Tuesday, December 1, 2015

বড় বড় বাক্য ইংরেজিতে লেখার কৌশল : 11-20 lession

Translation-20


একটি বাক্য দেখুন :  আপনি না খেয়ে মরবেন না কিন্তু না ঘুমিয়ে মরবেন।
আপনি  মরবেন না =You will not die কি করলে মরবেন না ? না খেয়ে=starving কিন্তু মরবেন =but die কি করলে মরবেন? না ঘুমিয়ে = without sleeping.
পুরো বাক্যটি হবে : You will not die starving but die without sleeping.
আরেকটি বাক্য দেখুন :  তিনি সকলের দ্বারা সম্মানিত এবং প্রশংসিত হয়েছিলেন।
তিনি সম্মানিত এবং প্রশংসিত হয়েছিলেন। অর্থাৎ তিনি হয়েছিলেন = He was কি হয়েছিলেন ? সম্মানিত এবং প্রশংসিত  = respected and admired কাদের দ্বারা ? সকলের দ্বারা=  by all the people
পুরো বাক্যটি হবে : He was respected and admired by all the people.
নিচের Translation গুলো এভাবে বুঝে বুঝে অনুশীলন করুন : 
কজন ব্যক্তি এমন সৌভাগ্য নিয়ে জন্মায় ?
How many people have grown up with such a good fortune?
ক্ষীণ তনু হতে চায় এখন সবাই।
Everyone wants to get a slim body.
প্রাচীন মিশর শাসন করতেন ফারাও রাজারা।
The kings of Pharaoh ruled the ancient Egypt.
চোখের পানিতে ভিজলো কোটি কোটি মানুষ।
Millions of people shade tears.
স্বপ্ন একটি স্বাভাবিক প্রক্রিয়া, যে মানুষ স্বপ্ন দেখে না সে অস্বাভাবিক।
Dreaming is a usual process. Those who do not dream are unusual.
দুনিয়া জুড়ে গণভাবে মেনে চলা এই চর্চায় আমি বিভ্রান্ত হয়ে যাই।
I get confused by this practice followed publicly by everyone in the world.
এ এক মায়াবি নীল পানির জগত-যার মধ্যে দাঁড়িয়ে আছে সারি সারি মানুষের প্রতিমূর্তি।
This is an infatuated world of water in which stand rows of human embodiment.
শিলা বাঙালি লেখকদের অনেক বড় একজন ভক্ত যদিও সে সারা বিশ্বের অনেক লেখকদের শ্রদ্ধা এবং সম্মান করে।
Though she admires and respects many authors from all over the world, Shila is a big fan of Bengali authors.

Translation-19

ঘুম প্রতিটা প্রানীর জন্যেই গুরুত্বপূর্ন।
Sleep is very important for each animal.
তিনি চলে গেলেন একা ।
He left alone.
সবই চলবে আগের মতোই।
Everything will be as before.
এটাই চরম এবং পরম পাওয়া।
This is the ultimate and absolute achievement.
অপয়োজনীয় কথা এড়িয়ে চলুন।
Avoid unnecessary talking.
সব বলে দেয়া যায় না।
Not everything can be said.
পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি।
Pyramid is one of the seventh wonders of the world.
এখানে নতুন বন্ধু তৈরি করার সুযোগ নেই।
There is no chance to make new friends here.
পানি শূন্য হলে শরীর ক্লান্ত-শান্ত হয়।
Out of dehydration the body gets tired and jaded.
সে বিমুগ্ধ হয়ে বাগানের চারপাশে তাকাল।
He looked around, admiring the garden.
মাকড়সা দেখে ছোটোরা অনেকই ভয় পায়।
Many children are afraid of spiders.
বই পড়া তাঁর নেশা।
Reading books is his addiction.
পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।
The world is not my real address.
মরণ একদিন মুছে দেবে সকল রঙিণ পরিচয়।
Death will erase all colorful identities one day.
একটি গাড়িতে করে পোখারা দেখতে বেরিয়ে পড়ি আমরা।
We go out on a vehicle to see Pokhara.

Translation-18

নিজের ভেতরের অসৎ মানুষটিকে মারার প্রতিজ্ঞা করুন।
Take a vow to kill your inner evil.
অসুখী বোধ করা একটি গভীর যন্ত্রণাদায়ক অনুভূতি।
Unhappiness is a deeply painful feeling.
কোন দেশই নিখুঁত হয় না। নিখুঁত করে গড়ে তুলতে হয়।
No country is perfect. Each country is to be built for perfection.
পরিবারের মানুষজনকে সময় দিন। ব্যস্ততা সবসময়ই থাকবে কিন্তু এরই মাঝে সময় করে নিতে হবে।
Give time to your family members. There will always be engagement. Yet you will have to manage time.
মাঝে মাঝে আমাদের জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন মন খুব বেশি খারাপ থাকে।
There are times when such a situation is created that the mind gets very upset.
যত সময় যাচ্ছে ততোই আমরা আমাদের কাছের লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।
The more time passes, the more isolated we are getting from people close to us.
নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আনুন আর চমকে দিন আশপাশের মানুষদের।
Bring change to your personality and surprise people around you.
বাবা নামটির সঙ্গে জড়িয়ে আছে অসম্ভব শ্রদ্ধাবোধ ও ভালোবাসা।
An incredible respect and love is associated with the word ‘father’.
মায়ের পর সন্তানদের কাছে হয়তো সবচেয়ে প্রিয় মানুষটি হলেন বাবা।
Next to mother, father is perhaps the most favorite to children.
পরিবারে মা বাবা কর্মজীবী হলে অনিচ্ছাকৃতভাবেই সন্তানের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায়।
When there are working parents in the family, a gap exists between children and parents unintentionally.

  1. Translation-17

নিজেকে ভালোবাসুন।
Love yourself.
নিজেকে সম্মান করা শিখুন।
Learn to respect yourself.
নিজের দেশের জন্য কিছু করার চেষ্টা করুন।
Try to do something for your country.
অসৎ কাজকে না বলুন।
Say no to dishonest activity.
সুখকে ভাগ করে নিন। সবার সাথে মিলেমিশে থাকুন।
Share happiness. Get along with everyone.
সপ্তাহে অন্তত একটি দিন বই পড়ার চেষ্টা করুন।
Try to read books at least a day in a week.
রাগ মানুষের স্বাভাবিক একটি অনুভূতি।
Anger is a normal human feeling.
বাচ্চারা স্বভাবতই বড়দের চেয়ে অনেক বেশি সংবেদনশীল।
Children are naturally much more sensitive than adults.
একটা একটা করে নিজের অপছন্দের দিকগুলো পরিবর্তন করুন।
Change your unpleasant attitudes one by one.
প্রত্যেক বাবা মাকেই তাদের নিজের উপর আত্মবিশ্বাস থাকা উচিত।
Parents should have confidence on themselves.
একেবারে রাগ নেই এমন মানুষ মনে হয় পাওয়াই যাবে না।
It will not be possible to find a person who does not have anger at all.
আকর্ষণীয় ব্যক্তিত্বের মাধ্যমে হয়ে উঠুন অনেকের মাঝে অন্যতম!Stand out from the crowd by a wonderful personality.
রাতারাতি আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন না। তাই নিজেকে সময় দিন।
You will not be able to change yourself overnight. So, give yourself time.
অন্যকে সুখী করতে পারলে নিজেও সুখ পাওয়া যায়।
One can be happy by making someone else happy.
সুখ ও অসুখ মানুষের জীবনেরই অঙ্গ। আলো ও ছায়ার মতো।

Translation-16

পৃথিবীকে স্থবির হিসেবে ভাবলেও পৃথিবীটা মোটেও স্থবির নয়।
The world is not static though it is thought to be so.
আমাদের জীবনে সুখের সবচাইতে বড় বাধা তৈরি করি আমরা নিজেরাই।
We create biggest obstacles to happiness of our life ourselves.
জীবনে সুখি হবার জন্য পুরো পৃথিবীটাকে নয়, শুধু নিজের দৃষ্টিভঙ্গিটাকে একটু পাল্টে ফেলুন। To be happy in life, you need not change the whole world but change your attitude a little.
আমাদের জীবন থেকে প্রকৃতি যত হারিয়ে যাচ্ছে, ততই আমাদের মাঝে কষ্ট জমা হচ্ছে।
The more nature is getting away from us, the more trouble is facing us.
নিজেকে কল্পনা করুন একটি বন্যফুলের মতো, সব প্রতিকূলতা সহ্য করেই তো টিকে থাকে।
Compare yourself with a wildflower, it survives despite all odds.
বর্তমানে আধুনিক প্রযুক্তির উৎকর্ষে পৃথিবীর কোন কিছুই মানুষের কাছে অজানা থাকে না।
Owing to the development of technology nothing in this world remains unknown to man.
প্রতিটি মানুষেরই স্বকীয় কিছু বৈশিষ্ট্য থাকে। যে কারণে সে স্বতন্ত্রভাবেই সুন্দর।
Each person has some intrinsic features for which he or she is individually beautiful.
নিজের এতদিনের অভ্যস্থতার সাথে লড়াই করাটা এত সহজ নয়।
Fighting with one’s old habit is not very simple.
শাক সবজি খাওয়ার কথা বললেই অনেকে ঠোঁট উল্টে ফেলেন। কিন্তু এই শাক সবজিতে লুকিয়ে আছে বুদ্ধিমান হওয়ার অসাধারন উপাদান।
Many people overturn their lips when they are asked to eat vegetables. But there is great stuff hiding in leafy vegetables.
কিছু খাদ্য আমাদের শরীরকে বেড়ে উঠতে সাহায্য করার পাশাপাশি মস্তিষ্ককে আরও সক্রিয় এবং স্মৃতিশক্তিকে প্রখর করে তোলে।
Besides helping our body to grow, some foods make our brain active and our memory keen.

Translation-15

আমরা প্রকৃতিরই অংশ।
We are part of nature.
প্রাকৃতিক নিয়মেই সবকিছু হবে।
There will be a natural way to do everything.
শুক্রবারটা প্রায় সবারই ছুটি থাকে।
Friday is holiday for almost everyone.
কর্মক্ষেত্রেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়।
Most of the time of a day is spent in workplace.
সুখ নিজে থেকেই আপনার কাছে ধরা দেবে।
Happiness will catch you itself.
আপনার যতটুকু দরকার তার চাইতে বেশী খাবেন না।
Do not eat more than you need to.
হাজার হাজার বছর ধরে পৃথিবীর পরিবর্তন ঘটে চলেছে।
The world has been changing for thousands of years.
আপনি জানেন কি, আমাদের মস্তিস্কের ৮০% তরল দ্বারা গঠিত?
Do you know that 80% of your brain consists of liquid?
নিজেকে ১০০% পরিবর্তন করতে যাবেন না কখনোই!
Never try to change yourself 100%!
স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিনে ৮ গ্লাস পানি পানের পরামর্শ দেন।
Health specialists advise drinking 8 glasses of water a day.
পোষাক এক ধরনের আত্মবিশ্বাস বাড়ায়।
Dress enhances a kind of confidence.
হ্যাঁ বলতে শিখুন।
Learn to say yes.
গ্রিন টি- বিষন্নতা দূর করে প্রাণবন্ত ব্যক্তিত্ব পেতে সহায়তা করে।
Green tea can relieve boredom and help to get an animated personality.
আপনি কি সেটা না ভেবে ভাল হয় আপনি কি হতে চান সেটা ভাবলে।
It is better to think what you want to be than to think what you are.
ইদানিং বিভিন্ন কারণে মানুষের মধ্যে দুর্বল স্মৃতিশক্তির সমস্যা বেশি দেখা যায়।
In recent time there have been problems of poor memory in people for a variety of reasons.

Translation-14

শারীরিক এবং মানসিক চাপ থেকে মুক্তির মহৌষধ হাসি। তাই মন খুলে হাসুন।
Laughter is a panacea to get rid of physical and psychological stress. So, laugh with an open mind.
প্রতিনিয়ত আমরা নানা ধরনের কাজকর্মে ব্যস্ত থাকি।
We are constantly engaged in different activities.
শুধু বেঁচে থাকার জন্যই খাওয়া নয়, জীবন উপভোগ করার জন্য খাওয়া এবং সুস্থ থাকা দরকার।
Eating is not only to survive but also to enjoy and keep a healthy life.
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে আমরা কর্ম জীবনে প্রবেশ করি।
After finishing lesson from school, college and university, we enter professional life.
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ২৪ ঘন্টায় সর্বনিম্ন ৬ ঘন্টা ঘুমের প্রয়োজন। ৭ কিংবা ৮ ঘন্টা হলে বেশি ভালো হয়।
An adult needs a minimum of 6 hours out of 24 for sleep. 7 or 8 hours of sleep is even better.
মস্তিস্ক ঠান্ডা রাখার প্রাচীন উপায় হচ্ছে যোগ ব্যায়াম।
Yoga is an ancient way to keep the brain cool.
চাপ মুক্ত থাকার অন্যতম উপায় হাঁটা।
Walking is a great way to live stress-free.
ভিটামিন-‘সি’ সমৃদ্ধ ফলের জুস পান করুন।
Drink vitamin – ‘C’-rich fruit juice.
আপনার গানের গলা যেমনই হোক না কেন, গলা ছেড়ে গান করুন।
Whatever your vocal quality, try to sing loudly.
গবেষকরা বলেন, উচ্চস্বরে হাসি আপনার রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয়, যা চাপ মুক্তির সহায়ক।
Researchers said that loud laughter increases flow of oxygen in your blood, which assists in release of stress.

Translation-13

আমি কোনো ভুল করিনি।
I did not do any wrong.
আমি এখনো ভালোবাসায় বিশ্বাস করি।
I still believe in love.
আমার নিজস্ব একটি সত্তা আছে।
I have a personality of my own.
সফলতা কে না চায়! কিন্তু তাকে ধরা অত সহজ নয়।
Who does not want success! But it is not easy to catch it.
তার চোখে-মুখে বিষাদের কোনো চিহ্ন ছিল না ।
There were no signs of depression in his face.
এখন থেকে কেবল আমার চলার পথে এগিয়ে যেতে চাই আমি।
From now on I just want to proceed on my way.
ঘুম থেকে উঠেই অসাধারণ একটি সংবাদ পেলাম।
I got exceptional news after waking up from sleep.
আমি নিজের জন্য স্থায়ী ঠিকানা খুঁজছি।
I am looking for a permanent address for myself.
আমার জন্য কাজ খুবই গুরুত্বপূর্ণ। কাজ দিয়েই পরিচিত হতে চাই আমি।
Work is very important to me. I just want to be known by my work.
কিছু কিছু ব্যাপারে মেয়েরা বরাবরই আপোষহীন।
Girls have always been uncompromising on some issues.
যেসব ছেলেদের ভালো রসবোধ আছে তাদের মেয়েরা পছন্দ করে।
Girls like those boys who have a good sense of humor.
মেয়েরা পছন্দ করে নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গী আছে এমন সাহসী ও আত্মবিশ্বাসী ছেলে।
Girls like those bold and confident boys who have their own opinion and perspectives.
রাগের মাত্রা বেড়ে যাওয়া ভালো নয়।
Increased level of anger is not good.
কেবল স্বাস্থ্যের জন্য নয়, নিজের ইমেজকে পরিচ্ছন্ন রাখতেও রাগ নিয়ন্ত্রণ জরুরী।
Not only for heath, it is important to control anger to have a clean self-image.
দৈনন্দিন জীবনে কিছু বিষয় আছে যার কারনে যে কারো রাগ উঠতেই পারে।
There are some things in everyday life that may prompt anger in anyone.

Translation-12

কষ্ট হয়, কিন্তু এরই মাঝে খুঁজে নিই সুখ…এই তো জীবন।
I feel sad but try to find happiness in the sorrow. This is the life.
কী নিঃসঙ্গতা ঘিরে আছে জায়গাটিতে।
What a solitude surrounds the area.
এই হেঁটে যাওয়া পথের শেষ কোথায় ?
Where is the end of this walking path?
তাকে দেখতে পাওয়া খুবই ভাগ্যোর ব্যাপার।
It is a matter of luck to get to see him.
অন্ধকার যত গাঢ় হয়, তাকে তত স্পষ্ট দেখা যায়।
The darker it is, the clearer he appears.
সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে সবাই পেতে চাই।
Everyone wants to get people with a beautiful mind as friends.
মনটা প্রথমই ভাল হয়ে গেল দূরে বিস্মৃত হিমালয় পর্বতমালা দেখে।
Seeing the expanding Himalayan Mountains, the mind got to be enchanted in the very first moment.
এরপর বৃষ্টি এল, বৃষ্টির মধ্যে সমুদ্রে গোসল করতে ভালই লাগল।
Then the rain came. It was great to bathe with the rain in the sea.
দার্জিলিং আসা সার্থক হল!
It has been fitting to come to Darjeeling!
মানুষ ঐতিহাসিক সিনেমা দেখে কিছুটা হলেও ইতিহাস সম্পর্কে ধারনা পায়।
No matter how little, people learn history by watching historical movies.

Translation-11

আমাদের কপাল ভাল ছিল।
We were lucky.
আবহাওয়া ছিল চমৎকার, আকাশে ছিল না কোন মেঘ।
The weather was nice and there was no cloud in the sky.
আমাদের কপালটা একটু খারাপ ছিল।
We were a bit unlucky.
পাহাড়ে এক গাদা মেঘ জমে ছিল।
There was a lot of cloud around the mountain.
সব মিলিয়ে সমদ্র ভ্রমনটা বেশ উপভোগ্য ছিল।
Overall, the trip to the sea was quite enjoyable.
কোথাও কেও নেই।
Nobody is anywhere.
ইচ্ছে ছিল জীবনে অনেক জায়গায় ভ্রমন করব।
I wished to travel to many places in life.
প্রত্যাশাই জীবন।
Hope is life.
জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক।
Jalaluddin Mohammad Akbar is the greatest ruler of India.
বই আমার নিত্য সঙ্গী।
Books are my regular company.
তিনি সব সময় হাসেন।
He laughs all the time.
মনে হয় এদের মাথায় কোন সমস্যা আছে।
They seem to have some mental problems.
এই দেশের পুরুষদের জিহবা অতি চঞ্চল।
Men of this country have agile tongues.
সুখের প্রাচুর্যও অনেককে অসুখী করে তোলে।
The abundance of happiness can make many unhappy too.
একেক জনের সুখ ও দুঃখের অনুভূতি একেক রকম।
Different people have different feelings of happiness and sorrow.

No comments:

Post a Comment