Tuesday, December 1, 2015

Grammar-9-17

Grammar-18

Which one of the followings is correct for the gap ?
A statue and memorial plaque ______ along a highway south of Talcott.
a. has been placed b. have been placed c. have placed d. is placing
সমাধান: A statue এবং memorial plaque দুটি দুই জিনিস হওয়ায় has been plagued না হয়ে have been placed হবে।
উত্তর: (b)
বাক্যের অর্থ: টলকটের দক্ষিন বিশ্বরোডের ধার দিয়ে একটি প্রতিমূর্তি এবং স্মৃতিফলক বসানো হয়েছে।

Grammar-17 (Appropriate Preposition)

1. I’ll meet you (in) the morning.
2. The meeting starts (at) three.
3. I’ll go to the restaurant with you (in) the evening.
4. I usually stay home (at)night.
5. I get out of class (at) noon.
6. I’ll call you (at) six o’clock.
7. She came (on) Monday.
8. She came (in) March.
9. I was born (in) 1970.
10. I was born (on) March 15th.
11. They managed to complete the work (in) two weeks.
12. I’ll help you (in) a minute.
13. I’ll be ready (in) a few minutes.
14. (At) the moment, I’m doing an exercise.
15. I like to go swimming (in) summer.
16. I’m working (on) my birthday.

Grammar-16

Which of the followings is grammatically correct ?
a. Emirates is one of the largest foreign full-service carrier to the Bangladeshi market.
b. Emirates is one of the largest foreign full-service carrier in the Bangladeshi market.
c. Emirates is one of the largest foreign full-service carriers to the Bangladeshi market.
d. Emirates is one of largest foreign full-service carriers in the Bangladeshi market.
সমাধান: এই ধরনের বাক্যের সঠিক structure হল: One of the students . . . . . . One of the boys . . . . . . . ইত্যাদি। তাহলে একটু লক্ষ করলেই বোঝা যাবে যে, বাক্যটি মূলত হবে one of the larger foreign full service carriers, অর্থাৎ ফুল সার্ভিস বিদেশী বাহকগুলোর মধ্যে একটি। to the Bangladeshi market ভুল। সঠিক হল in the Bangladeshi market.
উত্তর (d)
বাক্যের অর্থ: বাংলাদেশী মার্কেট পুরোপুরি বিদেশী সেবার সবচাইতে বড় বাহকগুলোর মধ্যে এমিরেটস একটি।

Grammar-15

Find the appropriate preposition for the gap.
Within the next five years a few more standard private universities came _____ with the noble mission.
a. along b. out c. up d. on
সমাধান: come up=দেখা দেওয়া।
উত্তর: (c)
বাক্যের অর্থ: পরবর্তী পাঁচ বছরের মধ্যে আরও কিছু মানসম্পন্ন ব্যক্তিমালিকানাধীন বিশ্ববিদ্যালয় তাদের মহৎ উদ্দেশ্য নিয়ে দেখা দিয়েছিল।

Grammar-14

Which one of the followings is correct ?
a. The next difficult and most important parts was convincing guardians.
b. The next difficult and most important part was convincing guardians.
c. The next difficult and most important part were convincing guardians.
d. The next difficult and most important part was convinced guardians.
সমাধান: বাক্যটির মূল গঠন হলো the next part . . .। part থাকায় were না হয়ে was হবে। option (a) তে parts থাকায় were থাকলে সঠিক হত। option (d) ভুল কারণ গার্ডিয়ানদের বিশ্বাস করাতে convinced guardians না হয়ে convincing guardians হবে।
উত্তর: (b)

বাক্যের অর্থ:
পরবর্তী কঠিন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের অংশ ছিল অভিভাবকদের বিশ্বাস করানো।

Grammar-13

What is the meaning of ‘Finding suitable books turned out to be equally exhausting’ ?
a. Finding suitable books was easy.
b. Finding suitable books was not difficult.
c. Finding suitable books was difficult.
d. Finding suitable books was important.
সমাধান: এখানে exhausting অর্থ দু:সাধ্য। turn out অর্থ কোন কিছু শেষ পর্যন্ত হওয়া। তাহলে প্রশ্নের বাক্যটির অর্থ দাঁড়ায়-উপযুক্ত বই খুঁজে পাওয়াটা ছিল একইভাবে দু:সাধ্য কাজ । option গুলো পড়ে বোঝা যাচ্ছে যে option (c) তে একই কথা বলা হয়েছে।
উত্তর (c)

Grammar-12

Which one of the followings is grammatically correct?
a. The growth of private universities in the country in terms of both number and quality has often been the subject of discussion.
b. The growth of private universities in the country in term of both number and quality has often been the subject of discussion.
c. The growth of private universities in the country in terms of both number and quality have often been the subject of discussion.
d. The growths of private universities in the country in terms of both number and quality has often been the subject of discussion.
সমাধান: বাক্যটির সঠিক structure হলো: the growth . . . . . . . . has been । অর্থাৎ The growth হল noun, তাই verb has হবে। in terms of অর্থ হলো দিক থেকে। in term of ভুল।
growth অর্থ বৃদ্ধি। growth কখনো plural হয় না।
উত্তর (a)
বাক্যের অর্থ: মান এবং সংখ্যার দিক থেকে দেশে ব্যক্তিমালিকানধীন বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধি লাভ প্রায়ই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Grammar-11

The following sentence is grammatically wrong.
” Winning the toss, bowling was chosen by Ireland against Bangladesh”
সমাধান: টস জিতে Ireland প্রথমে বল করার সিদ্ধান্ত নিল। টস জিতলো Ireland, তাই কমার পরে Ireland বসবে।
সঠিক বাক্য হবে:
Winning the toss, Ireland chose to bowl against Bangladesh.
বাক্যের অর্থ: টসে জিতে আয়ারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল।

Grammar-10



Grammar-9

Fill in the blanks with appropriate words –
Wasfia Nazreen _____ a challenge to _____ the highest mountain.
1.took up….climb    2. had….have     3. accept….climb    4. got….see
সমাধান: option গুলো পড়লে বোঝা যায় যে, 1 ই হল উপযুক্ত শব্দদ্বয়ের option.
Took up=গ্রহন করা climb=বেয়ে ওঠা (সাধারনত পাহাড়ে )।
উত্তর (1)
বাক্যের অর্থ: ওয়াসফিয়া নাজরিন  সর্বোচ্চ পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করল। ।

No comments:

Post a Comment