there’s one here. It’s in the store. হ্যাঁ, এখানে একটি আছে । এটা স্টোর রুমে।
Liza : Thank you. আপনাকে ধন্যবাদ ।

English Dialogue 1

Conversation about two people asking each other what they do for a living ( একে অপরকে জিজ্ঞাসা করে তাদের পেশা কি এমন দুই জনের সম্পর্কে কথোপকথন) !
David: Hello, my name is David. It’s nice to meet you.
Jenny: Hi, I’m Jenny. It’s my pleasure to meet you.
David: Am sorry. What was your name again?
Jenny: Jenny.
David: So Jenny, What do you do for a living (জীবিকার জন্য কি করো)?
Jenny: I work at the local school teaching English. What do you do for a living?
David: I’m also an English teacher, but am currently out of work (আমার এখন চাকরি নাই)
Jenny: Sorry to hear that. It has been really nice talking to you.
David: Yes. It was a great pleasure meeting you.

6 Reasons You Are Tired All the Time

Essay-2

6 Reasons You Are Tired All the Time
Rather than neglecting deadly form of disease in the body, try to carefully find reasons for feeling weak. And if necessary remove this vulnerability from roots through necessary treatment.
1) Feeling Weak Due to Anemia
Many people have problems of falling hemoglobin in the blood or low blood in the body. But they cannot identify the problem properly. If you always feel quite weak, it is a sign of anemia. Be sure with a blood test, and if necessary, take treatment.
2) Weakness of Diabetes
Increased blood sugar levels in blood and feeling weak with frequent pressure to urinate are signs of diabetes. When the blood sugar levels are high, this creates problems in the normal body activities, for which patients get tired easily and feel a sense of vulnerability.
3) Illness due to Depression
Depression caused due to the stress causes weakness in the flesh. Too much stress makes our brain work more. We keep worrying when depressed, for which the brain is pressured a lot. As a result, the brain is depressed and our body feels weak. Stop taking too much stress and do not be depressed.
4) Illness as a Result of Lacking Physical Efforts
As high workload and stress create weaknesses, it is amazing but true that laziness creates weakness too in the body. The more you go lazy, the weaker your body will get.
Doing a little work and taking a little stress will improve your body’s immune system. This will strengthen you.
5) Eating Less Than Needed
Whenever quivered look at your menu. If you do have a balanced meal on the menu which is quite necessary for your body, your body weakens automatically. So, eat a balanced diet. If not possible at once, eat balanced diet a little every 3/4 hour interval.
6) Weakness due to Dehydration
Dehydration simply reduces the amount of blood in the body. The body becomes weak. You feel fatigue. So, bring change to drinking habits. Everyone should drink 6-8 glasses of water a day, according to health experts.
যে ৬টি কারণে আপনি সবসময় দুর্বল থাকেন
এই দুর্বলতা অনুভবের পেছনের কারণ অবহেলা করে মারাত্মক আকারের রোগ দেহে ধারণ না করে একটু সতর্ক হয়ে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। এবং প্রয়োজনে চিকিৎসার মাধ্যমে এই দুর্বলতার সমূলে দুর করে দিন।
১) রক্তস্বল্পতার কারণে দুর্বলতা অনুভব
রক্ত স্বল্পতা অর্থাৎ রক্তে হিমোব্লবিন কমে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। কিন্তু সঠিকভাবে ধরতে পারেন না। যদি আপনি সবসময়েই বেশ দুর্বলতা অনুভব করতে থাকেন তাহলে এটি আপনার রক্তস্বল্পতা রোগের ল ক্ষণ। রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নিন এবং প্রয়োজনে চিকিৎসা করান।
২) ডায়বেটিসের কারণে দুর্বলতা
রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া এবং ঘন ঘন প্রস্রাব পাওয়ার পাশাপাশি অনেক বেশি দুর্বল অনুভব করাও ডায়বেটিসের লক্ষণ। কারণ রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে স্বাভাবিক দেহের কর্মকাণ্ডে সমস্যা তৈরি হয়, যার ফলে অল্পতেই হাঁপিয়ে উঠা এবং দুর্বলতা অনুভব করে থাকেন রোগীরা।
৩) বিষণ্ণতায় ভোগার কারণে দুর্বলতা
মানসিক চাপের কারণে যে বিষণ্ণতার সৃষ্টি হয় তার মাধ্যমে দেহে আসে দুর্বলতা। অনেক বেশি মানসিক চাপে থাকলে আমাদের মস্তিস্কের অনেক বেশি পরিমাণে কাজ হয়। বিষণ্ণ থাকলে আমরা খুব বেশি চিন্তা করতে থাকি। এতে করে মস্তিষ্কের ওপর অনেক চাপ পড়ে। ফলে মস্তিষ্ক অবসাদগ্রস্থ হয় এবং আমাদের দেহও দুর্বলতা অনুভব করে। তাই বেশি মানসিক চাপ নেয়া বন্ধ করুন ও বিষণ্ণ থাকবেন না।
৪) শারীরিক পরিশ্রম না করার ফলে দুর্বলতা
বেশি কাজের চাপ ও মানসিক চাপে যেমন দুর্বলতা আসে, তেমনই আশ্চর্যজনক হলেও সত্যি যে অলসতাতেও দুর্বলতা ভর করে দেহে। আপনি যতো বেশি নিজেকে অলস করবেন ততো আপনার দেহ দুর্বল হতে থাকবে। কিছুটা কাজ করা এবং সামান্য মানসিক চাপ নেয়া আপনার দেহের ইমিউন সিস্টেম উন্নত করবে। এতে আপনি থাকবেন সবল।
৫) প্রয়োজনের তুলনায় অনেক অল্প খাবার খাওয়া
যখনই দুর্বলতা অনুভব করবেন তখনই নিজের খাবারের তালিকার দিকে নজর দিন। যদি আপনার খাবারের তালিকায় সুষম খাবার না থাকে যা আপনার দেহের জন্য বেশ প্রয়োজনীয় তবে আপনার দেহ দুর্বল হয়ে পড়ে আপনাআপনিই। তাই সুষম খাবার খান এবং একবারে না পারলে প্রতি ৩/৪ ঘণ্টা অন্তর অন্তর সামান্য কিছু হলেও খাবার খান।
৬) পানিশূন্যতার কারণে দুর্বলতা
পানিশূন্যতা দেহে রক্তের পরিমাণ একেবারেই কমিয়ে দেয়। এতে করে শরীর হয়ে পড়ে দুর্বল। আপনি অনুভব করেন দুর্বলতা। তাই পানি পানের অভ্যাসে আনুন পরিবর্তন। হেলথ এক্সপার্টদের মতে দিনে ৬-৮ গ্লাস পানি পান করা উচিৎ সকলের।

Essay -1

Seven Ways to Stay Calm During Interview

Job interview is the world’s most difficult thing for job seekers. In most cases, the worst happens due to losing confidence and excitement. Take note these 7 ways you can get the most with a cold-blooded interview.
1. Homework the institutions: Learn varieties of information about the company you are going to get a job in. Organizations want to know what you know about them. You can make use of the internet. You will find lots of information about the company by collecting its annual publications.
2. Stimulate yourself: It may seem silly but it is a recognized way by the experts. Tell something good about yourself. Think that you are the best and confident. You are ready to overcome any obstacle.
3. Practice: Interview means you will be asked several questions by the interviewers. You will have to answer. Do you have ideas about the questions that will arise? List these types of questions and answer these questions yourself. It will be easy to start talking by this way. Your shyness will be overcome.
4. Go before the time: Try to reach there before the time. Spending some time there, you will not feel that there is a new environment suddenly. You can feel at ease by talking to other interviewees and the company staff.
5. Set a goal: You are going to the interview with a goal. Decide your only goal. A clear idea of your attitude and reality will emerge in this way.
6. Make yourself acceptable: You can expect but there may be contrary by sky-height expectation. Let’s be what is to be’-become accustomed to such thinking. Take yourself to the situation to make yourself acceptable.
7. Keep faith in yourself: You must think you are fit for getting a job in the company. It is to be proven in the interview. , that you are qualified for the job institution. Will have to prove it in this interview. Be cautious to talk smartly and make yourself attractive.
ইন্টারভিউয়ে নিজেকে শান্ত রাখুন সাত উপায়ে:
চাকরির ইন্টারভিউ নতুন সব চাকরিপ্রার্থীর কাছেই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। অধিকাংশ ক্ষেত্রেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলা ও উত্তেজিত থাকার কারণে খারাপটা ঘটে যায়। এখানে জেনে নিন, যে ৭টি উপায় অবলম্বন করলে একেবারে ঠাণ্ডা মাথায় ইন্টারভিউ পার করতে পারবেন।
১. প্রতিষ্ঠান বিষয়ে হোমওয়ার্ক করুন : যে কম্পানিতে চাকরির জন্যে যাচ্ছেন তার সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিন। যেকোন প্রতিষ্ঠান জানতে চাইবে যে আপনি তাদের সম্পর্কে কি জানেন। এ জন্যে ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। তা ছাড়া ওই প্রতিষ্ঠানের বার্ষিক প্রকাশনা জোগাড় করেও প্রচুর তথ্য পাবেন।
২. নিজেকে নিজেই উদ্দীপনা দিন : অর্থহীন মনে হতে পারে। কিন্তু একেবারে বিশেষজ্ঞদের দ্বারা স্বীকৃত একটি পন্থা। নিজের সম্পর্কে নিজেই ভালো কিছু বলুন। মনে মনে চিন্তা করুন, আপনিই সেরা এবং আত্মবিশ্বাসী। যেকোনো বাধা অতিক্রম করতে প্রস্তুত আপনি।
৩. চর্চা করুন : ইন্টারভিউ মানেই আপনার সামনে চাকরিদাতারা বসে বসে নানা প্রশ্ন করবেন। আপনাকে জবাব দিতে হবে। কি ধরনের প্রশ্ন হতে পারে তার সম্পর্কে ধারণা রয়েছে আপনার? এরকম প্রশ্নের তালিকা করে নিজে নিজেই তার জবাব দেওয়ার চর্চা করুন। এতে করে কথা বলা আরো সহজ হয়ে আসবে। আপনার জড়তা কেটে যাবে।
৪. সময়ের আগে যান : নির্দিষ্ট সময়ের আগে সেখানে পৌঁছানোর চেষ্টা করুন। কিছুক্ষণ প্রতিষ্ঠানে বসে সময় কাটালে হঠাৎ করে নতুন পরিবেশে উদয় হয়েছেন বলে মনে হবে না। অন্যান্য প্রার্থী বা প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে আলাপচারিতায় পরিবেশের সঙ্গে সহজ হয়ে উঠতে পারবেন।
৫. লক্ষ্য স্থাপন করুন : ইন্টারভিউয়ে যাচ্ছেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে। সেখানে আপনার একমাত্র লক্ষ্য কি হবে, তা স্থির করে নিন। এতে করে আপনার আচরণ এবং বাস্তবতা সম্পর্কে পরিষ্কার ধারণা জন্মাবে।
৬. নিজেকে গ্রহণীয় করে তুলুন : আশা করতে পারেন। কিন্তু আকাশছোঁয়া আশাবাদে হিতে বিপরীত হতে পারে। ‘যা হওয়ার তাই হবে’- এ ধরনের চিন্তায় অভ্যস্ত হয়ে যান। পরিস্থিতির কাছে নিজেকে গ্রহণীয় করে তুলুন।
৭. নিজের প্রতি বিশ্বাস রাখুন : অবশ্যই মনে করবেন, ওই প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্যে আপনি যোগ্যতাসম্পন্ন। ইন্টারভিউয়ে বসে এটা প্রমাণ করতে হবে। স্মার্টলি কথা বলা এবং নিজেকে প্রার্থী হিসাবে আকর্ষণীয় করে উপস্থাপন করার ক্ষেত্রে সচেতন থাকুন।

Free Hand Writing এর কৌশল-3

ফরমালিন: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

ইংরেজি ভাষা শেখা মোটেও কঠিন না। আপনার ইচ্ছা আর দক্ষ টিচারদের লেসন পেলে আপনিও হতে পারেন ইংরেজির Boss ।  Free Hand Writing এর উপর এই লেসনটি পড়ুন। দেখুন, English Today-তে কিভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে আপনাকে বড় বড় ইংরেজি বাক্য শেখানো হয়। এই কোর্সে ঢাকার সেরা ইংলিশ টিচারদের Spoken English, Free Hand Writing, Grammar, Vocabulary, Translation এর এমন ৩০০টি লেসন আছে। 

(ফরমালিনের রয়েছে নানাবিধ ব্যবহার। প্রাণী-দ্রব্য পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। বিশ্বের উৎপন্ন ফরমালিনের ৬০% কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় ব্যবহার হয়।)
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখব। আমরা দেখাবো English Today-র এই কোর্সে কিভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে আপনাকে ইংরেজি শেখানো হয়। । চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য:  “ফরমালিনের রয়েছে নানাবিধ ব্যবহার।”
ফরমালিনের রয়েছে বা আছে= Formalin has (ফরমালিন singular হওয়ায় has হলো) ফরমালিনের কি আছে? নানাবিধ ব্যবহার= different uses
তাহলে বাক্যটি হলো : ফরমালিনের রয়েছে নানাবিধ ব্যবহার= Formalin has different uses.
এবার এই বাক্য: “প্রাণী-দ্রব্য পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয়।”
ফরমালিন ব্যবহার করা হয়=Formalin is used (ফরমালিন singular হওয়ায় is হলো, আর যেহেতু ফরমালিনকে ব্যবহার করা হয়, তাই passive form হলো ) কি করতে ফরমালিন ব্যবহার করা হয়? রক্ষার জন্য = to protect। কাকে রক্ষার জন্য? প্রাণী-দ্রব্য = animal products। কিসের থেকে রক্ষার জন্য?  পচনের হাত থেকে= from degradation।
তাহলে বাক্যটি হলো : প্রাণী-দ্রব্য পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয়=  Formalin is used to protect animal products from degradation.
এবার এই বাক্য: “বিশ্বে উৎপন্ন ফরমালিনের ৬০% কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় ব্যবহার হয়।”
এই ধরনের বাক্যে আমরা confused হয়ে যাই কোথা থেকে শুরু করব। একটু খেয়াল করুন, বাক্যটি কিন্তু “ফরমালিনের ৬০%” নিয়ে । কারো , এখানে যেমন ফরমালিনের, এসব ক্ষেত্রে of এই preposition ব্যবহার করুন। এভাবে শুরু করুন: 60% of formalin।  কোন ফরমালিন? যা উৎপন্ন হয়= which is produced । which দিয়ে formalin কে বুঝাচ্ছে। আর ফরমালিন হলো singular  তাই is হলো , আর যেহেতে বলা আছে উৎপন্ন হয় হয় , তাই passive form হলো । তো কোথায় উৎপন্ন হয়?  বিশ্বে =in the world ।
বাক্যটি এ পর্যন্ত হলো : 60% of formalin which is produced in the world বাক্যের এই অংশে which is বাদ দিয়ে আরো সাবলীল করা যায়, অর্থাৎ 60% of formalin produced in the world এই দুই ভাবে লিখলে দুইটাই ঠিক, তবে পরেরটি বেশি স্মার্ট।
বিশ্বের উৎপন্ন ফরমালিনের ৬০% (60% of formalin produced in the world )।  ব্যবহার হয় = is used ( is হলো কারণ ফরমালিনের ৬০%  দিয়ে একটা পরিমান বুঝাচ্ছে যা singular)। কোথায় ব্যবহার হয় ?  কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় = in the wood and construction industries ( কোনো জায়গায় কিছু ব্যবহার হলে তার আগে একটা preposition আসবে। যেমন, কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় = in the wood and construction industries ( এখানে in এর পর the হলো কারণ দুইটা কারখানাকে নিদৃষ্ট (definite) করে বলা হয়েছে, তাই definite article (the) ব্যবহার হলো ।
তাহলে বাক্যটি হলো : বিশ্বের উৎপন্ন ফরমালিনের ৬০% কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় ব্যবহার হয়= 60% of formalin produced in the world is used in the wood and construction industries.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন :
ফরমালিনের রয়েছে নানাবিধ ব্যবহার। প্রাণী-দ্রব্য পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। বিশ্বের উৎপন্ন ফরমালিনের ৬০% কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় ব্যবহার হয়।
Formalin has different uses. Formalin is used to protect animal products from degradation. 60% of formalin produced in the world is used in the wood and construction industries.

শারীরিক সমস্যা সমাধানে তুলসী পাতা: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

{ সেই প্রাচীনকাল হতেই নানা শারীরিক সমস্যা সমাধানে ব্যবহার হয়ে আসছে তুলসী পাতা। তুলসী পাতার ঔষধি গুণের কারণে এটি বহুকাল ধরেই সমাদৃত ঘরোয়া চিকিৎসায়। ছোটোখাটো নানা শারীরিক সমস্যা  এমনকি  মারাত্মক দৈহিক সমস্যাও দূর করতে কার্যকরী এই তুলসী পাতা। }
 IELTS, BCS, Bank Job, BBA, MBA ভর্তি পরীক্ষা কিংবা Job পরীক্ষায় আপনার Free-Hand-Writing এর দক্ষতা প্রয়োজন।   আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
 প্রথমে এই বাক্য: সেই প্রাচীনকাল হতেই নানা শারীরিক সমস্যা সমাধানে ব্যবহার হয়ে আসছে তুলসী পাতা।
সেই প্রাচীনকাল হতেই = Since the ancient times
ব্যবহার হয়ে আসছে তুলসী পাতা= basil leaves have been used
নানা শারীরিক সমস্যা সমাধানে = to solve various physical problems
 এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Since the ancient times basil leaves have been used to solve various physical problems.
এবার এই বাক্য: তুলসী পাতার ঔষধি গুণের কারণে এটি বহুকাল ধরেই সমাদৃত ঘরোয়া চিকিৎসায়।
এটি (তুলসী পাতা) বহুকাল ধরেই সমাদৃত = Basil leaves are favourite for many years
ঘরোয়া চিকিৎসায়= in domestic treatment
ঔষধি গুণের কারণে= for its medicinal properties
 এবার এগুলোকে একসাথে লিখলে হয় :  Basil leaves are favourite for many years in domestic treatment for its medicinal properties.
 এবার এই বাক্য: ছোটোখাটো নানা শারীরিক সমস্যা এমনকি মারাত্মক দৈহিক সমস্যাও দূর করতে কার্যকরী এই তুলসী পাতা।
কার্যকরী এই তুলসী পাতা= Basil leaves are effective
দূর করতে= in eliminating
ছোটোখাটো নানা শারীরিক সমস্যা= minor health problems
এমনকি মারাত্মক দৈহিক সমস্যাও = and even severe physical problems
 এবার এগুলোকে একসাথে লিখলে হয় :  Basil leaves are effective in eliminating minor health problems and even severe physical problems.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন এবং অডিও ফাইল এর সাথে স্পোকেন ইংলিশ অনুশীলন করুন: :
Since the ancient times basil leaves have been used to solve various physical problems. Basil leaves are favourite for many years in domestic treatment for its medicinal properties. Basil leaves are effective in eliminating minor health problems and even severe physical problems.
Audio Player


সোয়াইন ফ্লু ভাইরাস: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

( সম্প্রতি ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে সাতশ’র বেশি মানুষ মারা গেছে। এক হিসাবে বলা হয়েছে, দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানে ভাইরাসটি সবচেয়ে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে।)
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলেআপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এইপ্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য:  সম্প্রতি ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে সাতশ’র বেশি মানুষ মারা গেছে।
সম্প্রতি  সাতশ’র বেশি মানুষ মারা গেছে= Recently , more than 700 people have died
সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে = of swine flu virus
ভারতে in India
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Recently , more than 700 people have died of swine flu virus in India .
এবার এই বাক্য: এক হিসাবে বলা হয়েছে, দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
এক হিসাবে বলা হয়েছে= As has  been has been said in an account
সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে =  the number of cases of swine flu has exceeded 11 thousand
দেশটিতে= in the country
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : As has  been has been said in an account, the number of cases of swine flu has exceeded 11 thousand in the country.
এবার এই বাক্য:  উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানে ভাইরাসটি সবচেয়ে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে।
ভাইরাসটি সবচেয়ে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে= The virus has spread to the most acute level
উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানে= in the northern state of Rajasthan.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় :  The virus has spread to the most acute level  in the northern state of Rajasthan.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন 
Recently , more than 700 people have died of swine flu virus in India . As has  been has been said in an account, the number of cases of swine flu has exceeded 11 thousand in the country. The virus has spread to the most acute level in the northern state of Rajasthan.


বুদ্ধি: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

(দৈনন্দিন জীবনে বুদ্ধি ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। জন্ম থেকে শুরু করে অনেকগুলো বছর আমরা পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, সেটা তো আসলে বুদ্ধি বাড়ানোর জন্যই। কিন্তু আসলে কি সেটা হয়? অনেকের ক্ষেত্রে যেটা হয়, তা হলো ভালো রেজাল্ট আর ডিগ্রী অর্জন। বুদ্ধির বিকাশ আসলে কয়জনের মাঝে ঘটে, এটা একটা বিতর্কের ব্যাপার।)
 আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলেআপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এইপ্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য:  দৈনন্দিন জীবনে বুদ্ধি ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না ।
আপনি এক পাও এগোতে পারবেন না= You cannot take a single step
বুদ্ধি ছাড়া= without intelligence
দৈনন্দিন জীবনে= in daily life
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : You cannot take a single step without intelligence in daily life.
এবার এই বাক্য: জন্ম থেকে শুরু করে অনেকগুলো বছর আমরা পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, সেটা তো আসলে বুদ্ধি বাড়ানোর জন্যই।
অনেকগুলো বছর আমরা পড়াশোনা করি= We have many years of study
জ্ঞান অর্জন করি= gain knowledge
জন্ম থেকে শুরু করে = from birth
সেটা তো আসলে= this is only for
বুদ্ধি বাড়ানোর জন্যই= improving intelligence.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : We have many years of study and gain knowledge from birth; this is only for improving intelligence.
এবার এই বাক্য:  কিন্তু আসলে কি সেটা হয়? = But does that actually happen?
এবার এই বাক্য: অনেকের ক্ষেত্রে যেটা হয়, তা হলো ভালো রেজাল্ট আর ডিগ্রী অর্জন।
অনেকের ক্ষেত্রে যেটা হয়= What actually happens for many
তা হলো ভালো রেজাল্ট আর ডিগ্রী অর্জন= is to get good result and degree.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : What actually happens for many is to get good result and degree.
এবার এই বাক্য:  বুদ্ধির বিকাশ আসলে কয়জনের মাঝে ঘটে, সেটা একটা বিতর্কের ব্যাপার।
বুদ্ধির বিকাশ= growth of intelligence
আসলে=actually
কয়জনের মাঝে ঘটে= happens in how many people
এটা একটা বিতর্কের ব্যাপার= this is a matter of argument
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Growth of intelligence actually happens in how many people; this is a matter of argument.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন: 
You cannot take a single step without intelligence in daily life. We have many years of study and gain knowledge from birth; this is only for improving intelligence. But does that actually happen?  What actually happens for many is to get good result and degree. Growth of intelligence actually happens in how many people; this is a matter of argument.


ঢাকা শহরে অসহনীয় যানজট: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

(ঢাকা শহরে অসহনীয় যানজট ক্রমাগত বেড়েই চলেছে। আরও অন্যান্য সমস্যা মিলিয়ে ঢাকা শহর হয়ে উঠেছে বসবাসের একদম অযোগ্য শহর। পরিবহনে গন্তব্যে পৌঁছানোর কোন নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা এখন মৃতপ্রায় নগরী। কেন তারা এমনটি বলছেন ? তারা বলছেন, পুরো দেশ অপরিকল্পিত উন্নয়নের খপ্পরে, ঢাকাও তার শিকার।)
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলেআপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এইপ্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য: ঢাকা শহরে অসহনীয় যানজট ক্রমাগত বেড়েই চলেছে।  অসহনীয় যানজট = intolerable traffic congestion ক্রমাগত বেড়ে চলেছে = is gradually rising  ঢাকা শহরে=in Dhaka city
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Intolerable traffic congestion is gradually rising in Dhaka city.
এবার এই বাক্য: আরও অন্যান্য সমস্যা মিলিয়ে ঢাকা শহর হয়ে উঠেছে বসবাসের একদম অযোগ্য শহর।
ঢাকা শহর =The Dhaka city
হয়ে উঠেছে=has become
বসবাসের একদম অযোগ্য শহর = an uninhabitable city
আরও অন্যান্য সমস্যা মিলিয়ে=together with other problems
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : The Dhaka city has become an uninhabitable city together with other problems.
এবার এই বাক্য: পরিবহনে গন্তব্যে পৌঁছানোর কোন নিশ্চয়তা নেই।
কোন নিশ্চয়তা নেই = There is no guarantee
গন্তব্যে পৌঁছানোর= to reach destination
পরিবহনে= with transportation
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : There is no guarantee to reach destination with transportation.
এবার এই বাক্য: বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা এখন মৃতপ্রায় নগরী।
বিশেষজ্ঞরা বলছেন = experts say
ঢাকা এখন মৃতপ্রায় নগরী = Dhaka is a dying city.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Experts say Dhaka is a dying city.
এবার এই বাক্য: কেন তারা এমনটি বলছেন ?
কেন তারা বলছেন ? = why are they saying?
এমনটি=like this
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Why are they saying like this ?
এবার এই বাক্য: তারা বলছেন, পুরো দেশ অপরিকল্পিত উন্নয়নের খপ্পরে, ঢাকাও তার শিকার।
তারা বলছেন= they say
পুরো দেশ = the whole country
অপরিকল্পিত উন্নয়নের খপ্পরে=is prey to unplanned development
ঢাকাও তার শিকার=Dhaka is its victim too.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : They say the whole country is prey to unplanned development; Dhaka is its victim too.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন: 
Intolerable traffic congestion is gradually rising in Dhaka city.  The Dhaka city has become an uninhabitable city together with other problems. There is no guarantee to reach destination with transportation. Experts say Dhaka is a dying city. Why are they saying like this ? They say the whole country is prey to unplanned development; Dhaka is its victim too.


অতিরিক্ত চিনি খাওয়া: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

ছোটবেলায় চকলেট, ক্যান্ডি খেতে কতই না মজা লাগত! কিন্তু বড় হয়ে তো অনেক অভ্যাসই আমাদের বাদ দিতে হয়। বড়রাও যদি নিয়মিত ক্যান্ডিতে অভ্যস্ত থাকেন তাহলে শরীরে প্রক্রিয়াজাত চিনির মারাত্মক চাপ পড়বে। প্রক্রিয়াজাত চিনি ত্বকের জন্য এক বড় সমস্যা। অতিরিক্ত চিনির কারণে কোলাজেন নষ্ট হয়ে ত্বকের স্থিতিস্থাপকতা হারিয়ে যেতে পারে।
How much fun it was to eat chocolate, candy in childhood! But there are a lot of practices we have to avoid when we grow old. If accustomed with candy regularly, the body of elders will be under serious pressure from processed sugar. Processed sugar is a big problem for the skin. The elasticity of the skin may be lost by the damage of collagen due to extra sugar.


চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

চোখ মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখ ছাড়া সারা দুনিয়া অন্ধকার। কিছু অভ্যাসের কারণে অনেকে নিজের অজান্তেই ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন। হতে পারে অদূর ভবিষ্যতে পৃথিবীটাই অন্ধকার হয়ে যেতে পারে।
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য: চোখ মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।
চোখ অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ= The eye is one of the most important organs
মানুষের শরীরের=in the human body
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : The eye is one of the most important organs in the human body.
এবার এই বাক্যচোখ ছাড়া সারা দুনিয়া অন্ধকার।
 চোখ ছাড়া= Without the eyes
সারা দুনিয়া অন্ধকার= the whole world is in the dark
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Without the eyes the whole world is in the dark.
এবার এই বাক্যকিছু অভ্যাসের কারণে অনেকে নিজের অজান্তেই ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন।
নিজের অজান্তেই=Unwittingly
অনেকে ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন= some people are losing sight gradually
কিছু অভ্যাসের কারণে = due to some habits
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Unwittingly, some people are losing sight gradually due to some habits.
এবার এই বাক্য: হতে পারে অদূর ভবিষ্যতে পৃথিবীটাই অন্ধকার হয়ে যেতে পারে।
হতে পারে= Maybe
অদূর ভবিষ্যতে= in the near future
পৃথিবীটাই অন্ধকার হয়ে যেতে পারে= the world will become dark.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Maybe in the near future the world will become dark.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন:
The eye is one of the most important organs in the human body. Without the eyes the whole world is in the dark. Unwittingly, some people are losing sight gradually due to some habits. Maybe in the near future the world will become dark.

কর্মক্ষেত্রে উৎপাদশীলতা: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

কর্মক্ষেত্রে যখন উৎপাদশীলতার বিষয় আসে, তখন একটি সমস্যার কথাই সবাই বলেন। তা হলো, একটি দিনে মাত্র ২৪ ঘণ্টা সময় পাওয়া যায়। বেশিরভাগ মানুষই সময়ের মধ্যে তার কাজ শেষ করতে পারেন না। আবার এমনো মানুষ আছেন যারা নির্দিষ্টি সময়ের মধ্যে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষ।
When it comes to productivity in the workplace, then everyone talks about a problem. It is only 24 hours a day available. Most people cannot finish their work in time. There are people as well who are expert to complete work within the specific period of time.



অসহনীয় গরম : এই Topic-এ Free Hand Writing এর কৌশল

বৈশাখের রোদের তাপে অতিষ্ঠ জীবন। অসহনীয় গরম থেকে খানিক রেহাই পেতে এবং শরীরের ঘাম হয়ে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করতে পানি পান করার বিকল্প নেই। আবার স্বস্তি পাওয়ার অজুহাতে অনেকে ফ্রিজের ঠান্ডা পানিও পান করেন হরহামেশাই।
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখব। এটা মোটামুটি কঠিন একটা প্যারাগ্রাফ । এই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে। চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্যবৈশাখের রোদের তাপে অতিষ্ঠ জীবন।
বাক্যটি বৈশাখের রোদ নিয়ে। তাই লিখুন The heat of the summer sun বৈশাখের রোদ কি করে? জীবন অতিষ্ঠ করে= make life miserable. এখানে The heat হলো singular তাই makes হবে।
পুরো বাক্যটি হলো : The heat of the summer sun makes life miserable.

এবার এই বাক্য:  অসহনীয় গরম থেকে খানিক রেহাই পেতে এবং শরীরের ঘাম হয়ে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করতে পানি পান করার বিকল্প নেই।
এই ধরনের বড় বড় বাক্য একটু খেয়াল করে দেখুন।  ‘রেহাই পেতে’ এবং  ‘ঘাটতি পূরণ করতে’  এই দুইটা জিনিসের জন্য  ‘পানি পান করার বিকল্প নেই’ ।  তাই এখান থেকে শুরু করুন।  বিকল্প নেই =There is no alternative to ( alternative এর পর to হয়) কিসের বিকল্প নেই ? পানি পান করার = drinking water
এবার এই অংশ : অসহনীয় গরম থেকে খানিক রেহাই পেতে
রেহাই পাওয়া = escape খানিক রেহাই পেতে = in order to escape briefly কার থেকে রেহাই পেতে? অসহনীয় গরম থেকে = from unbearable heat
এবার এই অংশ : শরীরের ঘাম হয়ে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করতে
পানির ঘাটতি পূরণ করতে = to replenish water  শরীরের ঘাম হয়ে  বেরিয়ে যাওয়া । যা বেরিয়ে যায় =that comes out  শরীরের = of the  body ঘাম হয়ে = as sweat.
পুরো বাক্যটি হলো : There is no alternative to drinking water in order to escape briefly from the unbearable heat and to replenish water that comes out of the body as sweat.
এবার এই বাক্য:  আবার স্বস্তি পাওয়ার অজুহাতে অনেকে ফ্রিজের ঠান্ডা পানিও পান করেন হরহামেশাই।
The heat of the summer sun makes life miserable. There is no alternative to drinking water in order to escape briefly from the unbearable heat and to replenish water that comes out of the body as sweat.Besides, many people regularly drink cold water from the fridge under the pretext of getting relief.


চায়ের আধিপত্য: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

পৃথিবীর পূর্ব ও পশ্চিম-দুই প্রান্তেই চায়ের আধিপত্য। হাজার বছর ধরে ক্লান্তি জুড়ানোয় চায়ের জুড়ি নেই। পশ্চিমের হাত ধরেই ভিন্ন ভিন্ন চায়ের বিভিন্ন প্রকার উপকারিতার সাথে আমরা পরিচিত হয়েছি।
আমাদের দেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। বিভিন্ন প্রকার চা এখন পর্যন্ত আবিষ্কৃত হলেও সাধারণত গ্রিন চা, ব্ল্যাক চা, হোয়াট চা, ওলং চা এবং ভেষজ চাকে আসল চা হিসেবে গণ্য করা হয়।
গবেষণায় বলা হয়, চায়ের অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সার ও হৃদরোগের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়া চা ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা কমায় এবং মানসিক প্রশান্তি দেয়। চা বিভিন্ন প্রকার অণুজীবের বিরুদ্ধেও কাজ করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, যেকোনো চা ভালো চা।
East and west ends of the world are dominated by tea. For thousands of years tea is incomparable to remove fatigue. We have known different benefits of different types of tea by the help of the west.
In our country tea is grown most in Srimongol in the district of Moulovibazar. There are different types of tea that have been discovered so far, but green tea, black tea, What tea, olam tea and herbal tea are regarded as the original hive.
According to the study, tea has anti-oxidant that works against cancer and heart disease. Tea reduces cholesterol levels and diabetes and gives peace of mind. Tea also works against microbial activity. According to nutritionists, any tea is good tea.

Free Hand Writing এর কৌশল-2

বেশি ওজন : এই Topic-এ Free Hand Writing এর কৌশল

বয়সের তুলনায় ওজন  বেশি হলে আমরা একে বলি অবেসিটি বা স্থূলতা। শিশু ও কিশোরদের মধ্যে স্থূলতা দিন দিন বেড়েই চলেছে। স্থূলতা অনেক ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে।
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএইপদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে। চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্যবয়সের তুলনায় ওজন  বেশি হলে আমরা একে বলি অবেসিটি বা স্থূলতা।
বাক্যে একটা শর্ত আছে , যেমন ওজন বেশি হলে, তাহলে একে স্থুলতা বলি। তাই বাক্যটি If দিয়ে শুরু হবে। ওজন যদি বেশি হয় (এখানে শরীরের ওজন বুঝাচ্ছে ) = If body weight is more ( is হলো কারণ body weight হলো singular) বয়সের তুলনায় = in comparison with age
এ পর্যন্ত বাক্যটি হলো:  If body weight is more in comparison with age, (শেষে কমা ব্যবহার হয়েছে কারণ if যুক্ত বাক্যের শেষে কমা হবে )
এবার এই অংশ:  আমরা একে বলি অবেসিটি বা স্থূলতা।
আমরা  বলি = we call একে = this কি বলি ? স্থূলতা= obesity
তাহলে বাক্যটি হলো: If body weight is more in comparison with age, we call this obesity.
এবার এই বাক্য: শিশু ও কিশোরদের মধ্যে স্থূলতা দিন দিন বেড়েই চলেছে।
বাক্যটি  স্থূলতা নিয়ে, তাই subject হবে Obesity ।  তো স্থুলতা কি হচ্ছে? দিন দিন বেড়েই চলেছে=is increasing day by day (is হলো কারণ obesity হলো singular) ।  কাদের মধ্যে স্থুলতা বেড়ে চলছে ? শিশু ও কিশোরদের মধ্যে = among children and teenagers ( কোনো গ্রুপ এর মধ্যে কিছু ঘটলে among এই preposition ব্যবহার করুন)
তাহলে বাক্যটি হলো: Obesity among children and teenagers is increasing day by day.
এবার এই বাক্য: স্থূলতা অনেক ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে।
আবারও বাক্যটি  স্থূলতা নিয়ে, তাই subject হবে Obesity । স্থূলতা কি করে ? সৃষ্টি করে= creates/ causes ( verb এর সাথে s হলো কারণ obesity হলো singular)। স্থূলতা কি সৃষ্টি করে ? অনেক ধরনের শারীরিক ও মানসিক সমস্যার= many physical and mental problems.
তাহলে বাক্যটি হলো: Obesity causes many physical and mental problems.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন:
If body weight is more in comparison with age, we call this obesity. Obesity among children and teenagers is increasing day by day. Obesity causes many physical and mental problems.


পর্যাপ্ত ঘুম: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

পর্যাপ্ত ঘুম না হওয়ায় ওজন বৃদ্ধি, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি, রক্তচাপ বেড়ে যাওয়াসহ স্বাস্থ্যগত নানা সমস্যা হতে পারে। কিন্তু একজন মানুষ প্রয়োজনের অতিরিক্ত সময় ঘুমালে তা স্বাস্থ্যগত মারাত্মক ক্ষতির কারণও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অল্প ঘুমের মতো অতিরিক্ত ঘুমও মানুষের আয়ু কেড়ে নিতে পারে।
 আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য: পর্যাপ্ত ঘুম না হওয়ায় ওজন বৃদ্ধি, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি, রক্তচাপ বেড়ে যাওয়াসহ স্বাস্থ্যগত নানা সমস্যা হতে পারে।
পর্যাপ্ত ঘুম না হওয়ায়= Lack of sleep
স্বাস্থ্যগত নানা সমস্যা হতে পারে= may result in various health problems
রক্তচাপ বেড়ে যাওয়াসহ= including high blood pressure
ওজন বৃদ্ধি, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি =weight gain and the risk of suffering from diabetes
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Lack of sleep may result in various health problems including high blood pressure, weight gain and the risk of suffering from diabetes.
এবার এই বাক্যকিন্তু একজন মানুষ প্রয়োজনের অতিরিক্ত সময় ঘুমালে তা স্বাস্থ্যগত মারাত্মক ক্ষতির কারণও হতে পারে।
কিন্তু একজন মানুষ প্রয়োজনের অতিরিক্ত সময় ঘুমালে=But oversleeping
তা স্বাস্থ্যগত মারাত্মক ক্ষতির কারণও হতে পারে= can cause serious health damage too.  (এখানে তা মানে Oversleeping এটা দুইবার লেখা দরকার নাই)
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : But oversleeping can cause serious health damage too.
এবার এই বাক্যবিশেষজ্ঞদের মতে, অল্প ঘুমের মতো অতিরিক্ত ঘুমও মানুষের আয়ু কেড়ে নিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, = According to experts,
অল্প ঘুমের মতো= like lack of sleep
অতিরিক্ত ঘুমও মানুষের আয়ু কেড়ে নিতে পারে = oversleeping can take away people’s life expectancy.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : According to experts, like lack of sleep oversleeping can take away people’s life expectancy.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন:
Lack of sleep may result in various health problems including high blood pressure, weight gain and the risk of suffering from diabetes. But oversleeping can cause serious health damage too. According to experts, like lack of sleep oversleeping can take away people’s life expectancy.



ভাষা শেখা: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

মানুষের ভাষা শেখার সহজাত ক্ষমতা বা প্রবণতা রয়েছে। ছোটবেলা থেকেই সেই সামর্থ্য কাজে লাগানো উচিত। যত অল্প বয়স থেকে বিদেশি ভাষা শেখা শুরু করা যায়, তাতে মাতৃভাষার দক্ষতা অর্জনের সম্ভাবনা তত বেশি।
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য: মানুষের ভাষা শেখার সহজাত ক্ষমতা বা প্রবণতা রয়েছে।
মানুষের রয়েছে= Humans have। মানুষের কি রয়েছে ? সহজাত ক্ষমতা বা প্রবণতা= latent power or tendency । কিসের ক্ষমতা বা প্রবণতা? ভাষা শেখার= to learn language।
তাহলে বাক্যটি হলো : Humans have latent power or tendency to learn language.
এবার এই বাক্য: ছোটবেলা থেকেই সেই সামর্থ্য কাজে লাগানো উচিত।
ছোটবেলা থেকেই= From an early age।  সেই সামর্থ্য= this capacity । কাজে লাগানো উচিত। এখানে উচিত আছে, তাই should হবে, আর সামর্থকে কাজে লাগানো উচিত মানে যে কাজে লাগাবে (কর্তা) তার নাম উল্লেখ নাই , তাই passive form ব্যবহার করুন: কাজে লাগানো উচিত= should be utilized।
তাহলে বাক্যটি হলো : From an early age this capacity should be utilized.
এবার এই বাক্য: যত অল্প বয়স থেকে বিদেশি ভাষা শেখা শুরু করা যায়, তাতে মাতৃভাষার দক্ষতা অর্জনের সম্ভাবনা তত বেশি।
এই ধরনের বাক্য দেখে ঘাবড়ে যাবেন না। বাক্যটি একটু খেয়াল করুন। যতই পরবেন ততই শিখেবেন। এই বাক্যের গঠন আর উপরের বাক্যটির গঠন এক রকম না ? আপনি জানেন, যতই পরবেন ততই শিখেবেন = The more you read, the more you will learn। তাহলে উপরের বাক্যটিও আপনি লিখতে পারবেন।
যত অল্প বয়স থেকে = The sooner।  শুরু করা যায়, এখানে কে শুরু করবে বলা নাই। যদি এমন থাকত,  যত অল্প বয়স থেকে তুমি শুরু কর, তাহলে হতো = The sooner you start।  কিন্তু লিখতে হবে, যত অল্প বয়স থেকে শুরু করা যায়= The sooner to start ।  বিদেশি ভাষা শেখা= learning foreign language । এর পর একটা কমা হবে । এই বাক্যে যেমন : The more you read,
তাহলে এই পর্যন্ত বাক্যটি হলো:  The sooner to start learning foreign language,
এবার এই অংশ: তাতে মাতৃভাষার দক্ষতা অর্জনের সম্ভাবনা তত বেশি।
সম্ভাবনা তত বেশি= The higher is the possibility । (The more…., the more এই দুই more এর সম্পর্ক যেমন, The sooner…, the higher… এর সম্পর্কও তেমন।)  কিসের সম্ভাবনা ? দক্ষতা অর্জনের = of achieving efficiency/ to achieve efficiency ।  প্রথম ক্ষেত্রে achieve এর পর ing হলো কারণ তার আগে of এই preposition আছে (preposition এর পর verbএর সাথে ing হয়) । দুইটার যেকোনোটা লিখতে পারেন , তবে of achieving লিখলে বেশি ভালো।  তো কিসের  দক্ষতা অর্জনের ? মাতৃভাষার = of the native language ।
তাহলে  বাক্যটি হলো: The sooner to start learning foreign language, the higher is the possibility of achieving efficiency of the native language.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন :
Humans have latent power or tendency to learn language. From an early age this capacity should be utilized. The sooner to start learning foreign language, the higher is the possibility of achieving efficiency of the native language.


পিতা-মাতা হবার আনন্দ: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

কম বয়সে পিতা-মাতা হবার আনন্দটা যেমন বেশী, তেমনই কিছু ঝামেলা ও সতর্কতাও বেশী। আপনারা নিজেরাই এখনো তরুণ, ফলে সন্তান পালনে হয়ে যেতে পারে নানান রকমের ভুল। অন্যদিকে কম বয়সে পিতা-মাতা হবার পজেটিভ ও নেগেটিভ দুই ধরণের প্রভাবই পড়ে দাম্পত্য সম্পর্কে।
To become parents at an early age is as much a matter of much happiness as it is a matter of trouble and caution. You yourselves are still young, so there can be various kinds of wrong in parenting. On the other hand, becoming parents early has both positive and negative impact on conjugal relation.


বেসরকারি ফার্মে চাকরি: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

“বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাতে অফিসের কাজ করতে হয়। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার।”
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখব। এটা খুবই সহজ প্যারাগ্রাফ । এই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্যবেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা।
বাক্যটি কাকে নিয়ে? অর্ষাকে নিয়ে। Orsha। অর্ষা কি করেন ? চাকরি করেন। চাকরি করা বা কাজ করা =work। আর অর্ষা singular হওয়ায় works হবে। অর্ষা কোথায় কাজ করেন ? বেসরকারি ফার্মে। বেসরকারি ফার্ম= private firm। কোনো জায়গায় কাজ করলে তার আগে একটা preposition আসবে। যেমন, বেসরকারি ফার্মে= in a private firm.
Orsha works in a private firm.
এবার এই বাক্য:  বাসায় ফেরার পর তাকে রাতে অফিসের কাজ করতে হয়।
এই বাক্যে দুটি অংশ আছে। একটি হলো: “বাসায় ফেরার পর”, অন্যটি হলো: “তাকে রাতে অফিসের কাজ করতে হয়”। এরকম একটি কাজের পর আরেকটি কাজ হলে প্রথম কাজে present participle ব্যবহার করুন। যেমন, বাসায় ফেরার পর= after coming back to home, অথবা coming back to home- ও হবে। এরপর একটা কমা হবে।
After coming back to home,
“তাকে রাতে অফিসের কাজ করতে হয়।” এখানে করতে হয় মানে বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে have to অথবা has to হবে। আর যেহেতু অর্ষা singular, তাই has to হবে। She has to do ।  তাকে কি করতে হয় ?  অফিসের কাজ = office work। কখন করতে হয়? রাতে= at night
she has to do office work at night.
তাহলে পূর্ণ বাক্যটি হবে: After coming back to home, she has to do office work at night.
এবার এই বাক্য:  তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার।
আবারও এই বাক্যে দুটি অংশ আছে। একটি হলো: “অফিসে যাওয়ার পর”, অন্যটি হলো: “খুবই ক্লান্তি লাগে তার”। এরকম একটি কাজের পর আরেকটি কাজ হলে প্রথম কাজে present participle ব্যবহার করুন। যেমন, তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর= So, after going to office, অথবা So, going to office- ও হবে।
সে কখন অফিসে যায়? পরদিন সকালে= in the next morning। এরপর একটা কমা হবে।
So after going to office in the next morning,
“খুবই ক্লান্তি লাগে তার।” ক্লান্তি লাগা= feel tired। এখানে যেহেতু অর্ষা singular, তাই she feels tired হবে, আর tired এর আগে very হবে কারণ খুবই আছে।
she feels very tired.
তাহলে পূর্ণ বাক্যটি হবে: So after going to office in the next morning, she feels very tired.


সম্পর্কের টানাপোড়ন: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

একটা সম্পর্কের ভেতরে থাকে নানা টানাপোড়ন। বাহ্যিক দুনিয়ার চাপ আর নিজেদের ভেতরকার বোঝাবুঝির যে যুদ্ধ চলে সারাক্ষণ এসব নিয়ে অনেক জুটি হাঁপিয়ে ওঠেন। কিন্তু সম্পর্কের সৌন্দর্য মাঝে মাঝে একটা-দুটো মুহূর্তের উপর নির্ভর করে। আর সেই মুহূর্তগুলো নষ্ট হয়ে গেলে মন বিষিয়ে ওঠে।
Varied arrays of tension remain in a relationship. Many couples find it hard to fight against external pressures and regular tension of mutual understanding. But the beauty of a relationship sometimes depends only on a few moments. And the mind gets poisoned if those moments are lost.


সুস্থ থাকা : এই Topic-এ Free Hand Writing এর কৌশল

সর্বদা সুস্থ থাকতে হলে খেতে হবে ভালো মতো। কিন্তু ভালো করে খাওয়া মানেই যে আপনি যা ইচ্ছে তাই খাবেন তা নয়। আপনাকে অবশ্যই খেতে হবে এমন কিছু খাবার যা দেহ ও মন ভালো রাখে, যার মাধ্যমে দেহ থাকবে সুস্থ অসুখ-বিসুখ থাকবে অনেক দূরে। কিন্তু বর্তমান সময়ে আমাদের জীবন-যাপন হয়েছে এমন যে আমরা দেহের প্রতি নজর দেই না আর খাওয়া-দাওয়ারও কোন সঠিক নিয়ম নেই। এই কারণেই আমাদের দেহে দেখা দেয় নানা সমস্যা ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।
Always eat well to stay healthy. But eating well does not mean that you eat whatsoever. Some of the foods that you eat keep the body and mind sound, by which the body will be healthy and disease far. But at the present time we live in a way that we do not take care of our body and do not eat on routine. This creates different problems in our body and the body’s immune system is reduced.


সন্তানকে ভালো রাখা: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

সন্তানকে ভালো রাখার চেষ্টা সব বাবা-মাই করেন। সন্তান যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় সেই চেষ্টাই সকল অভিভাবকের থাকে। বাবা-মা তাঁদের জীবনের অনেকটা সময়ই সন্তাদের ভবিষ্যৎ গড়ার পিছনে ব্যয় করে থাকেন। কিন্তু তারপরেও থেকে যায় সমস্যা। হয়তো সন্তান বাবা-মাকে বুঝতে পারেনা কিংবা বাবা-মা সন্তানকে বুঝতে পারেন না। বাবা-মায়ের বছরের পর বছর করে যাওয়া কষ্ট অনেক সময় নষ্ট হয়ে যায়, আবার বাবা-মাও সন্তানের প্রতি অতি প্রত্যাশা বেঁধে রাখেন বাস্তবিকতার গণ্ডি না বুঝেই।
All parents try to keep their child well. Guardians keep trying to help their children grow as dignified human beings. Parents spend a lot of time for building the future of their children. But the problem still persists. Perhaps parents do not understand the child or the child does not understand parents. Years of efforts from parents go waste. Sometimes, the father and mother tie expectations from the child without understanding the boundaries of realities.


পড়ার অভ্যাস : এই Topic-এ Free Hand Writing এর কৌশল

একাধিক গবেষণায় দেখা যায়, মানুষের পড়ার অভ্যাস ক্রমশ কমছে। অনেকেই এজন্য ব্যস্ততাকে অজুহাত হিসেবে দেখান। কিন্তু নিজের ও দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে চাইলে বই পড়ার অভ্যাস ধরে রাখতেই হবে।
Multiple studies find that people’s reading habits are gradually decreasing. Many show busyness as an excuse for this. But if you want to ensure prosperity of yourself and your country, it is vital to keep the reading habit.

Free Hand Writing এর কৌশল

ওজন কমানো: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

ওজন কমানোর চেষ্টায় সাফল্যের ব্যাপারটি অনেক ক্ষেত্রেই নির্ভর করছে নিজের আচার-অভ্যাসের সচেতনতার ওপর। ঠিকঠাক ধারণা পেলে আপনি এসব ব্যাপারে নিজেকে পরিবর্তনের চেষ্টা শুরু করতে পারেন। ইচ্ছাশক্তির ওপর নির্ভর করার পরিবর্তে দক্ষতার শক্তির ব্যাপারটি এই প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
অনেক উপায়ে ওজন কমানো যায়। পরিমিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম অবশ্যই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের জন্য কম ক্যালরিযুক্ত খাবার এবং ওজন কমানোর উপযোগী খাবারগুলোকে প্রাধান্য দিতে হবে।
In many cases the weight loss success depends on the awareness of one’s behavior habits. You can start trying to change yourself if you have proper ideas. Instead of relying on the strength of the will, skills are important in this process.
There are many ways to reduce weight. Modified diet and regular exercise will most certainly take precedence over. Eating low calorie foods and foods that are useful for weight loss will be given priority.

ডায়বেটিস: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে দেহে কি ধরণের সমস্যা হয় তা সম্পর্কে আমরা কমবেশি সকলেই অবগত। বিশেষ করে যাদের পরিবারের ইতিহাসে ডায়বেটিসের সমস্যা রয়েছে তারা এইসম্পর্কে বেশ ভালো করেই জানেন। কারণ ডায়বেটিস পুরোপুরি না হলেও বংশগত রোগ। এর অর্থ এই নয় শুধুমাত্র বংশে এই রোগটি থাকলেই ডায়বেটিসের সম্ভাবনা থাকে। অন্যান্য অনেক কারণেই দেহে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। তাই অন্তত বছরে একবার রক্ত পরীক্ষা করানো উচিত সকলের এবং যাদের পরিবারে ডায়বেটিস রোগী আছেন বা ছিলেন তাদের বছরে দুবার রক্ত পরীক্ষা করানো জরুরী।
Increased levels of blood sugar in the body is the kind of problem we are all more or less informed. Especially if you have a family history of diabetes you know this quite well. Though not completely hereditary, diabetes is a hereditary disease. This does not mean only if you have this disease in family,  diabetes are more likely to occur. There are many other reasons that may increase sugar levels in the body. So everyone should be inspected at least once a year. Those who have diabetic patient in family should be inspected twice a year.


শীতের তীব্রতা: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

শীতের তীব্রতা কমছে। ঝলমলে রোদের দেখাও মিলছে কখনো কখনো। আবার কখনো হুট করেই বইছে হাওয়া। হাওয়ায় ভেসে আসছে ধুলাবালুও। রোদ আর ধুলাবালুতে হতে পারে ত্বকের ক্ষতি।
The severity of the winter is decreasing. The glittering sun is showing up sometimes. Sometimes, the wind is blowing suddenly. Dusts are blowing too. The sun and dusts can damage skin.

অতিরিক্ত লবণ খাওয়া: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

লবণে থাকা অতিরিক্ত সোডিয়াম মস্তিষ্কের ওপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব। এমনকি অতিরিক্ত লবণে অনিয়্ন্ত্রিত রক্তচাপ সৃষ্টি করতে পারে। অতিরিক্ত লবণ খাওয়ার ফলে যে স্বাস্থ্যের ক্ষতি হয়, তা নতুন কোনো তথ্য নয়। ফ্লুইড রিটেনশন থেকে শুরু করে উচ্চ রক্তচাপের ঝুঁকি পর্যন্ত হতে পারে এর কারণে। সোডিয়াম এবং হাইপারটেনশনের মাঝে যে যোগসূত্র আছে এটা জানা কথা। কিন্তু সোডিয়াম ঠিক কীভাবে হাইপারটেনশন তৈরি করে তা ঠিক পরিষ্কার নয়।
Excessive sodium in salt can have negative effects on the brain. Even excessive salt can cause irregular blood pressure. It is not new information that excessive salt intake results in the loss of health. Starting from fluid retention, there is even risk of  hypertension for this . It is known that there is a link between sodium and hypertension. But it is not exactly clear  how sodium creates hypertension.

ওজন কমানো: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

আমরা ওজন কমানোর জন্য কতো কিছুই তো করে থাকি, কিন্তু অনেকেই হয়তো জানিনা যে খুব সহজ কিছু কাজ করে ওজন কমানো সম্ভব। আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না।
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য: আমরা ওজন কমানোর জন্য কতো কিছুই তো করে থাকি,
আমরা কতো কিছুই তো করে থাকি =We spare no efforts
ওজন কমানোর জন্য= to reduce weight
এবার এগুলোকে একসাথে লিখলে হয় :  We spare no efforts to reduce weight
এবার এই বাক্য: কিন্তু অনেকেই হয়তো জানিনা যে খুব সহজ কিছু কাজ করে ওজন কমানো সম্ভব।
কিন্তু অনেকেই হয়তো জানিনা যে= but many of us perhaps do not know that
ওজন কমানো সম্ভব=that it is easy to lose weight
খুব সহজ কিছু কাজ করে=by doing very simple things
এবার এগুলোকে একসাথে লিখলে হয় :  but many of us perhaps do not know that it is easy to lose weight by doing very simple things.
এবার এই বাক্য:  আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না।
আপনাকে কষ্ট করতে হবে না = You do not have to trouble yourself
খুব বেশি =much
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : You do not have to trouble yourself much.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন:
We spare no efforts to reduce weight but many people do not know that it is easy to lose weight by doing very simple things for which you do not have to trouble yourself much.

Both / Most Of / Half Of -কে যেভাবে বাক্যে ব্যবহার করা হয়

1. Both kids know the answer. = বাচ্চাদের দুজনই উত্তরটি জানে।
2. Half of the jobs are done. = কাজগুলোর অর্ধেক করা হয়েছে।
3. Most of the class knows the answer. = ক্লাসের অধিকাংশই উত্তরটি জানে।
ব্যাখ্যাঃ  Both এর পর সবসময় plural number হয় এবং verb ও plural হয়। Both দ্বারা দুজনকে বোঝায়।
Half of the / Most of the এর পর singular / plural যেকোনটিই হতে পারে। Half of the / Most of the  এর পর singular number হলে verb singular form-এ হবে আর plural number হলে verb plural form-এ হবে । ২ নং বাক্যে Half of the jobs  এর পর jobs হলো plural তাই are হয়েছে।  ৩ নং বাক্যে Most of the  এর পর class হলো singular তাই knows হয়েছে।
এমন আরও কিছু উদাহরণ
Most of the people know the answer.= লোকদের অধিকাংশই উত্তরটি জানে।
Both children are absent.= দুজন শিশুই অনুপস্থিত।

এই পরীক্ষা দিয়ে আপনার দক্ষতা যাচাই করুন :
1.Half  is/are done.= অর্ধেক করা হয়েছে।
2. Half of the shows/show is about cooking.= টিভি শো-এর অর্ধেকই রান্না বিষয়ক।
3. Most of the guests have/has a good time helping.= অতিথিদের অধিকাংশই ভাল সময় কাটাচ্ছে সাহায্য করে।
4. Both Liza and Shila know/knows  how to swim. লিজা এবং শিলা দুজনই সাঁতার জানে।

Who / Whom- কোনটা হবে ?

1. The woman who called you is here.= মহিলাটি যে তোমাকে কল দিয়েছিল সে এখানে।
2. The woman whom you called is here.= মহিলাটি যাকে তুমি কল দিয়েছিলে সে এখানে।
ব্যাখ্যাঃ বাক্যের মাঝখানে ( ১ নং এ যেমন) who থাকলে অর্থ ‘যে’। who সহ বাক্যাংশে who এর পরিবর্তে he/she/ they ব্যবহার করলে বাক্যাংশটি অর্থপূর্ণ হবে। এভাবে who হবে কিনা তা বোঝা যাবে । যেমন ১ নং বাক্যে – who called you । এখানে who এর পরিবর্তে she ব্যবহার করলে হয় – she called you (সে তোমাকে কল দিয়েছিল) । এটা কি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য না ? হাঁ, এটা সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য। তাই ১ নং বাক্যে who ব্যবহার ঠিক আছে।
আবার বাক্যের মাঝখানে ( ২ নং এ যেমন ) whom থাকলে অর্থ ‘যাকে’। whom সহ বাক্যাংশে whom এর পরিবর্তে he/she/ they ব্যবহার করলে বাক্যাংশটি অর্থপূর্ণ হবে না। এভাবে whom হবে কিনা তা বোঝা যাবে । যেমন ২ নং বাক্যে – whom you called । এখানে whom এর পরিবর্তে she ব্যবহার করলে হয় – she you called । এটা কি অর্থপূর্ণ বাক্য ? না , এটা অর্থপূর্ণ বাক্য না। তাই ২ নং বাক্যে whom ব্যবহার ঠিক আছে।
সংক্ষেপে: who/whom সহ বাক্যাংশে who/whom এর পরিবর্তে he/she/ they ব্যবহার করলে যদি বাক্যাংশটি অর্থপূর্ণ হয়, তাহলে WHO ব্যবহার ঠিক আছে , আর যদি অর্থপূর্ণ না হয় তাহলে WHOM ব্যবহার ঠিক আছে ।
এমন আরও কিছু উদাহরণ-
Salman hired the gardener whom you recommended.= সালমান মালিকে ভাড়া করেছিল যাকে তুমি সুপারিশ করেছিলে ।
Kamrul, who lives next door, is a marathon runner.=  কামরুল যে পাশের ফ্লাটে থাকে সে একজন ম্যারাথন দৌড়বিদ।
এই পরীক্ষা দিয়ে আপনার দক্ষতা যাচাই করুন :
1. The police officer to whom/who I gave my passport took down my information.= পুলিশ অফিসার যাকে আমি আমার পাসপোর্ট দিয়েছিলাম তিনি আমার তথ্য লিখে নিয়েছিলেন।
2. The boy is here who/whom wants to play football.= বালকটি এখানে যে ফুটবল  খেলতে চায়।
3. The man whom/who I believe is a pilot.= মানুষটি যাকে আমি বিশ্বাস  করি তিনি হলেন একজন পাইলট।
4. My friend told me about a student who/whom has taken the TOEFL test twelve times!=আমার বন্ধু আমাকে একজন ছাত্রের কথা বলেছিলেন যে ১২ বার TOEFLপরীক্ষা  দিয়েছিল!


Grammar -65

Which of the followings is correct?
a. Higuain has scored fewer goals in this World Cup than in 2010 despite play two more games.
b. Higuain has scored fewer goals in this World Cup than in 2010 despite playing two more game.
c. Higuain has score fewer goals in this World Cup than in 2010 despite playing two more games.
d. Higuain has scored fewer goals in this World Cup than in 2010 despite playing two more games.
সমাধান: despite এর পর সবসময় ing যুক্ত verb হয়। b তে two more games হল সঠিক হতো, C তে has এর পর scored হলে সঠিক হতো।
উত্তর:  (d)
বাক্যের অর্থ: হিগুয়েইন আরো দুটি গেম খেলা সত্ত্বেও এই বিশ্বকাপে ২০১০ এর তুলনায় কম গোল করেছেন ।

Grammar -64

Which one of the followings is correct for the gap?
Korus has had more _______ in this World Cup including an incredible 135 against Algeria.
a. touches than any other player
b. touche than any other player
c. touches than any other players
d. touches than more other player
সমাধান: more থাকায় এটার পরে plural হবে অর্থাৎ touches এবং any other এর পর সবসময় singular noun হয় অর্থাৎ player হবে।
উত্তর: (a)
বাক্যের অর্থ: কোরাস আলজেরিয়ার বিপক্ষে এক বিষ্ময়কর ১৩৫ সহ অন্য খেলোয়াড়দের চাইতে বেশী টচ্ করেছেন।

Grammar -63

Fill in the blank.
Just _____ the World Cup _____ he was in a car accident.
a. after…start b. before…began c. when….launch   d. during…initiated
সমাধান: বাক্যে was থাকাতে option গুলো দেখে বোঝা যাচ্ছে যে, ২য় শূন্যস্থানে past tense হবে। কিন্তু d এর initiated past ফর্ম এ থাকেলও ১ম শূন্যস্থানে during খাপ খায় না।
উত্তর:  (b)
বাক্যের অর্থ:  বিশ্বকাপ  শুরু  হওয়ার  ঠিক  আগ মুহূর্তে  সে  গাড়ির  দুর্ঘটনায়  পড়েছিল।

Which one of the followings is grammatically correct?
a. The growth of private universities in the country in terms of both number and quality has often been the subject of discussion.
b. The growth of private universities in the country in term of both number and quality has often been the subject of discussion.
c. The growth of private universities in the country in terms of both number and quality have often been the subject of discussion.
d. The growths of private universities in the country in terms of both number and quality has often been the subject of discussion.
সমাধান: বাক্যটির সঠিক structure হলো: the growth . . . . . . . . has been । অর্থাৎ The growth হল noun, তাই verb has হবে। in terms of অর্থ হলো দিক থেকে। in term of ভুল।
growth অর্থ বৃদ্ধি। growth কখনো plural হয় না।
উত্তর (a)
বাক্যের অর্থ: মান এবং সংখ্যার দিক থেকে দেশে ব্যক্তিমালিকানধীন বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধি লাভ প্রায়ই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


Grammar -61

I shall come back in no time.
‘In no time’ means-
a. very soon b. finishing the time c. short of time d. before the time
সমাধান: in no time অর্থ শীঘ্রই।
উত্তর: (a)
‘He is the most intelligent player I’ve coached.’
What is the meaning of ‘I’ve coached’ in this sentence?
a. I have a mentor b. I have trained c. I have advised d. I have explained.
সমাধান: প্রশ্নের বাক্যটির অর্থ হল সেই সবচাইতে মেধাবী খেলোয়ার যাকে আমি প্রশিক্ষন দিয়েছি। তাহলে I’ve coached অর্থ আমি প্রশিক্ষন দিয়েছি।
উত্তর: (b)

Grammar -60

Find the correct one.
a. I was shocked to know that my son did not even knew the people living next door to him.
b. I was shocked to know that my son did not even know the people living next door to him.
c. I was shocked to know that my son did not even know the people live next door to him.
d. I was shocked to know that my son did not even know the people living next door of him.
সমাধান: did থাকায় option a তে know হলে সঠিক হতো, option c তে did not even know থাকায় live না হয়ে living থাকলে সঠিক হতো। d তে to him থাকলে সঠিক হতো।
উত্তর: (b)
বাক্যের অর্থ: আমি এটা জেনে মর্মাহত হলাম যে, আমার ছেলে জানত না তার পাশের বাড়িতে কে থাকত।

Grammar -59

Fill in the blank with appropriate preposition.
I found my son laughing _____ me.
a. towards b. to c. at d. for
সমাধান: laugh at অর্থ উপেক্ষা করা।
উত্তর: (c)
বাক্যের অর্থ: আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলে আমাকে উপেক্ষা করছে।

Grammar -58

Find the correct one.
a. On the night of Shab-e-Barat, I was thought of preparing sweets.
b. On the night of Shab-e-Barat, sweets were being prepared by me.
c. On the night of Shab-e-Barat, I was thinking of preparing sweets.
d. On the night of Shab-e-Barat, I was thinking of preparation sweets.
সমাধান: বাক্যের ১ম অংশের অর্থ শবে বরাতের রাতে ——-। option c তেই I was thinking of preparing sweets বাক্যটি কে সরল ভাবে উপষ্থাপন করা হয়েছে।
তাই উত্তর: (c)

Grammar -57

‘She is in her sixties.’ What is the meaning of this sentence ?
a. She is sixty years old.
b. She is nearly sixty years old.
c. She is more than sixty years old.
d. She is between sixty and sixty-nine years old.
সমাধান: She is in her sixties অর্থ তার বয়স ৬০ থেকে ৬৯ এর মধ্যে।
উত্তর: (d)

Grammar -47-56 lesson

Grammar -56

Which one of the followings is correct ?
a. This week we explore the beauty of befriending your neighbours and help you feel at home in your community.
b. This week we explore the beauty of befriending your neighbours and helping you feel at home in your community.
c. This week we explore the beauty of befriending your neighbours and help you feeling at home in your community.
d. This week we explored the beauty of befriending your neighbours and help you feel at home in your community.
সমাধান: we explore থাকায় ‍and এর পরও help verb এর use দেখানো হয়েছে।
উত্তর: (a)

বাক্যের অর্থ:এই সপ্তাহে আমরা পাড়া প্রতিবেশীদের বন্ধু হিসেবে গ্রহন করার গুন সম্পর্কে জানব এবং আপনাদের সম্প্রদায়ে আপনাদের আবাস অনুভব করাতে সাহায্য করব।

Grammar -55

‘We often prefer staying out of reach in our neighbourhood.’ What does this sentence express ?
a. We love the company of our neighbours.
b. We don’t like the company of our neighbours.
c. We are friendly with our neighbours.
d. Our neighbours love us.
সমাধান: প্রশ্নের বাক্যটির অর্থ হল আমরা পাড়া প্রতিবেশীর নাগালের বাইরে থাকতেই বেশী পছন্দ করি। এটার অর্থই আমরা পাড়াপ্রতিবেশীর সঙ্গ পছন্দ করিনা।
উত্তর: (b)

Grammar -54

Find the correct preposition.
Land grabbers have been driving death nails ______ the Turag’s existence over the past three years.
a. to b. about c. for d. into
সমাধান: driving death nails into something = কোন কিছুতে মরণফাঁদ তৈরী করা।
উত্তর: (d)
বাক্যের অর্থ: ভূমি দখলকারীরা গত তিন বছর ধরে তুরাগের অস্তীত্বে মরন ফাঁদ তৈরি করে আসছে।

Grammar -53

We __________ in the clear water of this river in our childhood.
a. use to fish and bathe
b. used to fishing and bathing
c. used to fish and bathe
d. used in fish and bathe
সমাধান: Used এর পর সবসময় to বসে এবং to fishing বা bathing ভুল।
উত্তর: (c)
বাক্যের অর্থ: আমাদের ছোট বেলায় আমরা এই নদীর পরিষ্কার পানিতে মাছ ধরতে এবং গোছল করতে অভ্যস্ত ছিলাম।

Grammar -52

‘We do not bow to any political pressure’ means-
a. We obey political pressure.
b. We do not thwart political pressure.
c. We are against political pressure.
d. We work according to political pressure.
সমাধান: প্রশ্নে বাক্যের অর্থ হল আমরা কোন রাজনৈতিক চাপের প্রতি নতী স্বীকার করি না। এর অর্থই আমরা রাজনৈতিক চাপের বিরুদ্ধে।
উত্তর: (c)

Grammar -51

They ______ the Upazila Nirbahi officer to take immediate steps to ______ the erosion .
a. requested, protect b. protested, ban c. urged, thwart d. mentioned, thwart

সমাধান:
urge অর্থ সুপারিশ এবং thwart অর্থ বাধা দেওয়া। option (c) এর urge টি বেশি অর্থবোধক।
তাই উত্তর: (c)
বাক্যের অর্থ: তারা উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুত ক্ষয় প্রতিরোধ করার জন্য সুপারিশ করেছিল।

Grammar -50

The prices of daily necessities increase by-
a. hook or by crook b. and by c. fits and starts d. leaps and bounds
সমাধান: leap and bounds অর্থ হল খুব দ্রুত। প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ছে ___________,শূন্যষ্থানে খুব দ্রুত বসালে তা সঠিক হয়।
উত্তর: (d)

Grammar -49

Which of the followings is correct?
a. The paths of true love never did run smooth, said Shakespeare.
b. The paths of true love never run smooth, said Shakespeare.
c. The paths of true love never did ran smooth, said Shakespeare.
d. The paths of true love never did not run smooth, said Shakespeare.
সমাধান: option (b) তে raid থাকায় run না হয়ে ran থাকলে সঠিক হতো; did ran হয় না; never এবং not একসাথে হয় না।
উত্তর: (a)
বাক্যের অর্থ: সেক্সপিয়ার বলেছিলেন যে, সতি ভালবাসার পথগুলো কখনোই বাধামুক্তভাবে চলেনি।

Grammar -48

I ____ him for five years.
a. have been knowing b. have known c. know d. am knowing
সমাধান: Know মানে জানা বা চেনা, for five years মানে পাঁচ বছর ধরে ।
উত্তর: (c)
অর্থের দিকে খেয়াল করলে আরও ষ্পষ্টভাবে বোঝা যাবে।
বাক্যের অর্থ: আমি তাকে পাঁচ বছর ধরে চিনি।

Grammar -47

Find the grammatically correct one.
a. If you think of the relationships that have impacted on history, one needs to go back to how Dilip and Madhubala longed for each other’s company.
b. If you think of the relationships that has impacted on history, you need to go back to how Dilip and Madhubala longed for each other’s company.
c. If you think of the relationships that have impacted on history, your need to go back to how Dilip and Madhubala longed for each other’s company.
d. If you think of the relationships that have impacted on history, you need to go back to how Dilip and Madhubala longed for each other’s company.
সমাধান: option | (a) তে শুরুতে you থাকায় পরবর্তী বাক্যাংশে you থাকলে সঠিক হতো। (b) তে relationships that have থাকলে সঠিক হতো। (c)তে your এর জায়গায় you থাকলে সঠিক হতো।
উত্তর: (d)
বাক্যের অর্থ: আপনি যদি সর্ম্পক গুলোর কথা ভাবেন যেগুলো ইতিহাসে প্রভাব ফেলেছে তাহলে আপনাকে অতীতে ফিরে যেতে হবে যে কীভাবে দিলিপ এবং মধুবালা একে অপরের সঙ্গের জন্য অপেক্ষা করে থাকত।