Tuesday, December 1, 2015

বড় বড় বাক্য ইংরেজিতে লেখার কৌশল : 2 - 10 lesson

Translation-10


একটি বাক্য দেখুন :   আল্লাহ্ প্রতিটা মানুষকে কোন না কোন গুন দিয়ে সৃষ্টি করেছেন।
আল্লাহ্ সৃষ্টি করেছেন=Allah has created কাকে সৃষ্টি করেছেন? প্রতিটা মানুষকে= each person কিভাবে  সৃষ্টি করেছেন ? কোন না কোন গুন দিয়ে= with some qualities.
পুরো বাক্যটি হবে :Allah has created each person with some qualities.
আরেকটি বাক্য দেখুন :পজিটিভ চিন্তভাবনা মানুষকে সামনে এগোতে সাহায্য করে।
পজিটিভ চিন্তভাবনা = Positive thinking পজিটিভ চিন্তভাবনা  কি করে ? সাহায্য করে=helps কাকে সাহায্য করে ? মানুষকে=people কি করতে সাহায্য করে? সামনে এগোতে= to move forward
পুরো বাক্যটি হবে : Positive thinking helps people to move forward.
নিচের Translation গুলো এভাবে বুঝে বুঝে অনুশীলন করুন : 
অজানাকে জানার প্রতি ঝোঁক সবারই আছে।
Everyone has a tendency to know the unknown.
আমাদের পাশে কেউ অন্যায় করছে আর আমরা চুপ থাকলাম, এটা অন্যায়।
It is unfair to keep silence seeing injustice.
কোন মানুষ যখন তার কর্মের প্রসংশা শুনে তখন তার মধ্যে আরো ভাল কাজ করার প্রবনতা বেড়ে যায়।
When people hear praise for their actions, they tend to work better.
তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না! এর চেয়ে বড় মিথ্যা আর হয় না !
I cannot live a single day without you! No lie is greater than this.
পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে মানুষ ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।
People are gradually progressing since the creation of the world.
মানুষের স্বভাবজাত ধর্ম-সে উন্নতির চরম শিখরে পৌঁছাতে চায়।
Naturally, human wants to reach the peak of the ultimate development.
মানুষের জীবনের প্রতিটি স্তরে উন্নতির পেছনে কারো না কারো উৎসাহ থাকে।
There is inspiration from someone behind every success of human life.
প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ।
Bangladesh is one of the countries which are vulnerable to natural disasters and economic crisis.

Translation-9

এটি ঠিক নয়।
This is not correct.
তোমাকে দেখতে দারুণ লাগছে।
You look great.
শরীরের ভেতর মনের বাস।
Mind resides in body.
মৌচাকে একসঙ্গে বহুসংখ্যক মৌমাছি বাস করে।
Many bees live together in a beehive.
বর্তমানে পৃথিবীতে বিশুদ্ধ পানির সঙ্কট চলছে।
Nowadays there is crisis of pure water in the world.
স্বাস্থ্য রক্ষায় আমরা বরাবরই উদাসীন
We have always been indifferent to protecting health.
মানুষ হিসেবে সবাই সমান এবং সবারই অধিকার রয়েছে।
As human, everyone is equal and everyone has rights.
দীর্ঘ একঘেয়ে জীবনযাপনে ক্লান্তির পাশাপাশি বিরক্তিও চলে আসে।
There are frustrations together with fatigue in long repetitive living.
নিয়ম করে করলে সবকিছুই অনেক সহজ হয়ে যায়।
If done by rules, everything becomes easier.
পরিকল্পনা আপনার যে কোন কাজকে অনেকগুণ এগিয়ে দিবে।
Planning will enhance your activities to a great extent.
তোমাকে চমকে দেয়ার জন্যেই এই আয়োজন।
This event is made to surprise you.
নারীদের চেয়ে পুরুষরা মিথ্যা কথা বেশি বলে।
Men tell a lie more than women do.
সভ্যতার পরিবর্তন হচ্ছে মানুষের উন্নতির মাধ্যমে।
Civilization is changing through the development of mankind.

Translation-8

সকালে বা বিকেলে কিছুপথ হেঁটে আসলে শরীরটা চাঙ্গা লাগবে।
Walking a little in the morning or afternoon will invigorate the body.
এখন ফুল থেকে সুরভি ছড়াচ্ছে না।
Now flowers are not spreading fragrance.
ধর্মীয় শিক্ষা মানুষকে প্রকৃত মনুষত্বের অনুভূতি দেয়।
Religious education gives people a real sense of humanity.
মস্তিস্কে সামান্য আঘাতও জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
Minor injury to the brain may lead to threaten life.
সেই কৈশোর থেকে আমাদের মনের ভেতর একটা স্বপ্ন লালন করি আমরা লেখাপড়া শেষ করে চাকরি করব।
We cherish a dream in our mind from teenage that we will do a job after study.
গণসচেতনতাই এই সমস্যা উত্তরণের সবচেয়ে উৎকৃষ্ট পথ।
The best way to overcome this problem is public awareness.
আমি একমাত্র বাংলাদেশি! আমার মনে হলো আমার ওপরই দেশের সম্মান!
I was the only Bangladeshi! I thought that the honour of my country was on me!
আমাদের দায়িত্ব কোন অংশে কম নয়।
Our responsibility is not insignificant.
মাত্র ৩০ মিনিটের ব্যায়ামে তামাকের প্রতি আগ্রহ একদিনের জন্য হলেও কমিয়ে দেয় বলে গবেষণায় দেখা গিয়েছে।
Research found that the appetite for tobacco is reduced at least for a day with just 30 minutes of exercise.

Translation-7

অসম্ভব সুন্দর! Stunningly beautiful!
নিয়মিত ব্যায়াম করুন। Exercise regularly.
প্রচুর পানি পান করুন। Drink a lot of water.
জীবন অতি মূল্যবান। Life is precious.
নিজের উপর বিশ্বাস রাখুন। Believe in yourself.
নিজের পরিবারকে সময় দিন। Give time to your family.
সবার জন্য শুভকামনা  রইলো। Best of luck to everyone.
একজন মানুষ সবকিছুতেই পারদর্শি হয় না। A person cannot be proficient in everything.
আমি বইয়ের পোকা কোনোকালেই ছিলাম না। I have never been a bookworm.
পাঠ্য বইয়ের বাইরে ইংরেজি বই খুব একটা পড়া হয় না। I do not usually read English books beyond text books.
এত ভালো ভালো বাংলা বই থাকতে আমার কী দরকার বাপু ভিন্ন ভাষার বই পড়ার? Why should I read books of different language despite having so many good Bangla books?
এটা অনেকটা ফ্রেন্ডশিপ সেন্টারের মতো। It’s a lot like a friendship center.
নেশামুক্ত জীবন শুরু করুন, বাঁচার মত বাঁচুন। Start a drug-free life and live as it is worth living.
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত । Bangladesh is located in the north-eastern part of South Asia.
প্রাকৃতিক রূপবৈচিত্রে ভরা আমাদের এই বাংলাদেশ। Filled with a variety of natural beauty is our Bangladesh.

Translation-6

কথাটি খুবই সত্য। The saying is very true.
এই পৃথিবী আমাদের সকলের। The world is ours.
জীবন সব সময় একই রকম থাকে না। Life does not always stay the same.
না’ শব্দটি শুনতে অনেকই পছন্দ করেন না। Many people do not like to hear the word ‘No’.
কোন পথে যাবে তুমি? তা ঠিক করার এখনই সময়। To which way will you go? It is the right time to decide.
ফুলদানিতে একগুচ্ছ সূর্যমুখী ফুল। There is a set of sunflowers in the vase.
আমরা কোনো দিন স্বাধীন ছিলাম না। We were never free.
বাঙালি জন্মগতভাবেই রসিক। The Bengals are humorist by birth.
আমাদের দলপ্রধানেরা অপরিসীম ক্ষমতার অধিকারী। The leaders of our parties possess immense power.
নিজের কাজ সর্বোত্তমভাবে করে যাওয়াই সর্বোচ্চ দেশপ্রেম। The highest patriotism is doing best one’s own job.
খুব হতাশ লাগে। I feel very disappointed.
সব দেশই কোনো না কোনো সময় এ রকম সংকটের ভেতর দিয়ে যায়। At any time every country goes through such a crisis.
জাতি আজ দাঁড়াতে চাচ্ছে, বড় হতে চাচ্ছে, জয় করতে চাচ্ছে। Today the nation is trying to stand up, grow and win.
আলোকিত মানুষ গড়ার কারিগর আবদল্লাহ আবু সায়ীদ। Abdullah Abu Sayeed is a maker of enlightened human being.
 মানুষ যা চিন্তা করে তা বাস্তবে রূপ দিয়েই ছাড়ে, আজ না হয় তো কাল। Today or tomorrow people turn into reality what they think.
যখন ঝড় ওঠে, মনে হয় কোনো দিন এ বুঝি থামবে না। When storm strikes, it seems that it will never stop.
সংগ্রাম আর দ্বন্ধমুখর এই পৃথিবী কত তুচ্ছ। How insignificant the world of struggle and conflict is.
সংকট যখন দেখা দিয়েছে, তখন উত্তরণের পথও আসবে। Since the crisis occurred, there will be a way of transition.
দিনে দিনে আমাদের শ্রম বাজার সংকুচিত হয়ে আসছে। Our labor market has been shrinking day by day.
পৃথিবীজুড়ে বাড়ছে কার্বন নিঃসরণ, পৃথিবীর পরিবেশ তাই হুমকির মুখে। Worldwide carbon emissions are increasing. So the environment is under threat.
তরুণদের জন্য পেশাজীবনে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। There are opening new doors to possibilities for young people in the job.
যোগাযোগ রক্ষার্থে ফেসবুকের নাকি জুড়ি নেই।Facebook, as they say, has no alternative in communications.
মেয়েরা নিজেদের থেকে বেশী লম্বা ছেলেদের বেশ পছন্দ করে। Girls like boys who are taller than themselves.
পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা আমাদের সকলের দায়িত্ব। To raise awareness of the environment is everyone’s responsibility.
নানা উত্থান পতনের সাথে যত তাড়াতাড়ি আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন আপনি তত ভাল থাকবেন। The earlier you can cope with ups and downs, the better.

Translation-5

আপনাকে আমার খুব পছন্দ। I like you very much.
আমার পছন্দ দেশে তৈরি জিনিস। I like domestic products.
এ সুখটা আমি সারাজীবন রাখতে চাই। I want to keep this happiness forever.
একটি ধন্যবাদও দেয়া হয়নি ওকে! I did not even thank him.
এক সময় ময়মনসিংহে প্রচুর মাধবী পাওয়া যেত। Once upon a time Madhavi was plentiful in Mymensingh.
সবারই একবার হলেও প্রবাসে আসা উচিত।
Everyone should come abroad at least for once.
এখানকার সব বস্তুই বাতাসে ভেসে বেড়ায়। Every object of this place floats in the air.
পূর্ণ চাঁদের কলঙ্কের মতোই বিশালাকার কালো গর্তটি । The large black hole is like the stigma of the full moon.
দূর থেকে এই ব্ল্যাকহোল দেখে জাহাজের যাত্রীরা আতঙ্ক হয়ে ওঠেন। The passengers of the ship panic seeing this black hole from afar.
অঝোর ধারায় বৃষ্টি গাছগাছালিকে আরো সবুজ, আরো সুন্দর করে তোলে। Heavy downpour makes the trees greener and more beautiful.
বৃষ্টি আমাদের প্রকৃতিকে ফলে ফসলে ভরিয়ে দেয় । Rain fills the nature with fruits and crops.
বৃষ্টি আমাদের মনে ও মননে একটি নতুন অনুভূতি আনে। Rain brings a new sense to our mind and conception.
মেয়েদের ক্রিকেট শুরু হয়েছে বেশী দিন হয়নি। It is not long that female cricket has started.
আমার ভবিষ্যৎ পরিকল্পনা এক বছর পরপর পরিবর্তন হতো। My future plans used to change yearly.
পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রজাপতির গোলাপ ফুল রয়েছে। There are around 100 to 150 species of roses in the world.
জীবনে কখনও আপনাকে আবার দেখতে পাব তা আমি কল্পনাও করতে পারিনি। I have never thought that I could meet you again.
সিঙ্গাপুরে শিশুশিক্ষার বিষয়টি খুব গুরুত্বর সঙ্গে দেখা হয়। Child education is viewed very seriously in Singapore.
পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে। There are many glorious mysteries hidden on earth.
অবকাশ যাপনের জন্য বনভোজন বা হাইকিংয়ে যাওয়াটাই সবচেয়ে জনপ্রিয়। Going for a picnic or hiking is the most popular vacation.
কেউ কেউ চলে যান গভীর সমুদ্রে একাকী একান্তে সময় কাটাতে। Some go to the deep sea to spend time alone and apart.
মেধাবী বলতে স্বচ্ছল ঘরের সন্তানদের মুখই ভেসে ওঠে সবার কাছে। As talent, the children of solvent families appear to everyone.
বিদেশে যাওয়ার জন্য আমার একটি ব্যাগের খুব দরকার হয়। I need a bag to go abroad.
বাংলাদেশের আবহাওয়া আর পরিবেশ মনোজগতকে দারুণ নাড়া দেয় । Weather and environment of Bangladesh give a great stimulation to psychographic profile.
গ্রামবাংলার প্রিয় হলদে পাখিটি হারিয়ে যেতে বসেছে। The canary-bird of the rural Bengal is becoming extinct.
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে! Till now much of this world remains unknown as are the unfamiliar words of many foreign languages.

Translation -4

অসম্ভব সুন্দর! Stunningly beautiful!
নিয়মিত ব্যায়াম করুন। Exercise regularly.
প্রচুর পানি পান করুন। Drink a lot of water.
জীবন অতি মূল্যবান। Life is precious.
নিজের উপর বিশ

Translation-4

নারীকেন্দ্রিক টিভি সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে একা একজন মাকে ঘিরে।The story of the women-centered TV series has revolved around a single mother.
কক্সবাজারের সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত তো অনেক দেখা হয়েছে।We have seen too many sunrises and sunsets standing in the beach of Cox’s Bazaar.
ঘুঘুটা ডেকে উঠেই হঠাৎ থেমে গেল।The dove suddenly stopped soon after it had started to coo.
এখন একশ কোটির বেশি মানুষ পানি সংকটে ভুগছে।Now more than a billion people are suffering from water crisis.
বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকায় হুমকির মুখে ভবিষ্যতের কৃষি।With global temperature rising, the future of agriculture is threatened.
চাষাবাদে পানির চাহিদা মেটানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে ইঙ্গিত দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।Environmental scientists have indicated that it will be the biggest challenge to meet the demand of water in farming.
মেয়েরা সবচেয়ে বেশি যে বিষয়টির কথা ভাবে, তা হলো নিরাপত্তা।Security is what girls think about most.
রুচিশীলতার ব্যাপারটিতে মেয়েরা অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে।Girls are very sensitive to elegance.
মেয়েরা সাধারণত আদর্শের মাপকাঠি হিসেবে বেছে নেয় বাবা অথবা বড়ভাইকে।Girls usually choose their father or the eldest brother as standard.
ধনী ছেলেরা সহজেই দৃষ্টি আকর্ষণ করে মেয়েদের। কারণ মেয়েরা আর্থিক নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।Rich guys easily draw the attention of girls owing to the fact that girls give priority to financial security.

Translation -3

আমার কোনো আক্ষেপ নেই।I have no regrets.
তাঁর আশঙ্কাই সত্য হয়েছিল।His fears became true.
শীত যাই যাই করছে।Winter is about to be over.
এর কারণ মূলত জনপ্রিয় হতে চাওয়ার আকাঙ্খা।The primary reason for this is the desire to become famous.
এখানে কান পাতলেই প্রকৃতির গান শুনতে পাওয়া যায়।You can hear the song of nature here  if you want to.
 পরিবারের সবাইকে নিয়ে বেড়ানোর জন্য সবচেয়ে সুবিধাজনক সময় ঈদের ছুটি।Eid vacation is the most convenient time for the family holiday trips.
সুন্দরবন নাকি দিনেই কমপক্ষে চার বার তার রূপ বদলায়।Sundarban, as they say, changes its form at least four times a day.
বনের চারদিকে সবুজ ছাড়া আর কিছুই চোখে পড়ে না।Nothing except the green can be found around the forest.
জঙ্গলে চলাকালীন সর্বোচ্চ নীরবতা পালন করতে হবে।The greatest degree of silence has to be maintained while walking in the forest.
হুট করেই একজন নেতা বানানো যায় না।Do not rush to make a leader.
মুখে অনেক কিছুই বলা যায়। কাজ করে দেখানো অনেক শক্ত।It is easy to say anything, but difficult to put into action.
কেবল দুটি রাজনৈতিক জোটের ঝগড়ার কারণে দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প আজ ধ্বংসের মুখে।The country’s second-largest industry is going to collapse owing only to the brawl between the two political coalitions.
এক সময়ের খরস্রোতা এ নদী এখন মৃতপ্রায়। কিন্তু এর সুশীতল জলধারা যে কারও মন টানবে।Once rippling, the river is now moribund. But its cool stream will draw attention from anyone.
শান্তিনিকেতনে তিনি খুঁজে পেয়েছিলেন ‘প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি’।At Santiniketan he found the ‘comfort of heart, joy of mind and peace of soul’.
হঠাৎ টের পাই, যাকে খুঁজতে এসেছিলাম এখানে, তার পরশ সবদিকেই ছড়িয়ে আছে।Suddenly, I felt his presence everywhere whom I had come all the way to find.

Translation- 2

মনে হয় এখানেই কাটিয়ে দেওয়া যায়  বাকি জীবনটা!It seems we can spend the rest of the life here!
উদাস চিল গন্তব্যে ফিরে চলেছে।The bored kestrel is flying back to the destination.
সরষে ফুলের সুবাসে কী এক আশ্চর্য মাদকতা!What a wonder there is in the fragrance of mustard flowers!
দিন তিনেক সময় হাতে নিয়ে রওনা হওয়া ভালো।It is better to start with about three days to spare.
ছোট-বড় হাজারো পাথরের টুকরা ছড়ানো আশপাশে।Thousands of pieces of rocks of different sizes are littering around.
বাড়িয়ে বলছি না, কমিয়েও বলব না।I am neither exaggerating nor will I undertone.
নগর ছাড়িয়ে অনেক দূরে আছে এক নীরব জনপদ।There is a quiet village far beyond the city.
মানুষগুলোর মাঝে নেই হইচই।There is no uproar among the people.
কেন যেন পাখিটি মানুষকে খুব ভয় পায়।For a reason not yet known the bird is afraid of people.
চারদিকে তখন কুয়াশা। শিশিরে ভেজা পথ।There was fog around and the path was dewy.
কিছুদিনের জন্য নিজের কাজগুলোকে তুলে রেখে  বন্ধুদের নিয়ে ঘুরে এলাম চীন দেশ।Keeping my work aside for a while, I took a trip to China with my friends.
আপনি যদি নিজেই চান তাঁর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হোক, তাহলে অবশ্যই এগিয়ে যান।If you want a good relationship to form with him, then of course go ahead.
পোশাক ব্যক্তিত্বের পরিচায়ক।Dress speaks for personality.
নারীরা সাহসী, আত্মবিশ্বাসী পুরুষদের পছন্দ করে, যারা নিজের মনের ভাবটা সরাসরি প্রকাশ করে।Women like brave and confident men who can speak up their thoughts openly.
নিজে শিক্ষিত হলে হবে না- প্রথমে বিবেকটাকে শিক্ষিত করতে হবে।It is not just to educate yourself. Educate your conscience first.

3 comments:

  1. অনেক ভালো লাগছে ভাইয়া আরো বেশি করে করে যান

    ReplyDelete