Tuesday, December 1, 2015

Vocabulary 12 -21 lesson

Vocabulary-21


Practically (প্রকৃতপক্ষে)
It’s practically still dark out there. (প্রকৃতপক্ষে এখনও সেখানে অন্ধকার ।)
Passionate (আবেগপ্রবণ) 
Liza was as passionate as she was beautiful. (লিজা যত সুন্দর ছিল ততটাই আবেগপ্রবণ ছিল।)
Sense of humor (হাস্যরস বোধ) 
With a  sense of humor he won the heart of the audience. (তার হাস্যরস বোধ দিয়ে সে শ্রোতার হৃদয় জিতেছে।)
Maturity (পরিপক্কতা)
Until maturity is reached the spider has the power to repair lost or damaged limbs. (পরিপক্কতায়  না পৌঁছানো পর্যন্ত  এই মাকড়সার  হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত অঙ্গপ্রত্যঙ্গের মেরামতের ক্ষমতা আছে। )
Sarcastic (ব্যঙ্গপূর্ণ)
She gave him a sarcastic smile. (তিনি তাকে একটি ব্যঙ্গাত্মক হাসি দিলেন।)
Cope with (খাপ খাওয়া)
Our brains are able to cope with just about everything. ( আমাদের মস্তিস্ক প্রায় সবকিছু মোকাবেলা করতে সক্ষম ।)
Withdraw (সরিয়ে নেওয়া)
I might decide to withdraw my invitation. (আমি আমার আমন্ত্রণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে পারি।)
Isolated (বিচ্ছিন্ন)
Was it an isolated incident? (এটা একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল?)
Impatience (অধৈর্য্য)
His tone suggested impatience, but his expression gave no clue as to why. (তার কথার টোনে অধৈর্য ছিল কিন্তু কেন তা তার অভিব্যক্তি তে দেখা গেল না।)
Confrontational (মারমুখী)
His confrontational style of dealing with problems makes it very difficult to work with him. (তার সমস্যা মোকাবেলার মারমুখী ধরন তার সাথে কাজ করা খুব কঠিন করে তোলে।)


Source (উৎস)
Vast (বিশাল)
Spectacular (স্পেক্টেই্কির্উ্লা – আকর্ষণীয়)
Interdependent (আন্তঃনির্ভরশীল)
Accessible (অ্যাক্সেসিব্ল্ – যাওয়া বা ব্যবহার করা যায় এমন)
Connectivity (যোগাযোগ)
Ensure (নিশ্চিত করা)
Accuracy (যথাযথতা)
Violate (লংঘন করা)
Unwanted (অনাবশ্যক; অপ্রত্যাশিত)
Norms (আদর্শ; মান)
Materials (বস্তু)

Vocabulary-20

Occupied (ব্যস্ত)
Settle down (স্থীর হওয়া)
Understandable (বোধগম্য)
Popularity (জনপ্রিয়তা)
Whenever (যখনই হোক না কেন)
Especially (বিশেষ করে)
Loneliness (একাকিত্ব)
Sapless (নিরস)
Nourish (নারিশ্ – বাঁচিয়ে রাখা)
Promote (উন্নীত করা)
Struggle (সংগ্রাম করা)
Firmly (দৃঢ়ভাবে)

Vocabulary-19

Severe (সিভির্আ – তীব্র)
Abuse (অপব্যবহার করা)
Neglect (অবজ্ঞা করা)
Reckless (রেক্লেস্ – বেপরোয়া)
Lack (অভাব)
Awareness (সচেতনতা)
Strict (কঠোর)
Regulation (নিয়মনীতি)
Suffer (কষ্ট করা)
Vitality (ভাই্টালিটি – জীবনীশক্তি)
Loss (ক্ষতি)
Balance (ভারসাম্য)
Treatment (চিকিৎসা)
Respect (সন্মান দেখান)
Threat (হুমকী)
Coexist (একই সাথে থাকা বা বাস করা)

Vocabulary-18

Worldly (পার্থিব)
From that time he gave up all worldly learning and focused solely to expound spiritual things. (সে সময় থেকে তিনি সব পার্থিব শিক্ষা বাদ দিয়েছিলেন এবং একমাত্র আধ্যাত্মিক বিষয় ব্যাখ্যা করতে মনোনিবেশ করেন।)
Desire (আকাঙ্খা)
Why the sudden desire to get out of the house? ঘরের বাহিরে যেতে হঠাৎ ইচ্ছা কেন?
Means (উপায়)
I hated myself for taking an undue risk when other means are available. (অন্য উপায় থাকা স্বত্তেও অযৌক্তিক ঝুঁকি নেওয়ার জন্য আমি নিজেকে ধিক্কার দিয়েছিলাম।)
Prompt (প্রম্ট্ – প্রণোদিত করা)
What prompted you to move out? সরে যেতে আপনাকে কে প্রণোদিত করলো ?
Negotiate (ঐকমত্যে পৌঁছা/ মধ্যস্থতা করা)
I came to see if you wanted to negotiate yet. (আমি এসেছিলাম এটা দেখতে যে তুমি এখনো মধ্যস্থতা করতে চাও কিনা।)
Priority (প্রাই্ও্রিটি – অগ্রাধিকার)
The first priority was rescuing children. (প্রথম অগ্রাধিকার ছিল শিশুদের উদ্ধার করা ।)

Vocabulary-17

Wonderful (বিস্ময়কর)
Expert (দক্ষ ব্যক্তি)
It takes time (এর জন্য সময় লাগে)
Leisure (অবসর)
Tempo (ছন্দ)
Guess (ধারণা করা)
Naturally (স্বভাবত)
Superb (সুর্পাব্ – উৎকৃষ্ট)
Occupied (ব্যস্ত)
Settle down (স্থীর হওয়া)
Understandable (বোধগম্য)
Popularity (জনপ্রিয়তা)
Whenever (যখনই হোক না কেন)
Especially (বিশেষ করে)
Loneliness (একাকিত্ব)
Sapless (নিরস)
Nourish (নারিশ্ – বাঁচিয়ে রাখা)
Promote (উন্নীত করা)
Struggle (সংগ্রাম করা)
Firmly (দৃঢ়ভাবে)

Vocabulary-16

Regardless (যাই হোক না কেন)
Fond of (ভক্ত)
Amusing (আনন্দদায়ক)
Enjoyment (আনন্দ)
Obtain (অর্জন করা)
Spare time (স্পের্আ টাই্ম্ – অবকাশ কালীন সময়)
Dull (একঁঘেয়ে)
Boredom ( বৌরড্ম্ – বিরক্তি)
Lifeblood (চালিকাশক্তি)
Rhythm (ছন্দ)
Capture (ধরে রাখা)
Exceptional (ব্যতিক্রম)
Keep (রেখে দেয়া)
Mostly (বেশির ভাগই)
Shared (যৌথ)
Recall (মনে করা)
Touch (স্পর্শ)
Superstition (কুসংষ্কার)
Abuse (অ্যাবিউ্ঝ্ – অপব্যবহার)

Vocabulary-15

Severe (সিভির্আ – তীব্র)
Abuse (অপব্যবহার করা)
Neglect (অবজ্ঞা করা)
Reckless (রেক্লেস্ – বেপরোয়া)
Lack (অভাব)
Awareness (সচেতনতা)
Strict (কঠোর)
Regulation (নিয়মনীতি)
Suffer (কষ্ট করা)
Vitality (ভাই্টালিটি – জীবনীশক্তি)
Loss (ক্ষতি)
Balance (ভারসাম্য)
Finance (অর্থ)
Treatment (চিকিৎসা)
Respect (সন্মান দেখান)
Threat (হুমকী)
Coexist (একই সাথে থাকা বা বাস করা)
Existence (অস্তিত্ব)

Vocabulary-14

Fortune (ভাগ্য)
Fun (আনন্দ; মজা)
Dream (স্বপ্ন)
Fortunate (সুভাগ্যবান)
Abroad (বিদেশে)
Blot (মুছে দেয়া)
Devise (ডিভাই্ঝ্ – পরিকল্পনা করা)
Unavoidable
(এড়ানো যায় না এমন)
Destiny (নিয়তি)
Nonsense (বোকামী)
Blame (দোষ দেয়া)
Whether (কি না)
Unpredictable (আন্প্রেডিক্টেই্ব্ল – ভবিষ্যদ্বাণী করা যায় না এমন)
Closely (নিবিড়ভাবে)
Often (প্রায়ই)
Relate (সম্পর্ক তৈরী করা)
Yet (তবুও)
Respective (নিজ নিজ)
Level Make use of (কাজে লাগান)
Opportunity (সুযোগ)

Vocabulary-13

Maintain (বজায় রাখা)
Stay (থাকা)
Demanding (বেশি শ্রম লাগে এমন)
Stimulation (উদ্দীপনা)
Fit (সুঠাম, স্বাস্থবান)
Requirement (শর্ত)
Requisite Lively (প্রানবন্ত; সজীব)
Vulnerable (ক্ষতিগ্রস্ত হতে পারে এমন)
Precondition (পূর্বশর্ত)
Unhappy (অসুখী)
Compact (কম্প্যাক্ট্ – গাদাগাদি)
Physical (শারীরিক)
Majority (বৃহত্তর অংশ)
Religious (ধর্মীয়)
Patriotic (প্যাট্রিও্টিক্ – দেশপ্রেম সম্বন্ধীয়)
Achievement (প্রাপ্তি; অবদান)
Personally (ব্যক্তিগতভাবে)
Expectation (প্রত্যাশা)
Celebrate (উদযাপন করা)
Utmost (আট্মোস্ট্ – সর্বোচ্চ)
Relish (রেলিশ্ – উপভোগ করা)
Brotherhood (ভ্রাতৃত্ব)
At least (অন্তত)
Forget (ভুলে যাওয়া)

Vocabulary-12

Prepare (প্রস্তুত করা)
Before you prepare to improve the world, you should look around your own house three times. (সারা দুনিয়া উন্নত করার আগে আপনার নিজের বাড়ির চারপাশ  তিনবার দেখে নেওয়া উচিত।)
Chat (খোশগল্প করা )
They’ve been chatting on the phone for the last hour. ( তারা গত এক ঘন্টা ধরে ফোনে খোশগল্প করছে। )
Slow (ধীর)
Sales have been disappointingly slow so far this summer. (এ পর্যন্ত এই গ্রীষ্মে বিক্রি হতাশাজনকভাবে ধীরগতিতে হয়েছে।)
Fast (দ্রুত)
It is simply astonishing how fast that new guy has risen in this company. (এটা একেবারেই বিস্ময়কর কত দ্রত এই নতুন লোকটি কোম্পানিতে বেড়ে উঠেছে।)
Permit (অনুমতি দেয়া)
Circumstances did not permit me to help you. (পরিস্থিতি আপনাকে সাহায্য করার জন্য আমাকে অনুমতি দিল না।)
Hardly (কদাচিৎ)
It seems hardly possible that no one was hurt in the plane crash. ( বিমান দুর্ঘটনায় কেও আহত হয়নি এটা কদাচিৎ সম্ভব বলে মনে হয়।)
Inseparable (অবিচ্ছেদ্য)
They have been inseparable friends for a long time. (দীর্ঘদিন ধরে তারা অবিচ্ছেদ্য বন্ধু।)
Ease (ঈঝ্ – স্বাচ্ছন্দ; সহজীকরণ)
They moved through the people with ease.  (তারা মানুষজনের মধ্যে সাচ্ছন্দে হেঁটে গেল।)
Stranger (আগন্তুক)
Who was this stranger? (এই আগন্তুক কে ছিল ? )
Privacy (প্রাই্ভেই্সী – গোপনীয়তা)
I need some privacy here. (আমার এখানে কিছু গোপনীয়তা দরকার।)
Youngsters (ছোট ছেলে-মেয়ে)
Youngsters should be prevented from going out at night. (রাতে বাইরে যেতে  জন্য ছোট ছেলে-মেয়েদের বাধা দেওয়া উচিত।)
Enthusiasm (এন্থিউ্ঝিয়্যাজ্ম্ – আগ্রহ; উৎসাহের আতিশয্য)
My answer lacked the enthusiasm he expected. ( আমার উত্তরে আগ্রহের অভাব ছিল যা সে প্রত্যাশা করেছিল।)
High paid (উচ্চ বেতনের)
High paid jobs go to those who know English well.  উচ্চ বেতনের চাকরি তাদের কাছেই যায় যারা ভালো ইংরেজি জানে।
Fame (সুনাম)
Hard work brings fame and prosperity. ( কঠোর পরিশ্রম সুনাম এবং সম্মৃদ্ধি আনে। )
Recognition (রিকগ্নিশ্ন্ – পরিচিতি/ স্বীকৃতি)
His winning this prestigious prize is a recognition of his hard work. ( তার এই মর্যাদাপূর্ণ পুরস্কার  বিজয়  তার  পরিশ্রমের একটি স্বীকৃতি। )
Worldwide (বিশ্বব্যাপী)
The use of the internet is rising worldwide. ( ইন্টারনেটের ব্যবহার বিশ্বব্যাপী বাড়ছে।)
Engage (নিযুক্ত করা)
He may not engage in any business. ( সে কোনো ব্যবসায় নিযুক্ত নাও হতে পারে।)
Healthy (স্বাস্থ্যবান)
The valley was speckled with healthy cattle. (উপত্যকাটি স্বাস্থ্যবান গবাদি পশু দিয়ে পরিপূর্ণ ছিল।)   এই বাক্যে speckle এর বিশেষ ব্যবহার দেখানো হয়েছে।
Generation (বংশধর)
Every generation laughs at the old cultures but follows religiously the new. (সব প্রজন্ম পুরাতন সংস্কৃতিকে উপহাস করে এবং নতুনকে সযত্নে অনুসরণ করে।
Accept (অ্যাক্সেপ্ট্ – মেনে নেয়া)
Sometimes we have to accept change if we want to move forward. ( কখনো কখনো আমাদের পরিবর্তনকে মেনে নিতে হবে যদি আমরা সামনে এগিয়ে যেতে চাই। )
Interfere (ইর্ন্টাফের্আ – হস্তক্ষেপ করা)
Don’t let her interfere with the business.  (তাকে ব্যবসায় হস্তক্ষেপ করতে দিও না।)
Support (সমর্থন করা)
You know I always support you. ( তুমি জানো আমি সবসময় তোমাকে সমর্থন করি।)

No comments:

Post a Comment