Tuesday, December 1, 2015

Grammar -19- 28

Grammar -28

Which one of the followings is correct?
a.Farmers at different villages said that the prices of the grain fell by Tk 250 to Tk 300 per mound compared to last year’s prices.
b.Farmers at different villages said that the prices of the grain fall by Tk 250 to Tk 300 per mound compared to last year’s prices.
c.Farmers at different villages said that the prices of the grain falling by Tk 250 to Tk 300 per mound compared to last year’s prices.
সমাধান: ১ম বাক্যাংশে said থাকায় পরবর্তী বাক্যাংশে fall এর পরিবর্তে fell হবে। fell by TK. 250 to TK.300 অর্থ হলো 250 থেকে 300 টাকা কমে গিয়েছিল।
উত্তর: (d)

বাক্যের অর্থ:
বিভিন্ন গ্রামের কৃষকেরা বলেছিল যে, শস্যের দাম গত বছরের মূল্যের তুলনায় 250 থেকে 300 টাকা প্রতি মনে কমেছে।

Grammar -27

Fill in the blanks:
I view music as an _____ part of my life, just like my limbs are _____ the body.
a. important, in b. attractive, with c. inseparable, to d. exclusive, with
সমাধান: বাক্যের অর্থ: আমি সংগীতকে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখি, ঠিক যেমন আমার অঙ্গপ্রত্যঙ্গ গুলো আমার দেহের জন্য। I view music as an inseparable part of my life, just like my limbs are to the body.
Inseparable অর্থ অবিচ্ছেদ্য। এখানে to দ্বারা ‘জন্য’ অর্থ বোঝানো হয়েছে।
উত্তর (c)

Grammar -26

(Who/Whom) ?
The man (who/whom) stole my backpack has been arrested.
who/whom কোনটি হবে? এই ধরনের প্রশ্নে আপনি confused হয়ে যান। বাক্যটির অর্থ : যে মানুষ আমার ব্যাকপ্যাক চুরি করেছিল সে গ্রেফতার হয়েছে.। এখানে দুইটা verb আছে : stole এবং has been arrested। দুইটা verb মানে দুইটা subject হবে। বাক্যটির মূল গঠন হলো :The man has been arrested.
(মানুষটি গ্রেফতার হয়েছে)। কোন মানুষ? যে (who) আমার ব্যাকপ্যাক চুরি করেছিল। এখানে stole এই verb এর subject হবে who, whom না। whom সাবজেক্ট হতে পারে না।

সঠিক বাক্য হবে :

The man who stole my backpack has been arrested.

Grammar-25

Find the appropriate word for the gap.
Sultana Kamal suspected that the six _______ their visit might have been behind the attack.
a. organization that were opposing
b. organizations that were opposing
c. organizations that are opposing
d. organization that have opposed
সমাধান: six থাকায় organizations এবং suspected থাকায় are না হয়ে were হবে।
উত্তর: (b)
বাক্যের অর্থ: সুলতানা কামাল সন্দেহ করেছিল যে ছয়টি সংস্থা তাদের সাক্ষাৎকার দিতে বিরোধিতা করেছিল তারা এই আক্রমনের জন্য দায়ী।

Grammar-24 (Who/Whom)

The woman (who/whom) visited me in the hospital was very kind.
who/whom কোনটি হবে? এই ধরনের প্রশ্নে আপনি confused হয়ে যান।
বাক্যটির অর্থ : যে মহিলা আমাকে হাসপাতালে দেখতে এসেছিল সে খুব দয়ালু। এখানে দুইটা verb আছে : visited এবং was। দুইটা verb মানে দুইটা subject হবে। বাক্যটির মূল গঠন হলো :The woman was very kind (মহিলা খুব দয়ালু)। কোন মহিলা ? যে (who) মহিলা আমাকে হাসপাতালে দেখতে এসেছিল। এখানে visited এই verb এর subject হবে who, whom না। whom সাবজেক্ট হতে পারে না।
সঠিক বাক্য হবে :
The woman who visited me in the hospital was very kind.

Grammar-23 (Appropriate Preposition)

I am very grateful (to) you.
I hope you are familiar (with) this subject.
He is accustomed (to) his professor.
That student always disagrees (with) me.
I assume that you are acquainted (with) this subject since you are responsible (for) writing the accompanying materials.
Our school is associated (with) that organization.
It is difficult to contribute (to) this fund when we are not committed (to) its mission.
The teacher was upset (with) the student’s behavior.
I am interested (in) your analysis.
We all object (to) the use of this money for personal purposes.
I apologize (for) our mistake.
We do not approve (of) such trivial questions and are not willing to take responsibility (for) them.
Now that we are finished (with) the hard subjects, we look forward (to) next year.
Our lab is equipped (with) the latest state-of-the-art computers.
The product is made (of) pure gold.

Grammar-22

Which one of the followings is correct ?
a. The protesters had lifted the blockade after the delegation left Rangamati around.
b. The protesters lifts the blockade after the delegation had left Rangamati around.
c. The protesters lifted the blockade after the delegation had left Rangamati around.
d. The protesters lifted the blockade after the delegation left Rangamati around.
সমাধান: বাক্যে past perfect tense এর ব্যবহার দেখানো হয়েছে। অর্থাৎ যেটি আগে হয়েছে সেটা past perfect tense এবং যেটা পরে হয়েছে সেটা past indefinite tense হবে।
উত্তর: (c)
বাক্যের অর্থ: রাঙ্গামাটির সবজায়গা থেকে প্রতিনিধি তুলে নেওয়ার পরে প্রতিবাদকারীরা অবরোধ তুলে নিয়েছিল।

Grammar-21

Find the grammatically correct sentence.
a. She said that she didn’t get a positive response from the organisation.
b. She say that she didn’t get a positive response from the organisation.
c. She said that she doesn’t get a positive response from the organisation.
d. She said that she won’t get a positive response from the organisation.
সমাধান: বাক্যের প্রথমাংশ said থাকার কারনে পরবর্তী অংশে past verb ব্যবহার করতে হবে। একমাত্র option (a) তেই said এবং didn’t ব্যবহার করা হয়েছে ।
উত্তর: (a)
বাক্যের অর্থ: সে বলেছিল যে, সে সংস্থাটি থেকে কোন সুর্নিদিষ্ট সাড়া পায়নি।

Grammar-20

Which of the followings explains ‘The indigenous people have been opposing the government move.’?
a. The country people is supporting the action of the government.
b. The primitive people is against the action of the government.
c. The primitive people is following the action of the government.
d. The country people is against the action of the government.
সমাধান: প্রশ্নের বাক্যের অর্থ হলো–আদিবাসী লোক সরকারী প্রস্তাবের বিরোধিতা করছে। option-গুলো পড়ে বোঝা যাচ্ছে যে, (b)-তেও একই কথা বলা হয়েছে।
উত্তর: (b)

Grammar-19

Which of the followings describes the meaning of ‘Access to Europe beyond the key destinations’ ?
a. entering Europe’s other places with major places.
b. entering Europe’s other places without major places.
c. entering Europe’s other major places.
d. entering Europe as a major area.
সমাধান: প্রশ্নের বাক্যটির অর্থ হলো –মূল গন্তব্যস্থল ছাড়াও ইউরোপ মহাদেশে প্রবেশ করা। option গুলো পড়ে বোঝা যাচ্ছে যে (a) তেও একই কথা বলা হয়েছে।
উত্তর: (a)

No comments:

Post a Comment