Tuesday, December 1, 2015

Free Hand Writing এর কৌশল-3

ফরমালিন: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

ইংরেজি ভাষা শেখা মোটেও কঠিন না। আপনার ইচ্ছা আর দক্ষ টিচারদের লেসন পেলে আপনিও হতে পারেন ইংরেজির Boss ।  Free Hand Writing এর উপর এই লেসনটি পড়ুন। দেখুন, English Today-তে কিভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে আপনাকে বড় বড় ইংরেজি বাক্য শেখানো হয়। এই কোর্সে ঢাকার সেরা ইংলিশ টিচারদের Spoken English, Free Hand Writing, Grammar, Vocabulary, Translation এর এমন ৩০০টি লেসন আছে। 

(ফরমালিনের রয়েছে নানাবিধ ব্যবহার। প্রাণী-দ্রব্য পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। বিশ্বের উৎপন্ন ফরমালিনের ৬০% কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় ব্যবহার হয়।)
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখব। আমরা দেখাবো English Today-র এই কোর্সে কিভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে আপনাকে ইংরেজি শেখানো হয়। । চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য:  “ফরমালিনের রয়েছে নানাবিধ ব্যবহার।”
ফরমালিনের রয়েছে বা আছে= Formalin has (ফরমালিন singular হওয়ায় has হলো) ফরমালিনের কি আছে? নানাবিধ ব্যবহার= different uses
তাহলে বাক্যটি হলো : ফরমালিনের রয়েছে নানাবিধ ব্যবহার= Formalin has different uses.
এবার এই বাক্য: “প্রাণী-দ্রব্য পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয়।”
ফরমালিন ব্যবহার করা হয়=Formalin is used (ফরমালিন singular হওয়ায় is হলো, আর যেহেতু ফরমালিনকে ব্যবহার করা হয়, তাই passive form হলো ) কি করতে ফরমালিন ব্যবহার করা হয়? রক্ষার জন্য = to protect। কাকে রক্ষার জন্য? প্রাণী-দ্রব্য = animal products। কিসের থেকে রক্ষার জন্য?  পচনের হাত থেকে= from degradation।
তাহলে বাক্যটি হলো : প্রাণী-দ্রব্য পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয়=  Formalin is used to protect animal products from degradation.
এবার এই বাক্য: “বিশ্বে উৎপন্ন ফরমালিনের ৬০% কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় ব্যবহার হয়।”
এই ধরনের বাক্যে আমরা confused হয়ে যাই কোথা থেকে শুরু করব। একটু খেয়াল করুন, বাক্যটি কিন্তু “ফরমালিনের ৬০%” নিয়ে । কারো , এখানে যেমন ফরমালিনের, এসব ক্ষেত্রে of এই preposition ব্যবহার করুন। এভাবে শুরু করুন: 60% of formalin।  কোন ফরমালিন? যা উৎপন্ন হয়= which is produced । which দিয়ে formalin কে বুঝাচ্ছে। আর ফরমালিন হলো singular  তাই is হলো , আর যেহেতে বলা আছে উৎপন্ন হয় হয় , তাই passive form হলো । তো কোথায় উৎপন্ন হয়?  বিশ্বে =in the world ।
বাক্যটি এ পর্যন্ত হলো : 60% of formalin which is produced in the world বাক্যের এই অংশে which is বাদ দিয়ে আরো সাবলীল করা যায়, অর্থাৎ 60% of formalin produced in the world এই দুই ভাবে লিখলে দুইটাই ঠিক, তবে পরেরটি বেশি স্মার্ট।
বিশ্বের উৎপন্ন ফরমালিনের ৬০% (60% of formalin produced in the world )।  ব্যবহার হয় = is used ( is হলো কারণ ফরমালিনের ৬০%  দিয়ে একটা পরিমান বুঝাচ্ছে যা singular)। কোথায় ব্যবহার হয় ?  কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় = in the wood and construction industries ( কোনো জায়গায় কিছু ব্যবহার হলে তার আগে একটা preposition আসবে। যেমন, কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় = in the wood and construction industries ( এখানে in এর পর the হলো কারণ দুইটা কারখানাকে নিদৃষ্ট (definite) করে বলা হয়েছে, তাই definite article (the) ব্যবহার হলো ।
তাহলে বাক্যটি হলো : বিশ্বের উৎপন্ন ফরমালিনের ৬০% কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় ব্যবহার হয়= 60% of formalin produced in the world is used in the wood and construction industries.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন :
ফরমালিনের রয়েছে নানাবিধ ব্যবহার। প্রাণী-দ্রব্য পচনের হাত থেকে রক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। বিশ্বের উৎপন্ন ফরমালিনের ৬০% কাঠ ও কনস্ট্রাকশন কারখানায় ব্যবহার হয়।
Formalin has different uses. Formalin is used to protect animal products from degradation. 60% of formalin produced in the world is used in the wood and construction industries.

শারীরিক সমস্যা সমাধানে তুলসী পাতা: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

{ সেই প্রাচীনকাল হতেই নানা শারীরিক সমস্যা সমাধানে ব্যবহার হয়ে আসছে তুলসী পাতা। তুলসী পাতার ঔষধি গুণের কারণে এটি বহুকাল ধরেই সমাদৃত ঘরোয়া চিকিৎসায়। ছোটোখাটো নানা শারীরিক সমস্যা  এমনকি  মারাত্মক দৈহিক সমস্যাও দূর করতে কার্যকরী এই তুলসী পাতা। }
 IELTS, BCS, Bank Job, BBA, MBA ভর্তি পরীক্ষা কিংবা Job পরীক্ষায় আপনার Free-Hand-Writing এর দক্ষতা প্রয়োজন।   আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
 প্রথমে এই বাক্য: সেই প্রাচীনকাল হতেই নানা শারীরিক সমস্যা সমাধানে ব্যবহার হয়ে আসছে তুলসী পাতা।
সেই প্রাচীনকাল হতেই = Since the ancient times
ব্যবহার হয়ে আসছে তুলসী পাতা= basil leaves have been used
নানা শারীরিক সমস্যা সমাধানে = to solve various physical problems
 এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Since the ancient times basil leaves have been used to solve various physical problems.
এবার এই বাক্য: তুলসী পাতার ঔষধি গুণের কারণে এটি বহুকাল ধরেই সমাদৃত ঘরোয়া চিকিৎসায়।
এটি (তুলসী পাতা) বহুকাল ধরেই সমাদৃত = Basil leaves are favourite for many years
ঘরোয়া চিকিৎসায়= in domestic treatment
ঔষধি গুণের কারণে= for its medicinal properties
 এবার এগুলোকে একসাথে লিখলে হয় :  Basil leaves are favourite for many years in domestic treatment for its medicinal properties.
 এবার এই বাক্য: ছোটোখাটো নানা শারীরিক সমস্যা এমনকি মারাত্মক দৈহিক সমস্যাও দূর করতে কার্যকরী এই তুলসী পাতা।
কার্যকরী এই তুলসী পাতা= Basil leaves are effective
দূর করতে= in eliminating
ছোটোখাটো নানা শারীরিক সমস্যা= minor health problems
এমনকি মারাত্মক দৈহিক সমস্যাও = and even severe physical problems
 এবার এগুলোকে একসাথে লিখলে হয় :  Basil leaves are effective in eliminating minor health problems and even severe physical problems.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন এবং অডিও ফাইল এর সাথে স্পোকেন ইংলিশ অনুশীলন করুন: :
Since the ancient times basil leaves have been used to solve various physical problems. Basil leaves are favourite for many years in domestic treatment for its medicinal properties. Basil leaves are effective in eliminating minor health problems and even severe physical problems.
Audio Player


সোয়াইন ফ্লু ভাইরাস: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

( সম্প্রতি ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে সাতশ’র বেশি মানুষ মারা গেছে। এক হিসাবে বলা হয়েছে, দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানে ভাইরাসটি সবচেয়ে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে।)
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলেআপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এইপ্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য:  সম্প্রতি ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে সাতশ’র বেশি মানুষ মারা গেছে।
সম্প্রতি  সাতশ’র বেশি মানুষ মারা গেছে= Recently , more than 700 people have died
সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে = of swine flu virus
ভারতে in India
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Recently , more than 700 people have died of swine flu virus in India .
এবার এই বাক্য: এক হিসাবে বলা হয়েছে, দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
এক হিসাবে বলা হয়েছে= As has  been has been said in an account
সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে =  the number of cases of swine flu has exceeded 11 thousand
দেশটিতে= in the country
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : As has  been has been said in an account, the number of cases of swine flu has exceeded 11 thousand in the country.
এবার এই বাক্য:  উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানে ভাইরাসটি সবচেয়ে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে।
ভাইরাসটি সবচেয়ে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে= The virus has spread to the most acute level
উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানে= in the northern state of Rajasthan.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় :  The virus has spread to the most acute level  in the northern state of Rajasthan.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন 
Recently , more than 700 people have died of swine flu virus in India . As has  been has been said in an account, the number of cases of swine flu has exceeded 11 thousand in the country. The virus has spread to the most acute level in the northern state of Rajasthan.


বুদ্ধি: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

(দৈনন্দিন জীবনে বুদ্ধি ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। জন্ম থেকে শুরু করে অনেকগুলো বছর আমরা পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, সেটা তো আসলে বুদ্ধি বাড়ানোর জন্যই। কিন্তু আসলে কি সেটা হয়? অনেকের ক্ষেত্রে যেটা হয়, তা হলো ভালো রেজাল্ট আর ডিগ্রী অর্জন। বুদ্ধির বিকাশ আসলে কয়জনের মাঝে ঘটে, এটা একটা বিতর্কের ব্যাপার।)
 আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলেআপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এইপ্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য:  দৈনন্দিন জীবনে বুদ্ধি ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না ।
আপনি এক পাও এগোতে পারবেন না= You cannot take a single step
বুদ্ধি ছাড়া= without intelligence
দৈনন্দিন জীবনে= in daily life
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : You cannot take a single step without intelligence in daily life.
এবার এই বাক্য: জন্ম থেকে শুরু করে অনেকগুলো বছর আমরা পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, সেটা তো আসলে বুদ্ধি বাড়ানোর জন্যই।
অনেকগুলো বছর আমরা পড়াশোনা করি= We have many years of study
জ্ঞান অর্জন করি= gain knowledge
জন্ম থেকে শুরু করে = from birth
সেটা তো আসলে= this is only for
বুদ্ধি বাড়ানোর জন্যই= improving intelligence.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : We have many years of study and gain knowledge from birth; this is only for improving intelligence.
এবার এই বাক্য:  কিন্তু আসলে কি সেটা হয়? = But does that actually happen?
এবার এই বাক্য: অনেকের ক্ষেত্রে যেটা হয়, তা হলো ভালো রেজাল্ট আর ডিগ্রী অর্জন।
অনেকের ক্ষেত্রে যেটা হয়= What actually happens for many
তা হলো ভালো রেজাল্ট আর ডিগ্রী অর্জন= is to get good result and degree.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : What actually happens for many is to get good result and degree.
এবার এই বাক্য:  বুদ্ধির বিকাশ আসলে কয়জনের মাঝে ঘটে, সেটা একটা বিতর্কের ব্যাপার।
বুদ্ধির বিকাশ= growth of intelligence
আসলে=actually
কয়জনের মাঝে ঘটে= happens in how many people
এটা একটা বিতর্কের ব্যাপার= this is a matter of argument
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Growth of intelligence actually happens in how many people; this is a matter of argument.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন: 
You cannot take a single step without intelligence in daily life. We have many years of study and gain knowledge from birth; this is only for improving intelligence. But does that actually happen?  What actually happens for many is to get good result and degree. Growth of intelligence actually happens in how many people; this is a matter of argument.


ঢাকা শহরে অসহনীয় যানজট: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

(ঢাকা শহরে অসহনীয় যানজট ক্রমাগত বেড়েই চলেছে। আরও অন্যান্য সমস্যা মিলিয়ে ঢাকা শহর হয়ে উঠেছে বসবাসের একদম অযোগ্য শহর। পরিবহনে গন্তব্যে পৌঁছানোর কোন নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা এখন মৃতপ্রায় নগরী। কেন তারা এমনটি বলছেন ? তারা বলছেন, পুরো দেশ অপরিকল্পিত উন্নয়নের খপ্পরে, ঢাকাও তার শিকার।)
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলেআপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এইপ্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য: ঢাকা শহরে অসহনীয় যানজট ক্রমাগত বেড়েই চলেছে।  অসহনীয় যানজট = intolerable traffic congestion ক্রমাগত বেড়ে চলেছে = is gradually rising  ঢাকা শহরে=in Dhaka city
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Intolerable traffic congestion is gradually rising in Dhaka city.
এবার এই বাক্য: আরও অন্যান্য সমস্যা মিলিয়ে ঢাকা শহর হয়ে উঠেছে বসবাসের একদম অযোগ্য শহর।
ঢাকা শহর =The Dhaka city
হয়ে উঠেছে=has become
বসবাসের একদম অযোগ্য শহর = an uninhabitable city
আরও অন্যান্য সমস্যা মিলিয়ে=together with other problems
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : The Dhaka city has become an uninhabitable city together with other problems.
এবার এই বাক্য: পরিবহনে গন্তব্যে পৌঁছানোর কোন নিশ্চয়তা নেই।
কোন নিশ্চয়তা নেই = There is no guarantee
গন্তব্যে পৌঁছানোর= to reach destination
পরিবহনে= with transportation
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : There is no guarantee to reach destination with transportation.
এবার এই বাক্য: বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা এখন মৃতপ্রায় নগরী।
বিশেষজ্ঞরা বলছেন = experts say
ঢাকা এখন মৃতপ্রায় নগরী = Dhaka is a dying city.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Experts say Dhaka is a dying city.
এবার এই বাক্য: কেন তারা এমনটি বলছেন ?
কেন তারা বলছেন ? = why are they saying?
এমনটি=like this
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Why are they saying like this ?
এবার এই বাক্য: তারা বলছেন, পুরো দেশ অপরিকল্পিত উন্নয়নের খপ্পরে, ঢাকাও তার শিকার।
তারা বলছেন= they say
পুরো দেশ = the whole country
অপরিকল্পিত উন্নয়নের খপ্পরে=is prey to unplanned development
ঢাকাও তার শিকার=Dhaka is its victim too.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : They say the whole country is prey to unplanned development; Dhaka is its victim too.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন: 
Intolerable traffic congestion is gradually rising in Dhaka city.  The Dhaka city has become an uninhabitable city together with other problems. There is no guarantee to reach destination with transportation. Experts say Dhaka is a dying city. Why are they saying like this ? They say the whole country is prey to unplanned development; Dhaka is its victim too.


অতিরিক্ত চিনি খাওয়া: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

ছোটবেলায় চকলেট, ক্যান্ডি খেতে কতই না মজা লাগত! কিন্তু বড় হয়ে তো অনেক অভ্যাসই আমাদের বাদ দিতে হয়। বড়রাও যদি নিয়মিত ক্যান্ডিতে অভ্যস্ত থাকেন তাহলে শরীরে প্রক্রিয়াজাত চিনির মারাত্মক চাপ পড়বে। প্রক্রিয়াজাত চিনি ত্বকের জন্য এক বড় সমস্যা। অতিরিক্ত চিনির কারণে কোলাজেন নষ্ট হয়ে ত্বকের স্থিতিস্থাপকতা হারিয়ে যেতে পারে।
How much fun it was to eat chocolate, candy in childhood! But there are a lot of practices we have to avoid when we grow old. If accustomed with candy regularly, the body of elders will be under serious pressure from processed sugar. Processed sugar is a big problem for the skin. The elasticity of the skin may be lost by the damage of collagen due to extra sugar.


চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

চোখ মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখ ছাড়া সারা দুনিয়া অন্ধকার। কিছু অভ্যাসের কারণে অনেকে নিজের অজান্তেই ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন। হতে পারে অদূর ভবিষ্যতে পৃথিবীটাই অন্ধকার হয়ে যেতে পারে।
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখবএই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে।  চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্য: চোখ মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।
চোখ অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ= The eye is one of the most important organs
মানুষের শরীরের=in the human body
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : The eye is one of the most important organs in the human body.
এবার এই বাক্যচোখ ছাড়া সারা দুনিয়া অন্ধকার।
 চোখ ছাড়া= Without the eyes
সারা দুনিয়া অন্ধকার= the whole world is in the dark
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Without the eyes the whole world is in the dark.
এবার এই বাক্যকিছু অভ্যাসের কারণে অনেকে নিজের অজান্তেই ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন।
নিজের অজান্তেই=Unwittingly
অনেকে ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন= some people are losing sight gradually
কিছু অভ্যাসের কারণে = due to some habits
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Unwittingly, some people are losing sight gradually due to some habits.
এবার এই বাক্য: হতে পারে অদূর ভবিষ্যতে পৃথিবীটাই অন্ধকার হয়ে যেতে পারে।
হতে পারে= Maybe
অদূর ভবিষ্যতে= in the near future
পৃথিবীটাই অন্ধকার হয়ে যেতে পারে= the world will become dark.
এবার এগুলোকে একসাথে লিখলে হয় : Maybe in the near future the world will become dark.
এবার সম্পূর্ণ প্যারাগ্রাফটি দেখুন:
The eye is one of the most important organs in the human body. Without the eyes the whole world is in the dark. Unwittingly, some people are losing sight gradually due to some habits. Maybe in the near future the world will become dark.

কর্মক্ষেত্রে উৎপাদশীলতা: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

কর্মক্ষেত্রে যখন উৎপাদশীলতার বিষয় আসে, তখন একটি সমস্যার কথাই সবাই বলেন। তা হলো, একটি দিনে মাত্র ২৪ ঘণ্টা সময় পাওয়া যায়। বেশিরভাগ মানুষই সময়ের মধ্যে তার কাজ শেষ করতে পারেন না। আবার এমনো মানুষ আছেন যারা নির্দিষ্টি সময়ের মধ্যে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষ।
When it comes to productivity in the workplace, then everyone talks about a problem. It is only 24 hours a day available. Most people cannot finish their work in time. There are people as well who are expert to complete work within the specific period of time.



অসহনীয় গরম : এই Topic-এ Free Hand Writing এর কৌশল

বৈশাখের রোদের তাপে অতিষ্ঠ জীবন। অসহনীয় গরম থেকে খানিক রেহাই পেতে এবং শরীরের ঘাম হয়ে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করতে পানি পান করার বিকল্প নেই। আবার স্বস্তি পাওয়ার অজুহাতে অনেকে ফ্রিজের ঠান্ডা পানিও পান করেন হরহামেশাই।
আমরা উপরের প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখব। এটা মোটামুটি কঠিন একটা প্যারাগ্রাফ । এই পদ্ধতিতে অনুশীলন করলে আপনার Free-Hand-Writing এর দক্ষতা তৈরী হবে। চলুন আমরা এই প্যারাগ্রাফটি ইংরেজিতে লিখতে শুরু করি:
প্রথমে এই বাক্যবৈশাখের রোদের তাপে অতিষ্ঠ জীবন।
বাক্যটি বৈশাখের রোদ নিয়ে। তাই লিখুন The heat of the summer sun বৈশাখের রোদ কি করে? জীবন অতিষ্ঠ করে= make life miserable. এখানে The heat হলো singular তাই makes হবে।
পুরো বাক্যটি হলো : The heat of the summer sun makes life miserable.

এবার এই বাক্য:  অসহনীয় গরম থেকে খানিক রেহাই পেতে এবং শরীরের ঘাম হয়ে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করতে পানি পান করার বিকল্প নেই।
এই ধরনের বড় বড় বাক্য একটু খেয়াল করে দেখুন।  ‘রেহাই পেতে’ এবং  ‘ঘাটতি পূরণ করতে’  এই দুইটা জিনিসের জন্য  ‘পানি পান করার বিকল্প নেই’ ।  তাই এখান থেকে শুরু করুন।  বিকল্প নেই =There is no alternative to ( alternative এর পর to হয়) কিসের বিকল্প নেই ? পানি পান করার = drinking water
এবার এই অংশ : অসহনীয় গরম থেকে খানিক রেহাই পেতে
রেহাই পাওয়া = escape খানিক রেহাই পেতে = in order to escape briefly কার থেকে রেহাই পেতে? অসহনীয় গরম থেকে = from unbearable heat
এবার এই অংশ : শরীরের ঘাম হয়ে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করতে
পানির ঘাটতি পূরণ করতে = to replenish water  শরীরের ঘাম হয়ে  বেরিয়ে যাওয়া । যা বেরিয়ে যায় =that comes out  শরীরের = of the  body ঘাম হয়ে = as sweat.
পুরো বাক্যটি হলো : There is no alternative to drinking water in order to escape briefly from the unbearable heat and to replenish water that comes out of the body as sweat.
এবার এই বাক্য:  আবার স্বস্তি পাওয়ার অজুহাতে অনেকে ফ্রিজের ঠান্ডা পানিও পান করেন হরহামেশাই।
The heat of the summer sun makes life miserable. There is no alternative to drinking water in order to escape briefly from the unbearable heat and to replenish water that comes out of the body as sweat.Besides, many people regularly drink cold water from the fridge under the pretext of getting relief.


চায়ের আধিপত্য: এই Topic-এ Free Hand Writing এর কৌশল

পৃথিবীর পূর্ব ও পশ্চিম-দুই প্রান্তেই চায়ের আধিপত্য। হাজার বছর ধরে ক্লান্তি জুড়ানোয় চায়ের জুড়ি নেই। পশ্চিমের হাত ধরেই ভিন্ন ভিন্ন চায়ের বিভিন্ন প্রকার উপকারিতার সাথে আমরা পরিচিত হয়েছি।
আমাদের দেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। বিভিন্ন প্রকার চা এখন পর্যন্ত আবিষ্কৃত হলেও সাধারণত গ্রিন চা, ব্ল্যাক চা, হোয়াট চা, ওলং চা এবং ভেষজ চাকে আসল চা হিসেবে গণ্য করা হয়।
গবেষণায় বলা হয়, চায়ের অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সার ও হৃদরোগের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়া চা ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা কমায় এবং মানসিক প্রশান্তি দেয়। চা বিভিন্ন প্রকার অণুজীবের বিরুদ্ধেও কাজ করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, যেকোনো চা ভালো চা।
East and west ends of the world are dominated by tea. For thousands of years tea is incomparable to remove fatigue. We have known different benefits of different types of tea by the help of the west.
In our country tea is grown most in Srimongol in the district of Moulovibazar. There are different types of tea that have been discovered so far, but green tea, black tea, What tea, olam tea and herbal tea are regarded as the original hive.
According to the study, tea has anti-oxidant that works against cancer and heart disease. Tea reduces cholesterol levels and diabetes and gives peace of mind. Tea also works against microbial activity. According to nutritionists, any tea is good tea.

4 comments: