Tuesday, December 1, 2015

Grammar -47-56 lesson

Grammar -56

Which one of the followings is correct ?
a. This week we explore the beauty of befriending your neighbours and help you feel at home in your community.
b. This week we explore the beauty of befriending your neighbours and helping you feel at home in your community.
c. This week we explore the beauty of befriending your neighbours and help you feeling at home in your community.
d. This week we explored the beauty of befriending your neighbours and help you feel at home in your community.
সমাধান: we explore থাকায় ‍and এর পরও help verb এর use দেখানো হয়েছে।
উত্তর: (a)

বাক্যের অর্থ:এই সপ্তাহে আমরা পাড়া প্রতিবেশীদের বন্ধু হিসেবে গ্রহন করার গুন সম্পর্কে জানব এবং আপনাদের সম্প্রদায়ে আপনাদের আবাস অনুভব করাতে সাহায্য করব।

Grammar -55

‘We often prefer staying out of reach in our neighbourhood.’ What does this sentence express ?
a. We love the company of our neighbours.
b. We don’t like the company of our neighbours.
c. We are friendly with our neighbours.
d. Our neighbours love us.
সমাধান: প্রশ্নের বাক্যটির অর্থ হল আমরা পাড়া প্রতিবেশীর নাগালের বাইরে থাকতেই বেশী পছন্দ করি। এটার অর্থই আমরা পাড়াপ্রতিবেশীর সঙ্গ পছন্দ করিনা।
উত্তর: (b)

Grammar -54

Find the correct preposition.
Land grabbers have been driving death nails ______ the Turag’s existence over the past three years.
a. to b. about c. for d. into
সমাধান: driving death nails into something = কোন কিছুতে মরণফাঁদ তৈরী করা।
উত্তর: (d)
বাক্যের অর্থ: ভূমি দখলকারীরা গত তিন বছর ধরে তুরাগের অস্তীত্বে মরন ফাঁদ তৈরি করে আসছে।

Grammar -53

We __________ in the clear water of this river in our childhood.
a. use to fish and bathe
b. used to fishing and bathing
c. used to fish and bathe
d. used in fish and bathe
সমাধান: Used এর পর সবসময় to বসে এবং to fishing বা bathing ভুল।
উত্তর: (c)
বাক্যের অর্থ: আমাদের ছোট বেলায় আমরা এই নদীর পরিষ্কার পানিতে মাছ ধরতে এবং গোছল করতে অভ্যস্ত ছিলাম।

Grammar -52

‘We do not bow to any political pressure’ means-
a. We obey political pressure.
b. We do not thwart political pressure.
c. We are against political pressure.
d. We work according to political pressure.
সমাধান: প্রশ্নে বাক্যের অর্থ হল আমরা কোন রাজনৈতিক চাপের প্রতি নতী স্বীকার করি না। এর অর্থই আমরা রাজনৈতিক চাপের বিরুদ্ধে।
উত্তর: (c)

Grammar -51

They ______ the Upazila Nirbahi officer to take immediate steps to ______ the erosion .
a. requested, protect b. protested, ban c. urged, thwart d. mentioned, thwart

সমাধান:
urge অর্থ সুপারিশ এবং thwart অর্থ বাধা দেওয়া। option (c) এর urge টি বেশি অর্থবোধক।
তাই উত্তর: (c)
বাক্যের অর্থ: তারা উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুত ক্ষয় প্রতিরোধ করার জন্য সুপারিশ করেছিল।

Grammar -50

The prices of daily necessities increase by-
a. hook or by crook b. and by c. fits and starts d. leaps and bounds
সমাধান: leap and bounds অর্থ হল খুব দ্রুত। প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ছে ___________,শূন্যষ্থানে খুব দ্রুত বসালে তা সঠিক হয়।
উত্তর: (d)

Grammar -49

Which of the followings is correct?
a. The paths of true love never did run smooth, said Shakespeare.
b. The paths of true love never run smooth, said Shakespeare.
c. The paths of true love never did ran smooth, said Shakespeare.
d. The paths of true love never did not run smooth, said Shakespeare.
সমাধান: option (b) তে raid থাকায় run না হয়ে ran থাকলে সঠিক হতো; did ran হয় না; never এবং not একসাথে হয় না।
উত্তর: (a)
বাক্যের অর্থ: সেক্সপিয়ার বলেছিলেন যে, সতি ভালবাসার পথগুলো কখনোই বাধামুক্তভাবে চলেনি।

Grammar -48

I ____ him for five years.
a. have been knowing b. have known c. know d. am knowing
সমাধান: Know মানে জানা বা চেনা, for five years মানে পাঁচ বছর ধরে ।
উত্তর: (c)
অর্থের দিকে খেয়াল করলে আরও ষ্পষ্টভাবে বোঝা যাবে।
বাক্যের অর্থ: আমি তাকে পাঁচ বছর ধরে চিনি।

Grammar -47

Find the grammatically correct one.
a. If you think of the relationships that have impacted on history, one needs to go back to how Dilip and Madhubala longed for each other’s company.
b. If you think of the relationships that has impacted on history, you need to go back to how Dilip and Madhubala longed for each other’s company.
c. If you think of the relationships that have impacted on history, your need to go back to how Dilip and Madhubala longed for each other’s company.
d. If you think of the relationships that have impacted on history, you need to go back to how Dilip and Madhubala longed for each other’s company.
সমাধান: option | (a) তে শুরুতে you থাকায় পরবর্তী বাক্যাংশে you থাকলে সঠিক হতো। (b) তে relationships that have থাকলে সঠিক হতো। (c)তে your এর জায়গায় you থাকলে সঠিক হতো।
উত্তর: (d)
বাক্যের অর্থ: আপনি যদি সর্ম্পক গুলোর কথা ভাবেন যেগুলো ইতিহাসে প্রভাব ফেলেছে তাহলে আপনাকে অতীতে ফিরে যেতে হবে যে কীভাবে দিলিপ এবং মধুবালা একে অপরের সঙ্গের জন্য অপেক্ষা করে থাকত।

No comments:

Post a Comment