Tuesday, December 1, 2015

Vocabulary 22-26 lesson

Vocabulary-26

Splendid (চমৎকার)
This is a splendid idea. এটা একটা চমৎকার ধারণা।
Lackluster (দ্যুতিহীন; নিস্তেজ)
In spite of heavy advertising, the new product only achieved disappointing, lackluster sales. ( প্রচুর বিজ্ঞাপন স্বত্তেও নতুন পণ্য শুধুমাত্র হতাশ, নিস্তেজ বিক্রি অর্জন করেছিল।)
Utilize (ব্যবহার করা) 
Try to utilize your leisure for reading. (বই পড়ে তোমার অবসর কাজে লাগানোর চেষ্টা কর। )
Incredible (ইন্ক্রেডিব্ল্ – অবিশ্বাস্য)
His strength together with his speed has made him an incredible athlete. (গতির সঙ্গে  তার শক্তি তাকে  একটি অবিশ্বাস্য ক্রীড়াবিদ করেছে ।)
Contribution (অবদান)
His contribution to the organization is greatly esteemed. (এই প্রতিষ্টানে তার অবদান খুব প্রশংসিত।)
Livelihood (জীবিকা)
They felt the pressing necessity of earning a livelihood. (তারা জীবিকা অর্জনের একটি জরুরী প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।)
Appearance (চেহারা)
He had the appearance of a sportsman. (তার একজন ক্রীড়াবিদের চেহারা ছিল।)
Luxury (বিলাসিতা)
She was raised in a life of luxury and wealth. (সে সম্পদ ও বিলাসিতার জীবনে বেড়ে উঠেছিল।)
Exchange (বিনিময় করা)
We exchanged business cards at the end of the meeting. আমরা মিটিং শেষে ব্যবসায়িক কার্ড বিনিময় করলাম।)

Vocabulary-25

Helpless (অসহায়)
I can’t describe how helpless I felt. (আমি বর্ণনা করতে পারব না আমি কতটা অসহায় বোধ করেছিলাম। )
Survival (অস্তিত্ব)
The survival of many different species depends on government action. ( বিভিন্ন প্রজাতির অস্তিত্ব সরকার কর্মের উপর নির্ভর করে।)
Victim (শিকার)
A traditional cure for certain illnesses in Sudan is to burn the victim with hot nails in order to drive out the illness. ( অসুস্থতা তাড়ানোর জন্য  সুদানে নির্দিষ্ট অসুস্থতার জন্য একটি ঐতিহ্যগত নিরাময় পদ্ধতি হলো গরম পেরেক দিয়ে শিকারকে (অসুস্থ রোগী ) দাহ করা ।)
Trapped (ফাঁদে আটকে আছে এমন)
The children were trapped under the snow for almost 5 minutes. শিশুরা  প্রায় ৫ মিনিটের জন্য বরফের নিচে আটকা পড়েছিল।
Unfortunately (দুর্ভাগ্যজনকভাবে)
Unfortunately, corruption and bribery seem to be common in governments the world over. (দুর্ভাগ্যবশত, দুর্নীতি ও ঘুষ বিশ্বজুড়ে সরকারের মধ্যে প্রচলিত মনে হয়।)
Poor skill (তেমন কাজে লাগেনা এমন দক্ষতা)
I have a poor skill in computer. (আমার কম্পিউটারে দক্ষতা তেমন কাজে লাগেনা ।)
Dark (অন্ধকার)
She used make-up to conceal the dark spots under her eyes. ( সে তার চোখের নিচে কালো দাগ আড়াল করতে মেক-আপ ব্যবহার করলো।)
Family support (পারিবারিক পৃষ্ঠপোষকতা)
Girls need family support to get higher education. (মেয়েদের উচ্চশিক্ষার জন্য পরিবারের সমর্থন প্রয়োজন।)
Access (প্রবেশাধিকার; ব্যবহার করতে পারা)
Access to the building is through the back door for the time being. (বিল্ডিংয়ে যাওয়ার পথ আপাততঃ পেছনের দরজা দিয়ে।)
Instantly (মুহুর্তের মধ্যে)
He died instantly of a heart attack. (তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুহুর্তের মধ্যে মৃত্যুবরণ করেন ।)
Objective (বস্তুনিষ্ঠ)
Scientists have a responsibility to maintain an objective mind. (বিজ্ঞানীদের বস্তুনিষ্ঠ মনোভাব রাখার একটা দায়িত্ত আছে।)
Judgment (বিচার বিবেচনা)
Use your judgment while shopping online. (অনলাইনে কেনাকাটা করার সময় আপনার বিচার বিবেচনা ব্যবহার করুন ।)

Vocabulary-24

Foil (ফয়েল্ – ব্যর্থ করে দেয়া)
Stormy weather foiled their attempt to sail around the island.  দুর্যোগপূর্ণ আবহাওয়া দ্বীপে তাদের জাহাজ চালানোর প্রচেষ্টা বানচাল করে দিল।
Escalation (য়েস্কালেই্শ্ন্ – তীব্রতা বৃদ্ধি)
The killing of Rajon marks a serious escalation in child abuse. (রাজন হত্যা শিশু নির্যাতনের গুরুতর তীব্রতা চিহ্নিত করে।)
Poverty (দারিদ্র)
Lack of education is still the main cause of poverty in the region.  (শিক্ষার অভাব এখনও এই অঞ্চলে দারিদ্র্যের মূল কারণ । )
Overpopulation (অতিরিক্ত জনসংখ্যা)
Overpopulation is one of the reasons of traffic jam in Dhaka city.  (অধিক জনসংখ্যা ঢাকা শহরের যানজটের অন্যতম একটি কারণ। )
Incapable (অক্ষম)
A coward is incapable of exhibiting love.  (একজন কাপুরুষ ভালবাসা প্রদর্শনে অক্ষম।)
Living (জীবিকা)
What do you do for a living? (জীবিকার জন্য তুমি কি করো ?)
Density (নিবিড়তা)
The dry climate of Australia limits the density and diversity of living things in that land. ( অস্ট্রেলিয়ার শুষ্ক জলবায়ু সে দেশে জীবের  ঘনত্ব এবং বৈচিত্র্য সীমিত করে দেয়।)
Vulnerable (স্পর্শকাতর)
The fortress was vulnerable to attacks from the sky. (দুর্গটি আকাশ থেকে আক্রমনে অরক্ষিত ছিল।)
Empower ( ক্ষমতায়ন করা)
Empower me authority to run this company so that I can control the expenses and increase profits. (এই কোম্পানী চালানোর জন্য আমাকে ক্ষমতা দিন  যাতে  আমি খরচ নিয়ন্ত্রণ ও মুনাফা বৃদ্ধি করতে পারি। )
Fund (অর্থ যোগান দেয়া)
Scientific research in South Africa is funded jointly by government and business. ( দক্ষিণ আফ্রিকায় বৈজ্ঞানিক গবেষণা সরকার ও ব্যবসা-প্রতিষ্ঠান যৌথভাবে অর্থ যোগান দেয়।)
Noticeable (নৌটিসিএই্ব্ল্ – লক্ষ্যণীয়)
There has been a noticeable drop in the incidence of crime in the area . (এই এলাকায় অপরাধের ঘটনা লক্ষণীয়ভাবে কমে গেছে।)
Resource (সম্পদ)
Canada is a country which is rich in natural resources such as lumber, fish, and clean water. (কানাডা একটি দেশ যা প্রাকৃতিক সম্পদ যেমন কাঠ , মাছ, এবং পরিষ্কার জলে  সমৃদ্ধ ।)
Inclusive (অন্তর্ভুক্ত)
The rent for the flat is Tk 30,000 inclusive of telephone, water and electricity. (এই ফ্লাটের ভাড়া টেলিফোন, পানি ও বিদ্যুত সব কিছু দিয়ে ৩০০০০ টাকা।)
Concern (কর্ন্সান্ – উদ্বেগ)
The concerns of the upper class are quite different from those of the working class. ( বড় লোকদের উদ্বেগ শ্রমিক শ্রেনীর লোকদের উদ্বেগের থেকে ভিন্ন।)

Vocabulary-23

Intimately (অন্তরঙ্গভাবে)
The two phenomena are intimately connected. দুটি ঘটনা অন্তরঙ্গভাবে সংযুক্ত।
Quit (কূয়িট্ – ছেড়ে দেয়া)
I have quit smoking.  আমি ধূমপান ত্যাগ করেছি।
Damaging (ড্যামেই্জিং – ক্ষতিকর)
Plastics have a damaging impact on the environment. (প্লাস্টিকের পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব আছে।)
Affect (অ্যাফেক্ট্ – প্রভাবিত করা)
The growing tension is bound to affect them both. ক্রমবর্ধমান উত্তেজনা তাদের উভয়কে প্রভাবিত করতে বাধ্য।
Relation (সম্পর্ক)
Their close relation eventually resulted in a happy marriage. তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ পর্যন্ত একটি সুখী বিবাহে পরিনত হলো।
Poverty-stricken (পর্ভাটি-স্ট্রিকেন্ – দারিদ্র-পীড়িত)
These poverty-stricken families have no means for education. (এই দারিদ্র্যপীড়িত পরিবারগুলোর শিক্ষার জন্য কোন উপায় নেই।)
Grave concern (মারাত্মক উদ্বেগ)
Child abuse is a matter of great concern. (শিশু নির্যাতন বড় উদ্বেগের ব্যাপার।)
Illiteracy (নিরক্ষরতা)
Illiteracy is on the decline in Bangladesh. (বাংলাদেশে নিরক্ষরতা কমছে।)
Unemployment (বেকারত্ব)
Unemployment is on the rise in Bangladesh. (বাংলাদেশে বেকারত্ব বাড়ছে।)
Give rise to (বাড়িয়ে দেয়া)
Poverty gives rise to crimes. (দারিদ্র্য অপরাধের জন্ম দেয়।)
Afford (খরচ যোগানো/ সাধ্য হওয়া)
We can’t really afford to waste time. (সত্যিই সময় অপচয় করা আমাদের সাধ্যের বাইরে।)
Skill (দক্ষতা)
His computer skills have really improved. (তার কম্পিউটার দক্ষতা সত্যিই উন্নতি হয়েছে।)
Control (নিয়ন্ত্রণ করা)
His wife really controls him. She’s always telling him what to do. (তার স্ত্রী সত্যিই তাকে নিয়ন্ত্রণ করে। তিনি সব সময়ই  তাকে বলছে কি করতে হবে। )
Appreciable (প্রশংসনীয়)
Your efforts to win the game are really appreciable. (খেলা জয়ে আপনার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়)
Comprehensive (ব্যাপক)
We need to do a comprehensive review of the plan before putting any large amounts of money into the idea. (এই আইডিয়ায় অনেক টাকা ঢালার আগে আমাদের পরিকল্পনাটির  ব্যাপক পর্যালোচনা করা দরকার।)
Goodwill (ব্যবসায়ে সুনাম)
Goodwill makes a business profitable. (সুনাম ব্যবসাকে লাভজনক করে তোলে।)

Vocabulary-22

Festival (উৎসব)
The world’s largest street festival attracts around 2 million people each day.( বিশ্বের বৃহত্তম রাস্তা উত্সব প্রতিদিন ২ মিলিয়ন মানুষ আকর্ষণ করে।)
Ingredient (ইন্গ্রেডিয়েন্ট্ – উপাদান)
This movie has all the ingredients necessary to be a huge success. (এই চলচ্চিত্রটির একটি বিশাল সাফল্য হওয়ার প্রয়োজনীয় সব উপাদান আছে।)
Tasty (সুস্বাদু)
This vegetable soup is quite tasty. (এই উদ্ভিজ্জ স্যুপ বেশ সুস্বাদু ।)
Requirement (প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা)
Eating is a requirement for living. (খাদ্যাভ্যাস  জীবনের জন্য প্রয়োজন ।)
Appetizing (অ্যাপেটাই্জিং – মজাদার)
When stewed with butter it makes a very appetizing dish. (মাখনের ভাপে সিদ্ধ করলে এটা অনেক মজাদার খাবার হয়।)
Intake (খাওয়া বা খাওয়ার পরিমান)
Regular intake of medicine is essential to cure disease. (নিয়মিত ওষুধ খাওয়া রোগ নিরাময় করার জন্য অপরিহার্য। )
Heath conscious (স্বাস্থ্য সচেতন)
To keep your health fit, you have to be health conscious. (আপনার স্বাস্থ্য ঠিক রাখতে আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে।)
Lacking (কোন কিছুর অভাব আছে এমন)
She is by no means lacking in kindness. (দয়ার দিক থেকে তার কোনো কমতি নাই।)
Enforce (এন্ফোর্স্ – বাধ্য করান)
The law was enforced immediately. (আইনটি অবিলম্বে জারি করা হয়েছিল।)

No comments:

Post a Comment