Grammar-8
What is the meaning of ‘ Ramadan has yet to come’ ?
A. Ramadan will come soon.
B. Ramadan has not come yet.
C. Ramadan will not come this year.
D. Ramadan has started.
সমাধান: Ramadan has yet ye to come কে অন্যভাবে লিখলে দাঁড়ায় Ramadan has not come yet ।
উত্তর: (B)
বাক্যের অর্থ: রমজান মাস এখনো আসেনি।
A. Ramadan will come soon.
B. Ramadan has not come yet.
C. Ramadan will not come this year.
D. Ramadan has started.
সমাধান: Ramadan has yet ye to come কে অন্যভাবে লিখলে দাঁড়ায় Ramadan has not come yet ।
উত্তর: (B)
বাক্যের অর্থ: রমজান মাস এখনো আসেনি।
Grammar-7
Which one of the followings is correct for the gap ?
It is also our sincere hope that the camaraderie during Ramadan _____ carried over.
1. is 2. has 3. be 4. .should be
সমাধান: এখানে sincere hope that দ্বারা subjunctive এর ব্যবহার দেখানো হয়েছে।
তাই শূন্যস্হানে be হলে সঠিক হবে। camaraderie= সহমর্মিতা
উত্তর (3)
বাক্যের অর্থ: এটি আমাদের আন্তরিক প্রত্যাশা যে সহমর্মিতা বজায় রাখা হোক।
It is also our sincere hope that the camaraderie during Ramadan _____ carried over.
1. is 2. has 3. be 4. .should be
সমাধান: এখানে sincere hope that দ্বারা subjunctive এর ব্যবহার দেখানো হয়েছে।
তাই শূন্যস্হানে be হলে সঠিক হবে। camaraderie= সহমর্মিতা
উত্তর (3)
বাক্যের অর্থ: এটি আমাদের আন্তরিক প্রত্যাশা যে সহমর্মিতা বজায় রাখা হোক।
Grammar-6
Which one of the followings is correctly written ?
as a means অর্থ উপায় ।
তাই উত্তর (1)
বাক্যের অর্থ: মানুষিক এবং শারীরিক আত্নপরিশুদ্ধির উপায় হিসাবে ভোর থেকে সন্ধা র্পযন্ত রোযা রাখা হয়।
- Fasts are kept from dawn to dusk as a means of mental and physical self-purification.
- Fasts are kept from dawn to dusk as a mean of mental and physical self-purification
- Fast are keep from dawn to dusk as a means of mental and physical self-purification
- Fasts is kept from dawn to dusk as means of mental and physical self-purification
as a means অর্থ উপায় ।
তাই উত্তর (1)
বাক্যের অর্থ: মানুষিক এবং শারীরিক আত্নপরিশুদ্ধির উপায় হিসাবে ভোর থেকে সন্ধা র্পযন্ত রোযা রাখা হয়।
Grammar-5
Fill in the blank with the right word:
That egalitarian view of shopping is also _____ in MJWHF’s price point.
a. reflected reflects c. reflecting d. reflection
সমাধান: is also refteted হলে সঠিক হবে অতএব উত্তর:(a)। বাক্যের অর্থটি খেয়াল করলে আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
বাক্যের অর্থ: শপিং এর সমতাবাদী ঐ দৃষ্টিভঙ্গি MJWHF এর মুল্য বৈশিষ্ট্যে প্রতিফলিত হয়।
That egalitarian view of shopping is also _____ in MJWHF’s price point.
a. reflected reflects c. reflecting d. reflection
সমাধান: is also refteted হলে সঠিক হবে অতএব উত্তর:(a)। বাক্যের অর্থটি খেয়াল করলে আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
বাক্যের অর্থ: শপিং এর সমতাবাদী ঐ দৃষ্টিভঙ্গি MJWHF এর মুল্য বৈশিষ্ট্যে প্রতিফলিত হয়।
Grammar-4
Find the wrong underlined word:
This dress was meant for men, but we have women buying them.
A B C D
সমাধান: বাক্যের শুরূতে this dress বা এই পোশাক বোঝানো হয়েছে বলে option(D) তে them না হয়ে it হবে।
This dress was meant for men, but we have women buying them.
A B C D
সমাধান: বাক্যের শুরূতে this dress বা এই পোশাক বোঝানো হয়েছে বলে option(D) তে them না হয়ে it হবে।
Grammar-3
Which of the followings is correct ?
A. I didn’t know if I could wear it.
B. I didn’t know if I can wear it.
C. I didn’t know if I will wear it.
D. I didn’t know if I will be wear it.
সমাধান: did থাকার কারনে could হবে। কারন দুটোই past।
উত্তর: (A)
বাংলা অর্থ: আমি জানতাম না আমি এটা পড়তে পারব কিনা।
Fill in the blank:
If I lived near my office, _____ in time for work.
a. I must be b. I would be c. I will be d. I were be
সমাধান: এখানে conditional sentence এর ব্যবহার দেখানো হয়েছে। if যুক্ত বাক্যের সাথে lived থাকায় ২য় বাক্যাংশে I would be হবে।
উত্তর: (b)
বাক্যের অর্থ: আমি যদি অফিস এর কাছে বাস করতাম আমি ঠিক সময়ে কাজে পৌঁছাতাম।
A. I didn’t know if I could wear it.
B. I didn’t know if I can wear it.
C. I didn’t know if I will wear it.
D. I didn’t know if I will be wear it.
সমাধান: did থাকার কারনে could হবে। কারন দুটোই past।
উত্তর: (A)
বাংলা অর্থ: আমি জানতাম না আমি এটা পড়তে পারব কিনা।
Fill in the blank:
If I lived near my office, _____ in time for work.
a. I must be b. I would be c. I will be d. I were be
সমাধান: এখানে conditional sentence এর ব্যবহার দেখানো হয়েছে। if যুক্ত বাক্যের সাথে lived থাকায় ২য় বাক্যাংশে I would be হবে।
উত্তর: (b)
বাক্যের অর্থ: আমি যদি অফিস এর কাছে বাস করতাম আমি ঠিক সময়ে কাজে পৌঁছাতাম।
Grammar-2
The bulk ____ high fashion revolves.
A. of B. for C. over D. towards
শব্দের অর্থ :
fashion=চলতি প্রথা বা রীতি।
revolve= পুনরাবৃত্তি করা , পুনরাবৃত্তি হওয়া
সমাধান:
the balk of=কোনো কিছুর প্রধান ভাগ
উত্তর: (A)
বাক্যের অর্থ: গুরূত্বপুর্ন রীতি বা ফ্যাশনের প্রধান অংশের পুনরাবৃত্তি হয় ।
A. of B. for C. over D. towards
শব্দের অর্থ :
fashion=চলতি প্রথা বা রীতি।
revolve= পুনরাবৃত্তি করা , পুনরাবৃত্তি হওয়া
সমাধান:
the balk of=কোনো কিছুর প্রধান ভাগ
উত্তর: (A)
বাক্যের অর্থ: গুরূত্বপুর্ন রীতি বা ফ্যাশনের প্রধান অংশের পুনরাবৃত্তি হয় ।
Grammar-1
A. of. B. on C. up D. for
শব্দের অর্থ:
TV show=টেলিভিশন বিনোদন
Numerous= প্রচুর
সমাধান:
spawn up=বিপুল সংখ্যায় সৃষ্টি বা জন্ম হওয়া বা নেয়া।
উত্তর: (C)
বাক্যের অর্থ:
প্রতি বছর বিশ্বের সব চাইতে বড় বড় TV network-গুলোতে অনেক টেলিভিশন বিনোদনের সৃষ্টি হচ্ছে।
No comments:
Post a Comment