Tuesday, December 1, 2015

English Dialogue 1-3

English Dialogue -3


Owner : Hello sir, welcome to the Garden Restaurant. How many?  (হ্যালো স্যার, গার্ডেন রেষ্টুরেন্টে স্বাগত জানাই । কয়জন ?)
Arif : One. একজন
Owner : Right this way. Please have a seat. Your waitress will be with you in a moment. ঠিক এই পথে। দয়া করে একটা আসন গ্রহণ করুন। আপনার ওয়েট্রেস কয়েক মিনিটের মধ্যে আপনার কাছে আসবে।
Waitress : Hello sir, would you like to order now? হ্যালো স্যার, আপনি এখন অর্ডার করতে চান?
Arif : Yes please. হ্যাঁ
Waitress : What would you like to drink? কি আপনি পান করতে চান?
Arif : What do you have? আপনার কি কি আছে?
Waitress : We have bottled water, juice, and Coke. আমাদের পানি, রস, এবং কোকাকোলা আছে ।
Arif : I’ll have a bottle of water please. আমি এক বোতল পানি খাব ।
Waitress : What would you like to eat? আপনি কি খেতে চান?
Arif : I’ll have a sandwich and a bowl of vegetable soup. আমি একটি স্যান্ডউইচ এবং এক বাটি  ভেজিটেবল স্যুপ  খাব ।

English Dialogue2

Liza: Hi Adnan !  হাই আদনান  !
Adnan: Hi Liza. What’s up?  কি খবর?
Liza : I’m looking for the airport. Can you tell me how to get there? আমি এয়ারপোর্ট খুঁজছি।  কিভাবে সেখানে যাব আমাকে বলতে পারেন?
Adnan : No, sorry. I don’t know. না, দুঃখিত। আমি জানি না ।
Liza : I think I can take the subway to the airport. Do you know where the subway is? আমি মনে করি আমি এয়ারপোর্টে পাতাল রেল দিয়ে যেতে পারি।  পাতাল রেল কোথায় আপনি জানেন?
Adnan : Sure, it’s over there. অবশ্যই,  ঐ যে ।
Liza : Where? I don’t see it. কোথায়? আমি এটা দেখি না ।
Adnan: Across the street. রাস্তার ওপারে ।
Liza : Oh, I see it now. Thanks. ওহ, আমি এখন এটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ।
Adnan : No problem. কোন সমস্যা নেই ।
Liza : Do you know if there’s a restroom around here? আপনি জানেন এখানে কোনো বিশ্রামের জায়গা আছে কি ?
Adnan : Yes, there’s one here. It’s in the store. হ্যাঁ, এখানে একটি আছে । এটা স্টোর রুমে।
Liza : Thank you. আপনাকে ধন্যবাদ ।

English Dialogue 1

Conversation about two people asking each other what they do for a living ( একে অপরকে জিজ্ঞাসা করে তাদের পেশা কি এমন দুই জনের সম্পর্কে কথোপকথন) !
David: Hello, my name is David. It’s nice to meet you.
Jenny: Hi, I’m Jenny. It’s my pleasure to meet you.
David: Am sorry. What was your name again?
Jenny: Jenny.
David: So Jenny, What do you do for a living (জীবিকার জন্য কি করো)?
Jenny: I work at the local school teaching English. What do you do for a living?
David: I’m also an English teacher, but am currently out of work (আমার এখন চাকরি নাই)
Jenny: Sorry to hear that. It has been really nice talking to you.
David: Yes. It was a great pleasure meeting you.

No comments:

Post a Comment