Tuesday, December 1, 2015

Both / Most Of / Half Of -কে যেভাবে বাক্যে ব্যবহার করা হয়

1. Both kids know the answer. = বাচ্চাদের দুজনই উত্তরটি জানে।
2. Half of the jobs are done. = কাজগুলোর অর্ধেক করা হয়েছে।
3. Most of the class knows the answer. = ক্লাসের অধিকাংশই উত্তরটি জানে।
ব্যাখ্যাঃ  Both এর পর সবসময় plural number হয় এবং verb ও plural হয়। Both দ্বারা দুজনকে বোঝায়।
Half of the / Most of the এর পর singular / plural যেকোনটিই হতে পারে। Half of the / Most of the  এর পর singular number হলে verb singular form-এ হবে আর plural number হলে verb plural form-এ হবে । ২ নং বাক্যে Half of the jobs  এর পর jobs হলো plural তাই are হয়েছে।  ৩ নং বাক্যে Most of the  এর পর class হলো singular তাই knows হয়েছে।
এমন আরও কিছু উদাহরণ
Most of the people know the answer.= লোকদের অধিকাংশই উত্তরটি জানে।
Both children are absent.= দুজন শিশুই অনুপস্থিত।

এই পরীক্ষা দিয়ে আপনার দক্ষতা যাচাই করুন :
1.Half  is/are done.= অর্ধেক করা হয়েছে।
2. Half of the shows/show is about cooking.= টিভি শো-এর অর্ধেকই রান্না বিষয়ক।
3. Most of the guests have/has a good time helping.= অতিথিদের অধিকাংশই ভাল সময় কাটাচ্ছে সাহায্য করে।
4. Both Liza and Shila know/knows  how to swim. লিজা এবং শিলা দুজনই সাঁতার জানে।

Who / Whom- কোনটা হবে ?

1. The woman who called you is here.= মহিলাটি যে তোমাকে কল দিয়েছিল সে এখানে।
2. The woman whom you called is here.= মহিলাটি যাকে তুমি কল দিয়েছিলে সে এখানে।
ব্যাখ্যাঃ বাক্যের মাঝখানে ( ১ নং এ যেমন) who থাকলে অর্থ ‘যে’। who সহ বাক্যাংশে who এর পরিবর্তে he/she/ they ব্যবহার করলে বাক্যাংশটি অর্থপূর্ণ হবে। এভাবে who হবে কিনা তা বোঝা যাবে । যেমন ১ নং বাক্যে – who called you । এখানে who এর পরিবর্তে she ব্যবহার করলে হয় – she called you (সে তোমাকে কল দিয়েছিল) । এটা কি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য না ? হাঁ, এটা সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য। তাই ১ নং বাক্যে who ব্যবহার ঠিক আছে।
আবার বাক্যের মাঝখানে ( ২ নং এ যেমন ) whom থাকলে অর্থ ‘যাকে’। whom সহ বাক্যাংশে whom এর পরিবর্তে he/she/ they ব্যবহার করলে বাক্যাংশটি অর্থপূর্ণ হবে না। এভাবে whom হবে কিনা তা বোঝা যাবে । যেমন ২ নং বাক্যে – whom you called । এখানে whom এর পরিবর্তে she ব্যবহার করলে হয় – she you called । এটা কি অর্থপূর্ণ বাক্য ? না , এটা অর্থপূর্ণ বাক্য না। তাই ২ নং বাক্যে whom ব্যবহার ঠিক আছে।
সংক্ষেপে: who/whom সহ বাক্যাংশে who/whom এর পরিবর্তে he/she/ they ব্যবহার করলে যদি বাক্যাংশটি অর্থপূর্ণ হয়, তাহলে WHO ব্যবহার ঠিক আছে , আর যদি অর্থপূর্ণ না হয় তাহলে WHOM ব্যবহার ঠিক আছে ।
এমন আরও কিছু উদাহরণ-
Salman hired the gardener whom you recommended.= সালমান মালিকে ভাড়া করেছিল যাকে তুমি সুপারিশ করেছিলে ।
Kamrul, who lives next door, is a marathon runner.=  কামরুল যে পাশের ফ্লাটে থাকে সে একজন ম্যারাথন দৌড়বিদ।
এই পরীক্ষা দিয়ে আপনার দক্ষতা যাচাই করুন :
1. The police officer to whom/who I gave my passport took down my information.= পুলিশ অফিসার যাকে আমি আমার পাসপোর্ট দিয়েছিলাম তিনি আমার তথ্য লিখে নিয়েছিলেন।
2. The boy is here who/whom wants to play football.= বালকটি এখানে যে ফুটবল  খেলতে চায়।
3. The man whom/who I believe is a pilot.= মানুষটি যাকে আমি বিশ্বাস  করি তিনি হলেন একজন পাইলট।
4. My friend told me about a student who/whom has taken the TOEFL test twelve times!=আমার বন্ধু আমাকে একজন ছাত্রের কথা বলেছিলেন যে ১২ বার TOEFLপরীক্ষা  দিয়েছিল!


Grammar -65

Which of the followings is correct?
a. Higuain has scored fewer goals in this World Cup than in 2010 despite play two more games.
b. Higuain has scored fewer goals in this World Cup than in 2010 despite playing two more game.
c. Higuain has score fewer goals in this World Cup than in 2010 despite playing two more games.
d. Higuain has scored fewer goals in this World Cup than in 2010 despite playing two more games.
সমাধান: despite এর পর সবসময় ing যুক্ত verb হয়। b তে two more games হল সঠিক হতো, C তে has এর পর scored হলে সঠিক হতো।
উত্তর:  (d)
বাক্যের অর্থ: হিগুয়েইন আরো দুটি গেম খেলা সত্ত্বেও এই বিশ্বকাপে ২০১০ এর তুলনায় কম গোল করেছেন ।

Grammar -64

Which one of the followings is correct for the gap?
Korus has had more _______ in this World Cup including an incredible 135 against Algeria.
a. touches than any other player
b. touche than any other player
c. touches than any other players
d. touches than more other player
সমাধান: more থাকায় এটার পরে plural হবে অর্থাৎ touches এবং any other এর পর সবসময় singular noun হয় অর্থাৎ player হবে।
উত্তর: (a)
বাক্যের অর্থ: কোরাস আলজেরিয়ার বিপক্ষে এক বিষ্ময়কর ১৩৫ সহ অন্য খেলোয়াড়দের চাইতে বেশী টচ্ করেছেন।

Grammar -63

Fill in the blank.
Just _____ the World Cup _____ he was in a car accident.
a. after…start b. before…began c. when….launch   d. during…initiated
সমাধান: বাক্যে was থাকাতে option গুলো দেখে বোঝা যাচ্ছে যে, ২য় শূন্যস্থানে past tense হবে। কিন্তু d এর initiated past ফর্ম এ থাকেলও ১ম শূন্যস্থানে during খাপ খায় না।
উত্তর:  (b)
বাক্যের অর্থ:  বিশ্বকাপ  শুরু  হওয়ার  ঠিক  আগ মুহূর্তে  সে  গাড়ির  দুর্ঘটনায়  পড়েছিল।

Which one of the followings is grammatically correct?
a. The growth of private universities in the country in terms of both number and quality has often been the subject of discussion.
b. The growth of private universities in the country in term of both number and quality has often been the subject of discussion.
c. The growth of private universities in the country in terms of both number and quality have often been the subject of discussion.
d. The growths of private universities in the country in terms of both number and quality has often been the subject of discussion.
সমাধান: বাক্যটির সঠিক structure হলো: the growth . . . . . . . . has been । অর্থাৎ The growth হল noun, তাই verb has হবে। in terms of অর্থ হলো দিক থেকে। in term of ভুল।
growth অর্থ বৃদ্ধি। growth কখনো plural হয় না।
উত্তর (a)
বাক্যের অর্থ: মান এবং সংখ্যার দিক থেকে দেশে ব্যক্তিমালিকানধীন বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধি লাভ প্রায়ই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


Grammar -61

I shall come back in no time.
‘In no time’ means-
a. very soon b. finishing the time c. short of time d. before the time
সমাধান: in no time অর্থ শীঘ্রই।
উত্তর: (a)
‘He is the most intelligent player I’ve coached.’
What is the meaning of ‘I’ve coached’ in this sentence?
a. I have a mentor b. I have trained c. I have advised d. I have explained.
সমাধান: প্রশ্নের বাক্যটির অর্থ হল সেই সবচাইতে মেধাবী খেলোয়ার যাকে আমি প্রশিক্ষন দিয়েছি। তাহলে I’ve coached অর্থ আমি প্রশিক্ষন দিয়েছি।
উত্তর: (b)

Grammar -60

Find the correct one.
a. I was shocked to know that my son did not even knew the people living next door to him.
b. I was shocked to know that my son did not even know the people living next door to him.
c. I was shocked to know that my son did not even know the people live next door to him.
d. I was shocked to know that my son did not even know the people living next door of him.
সমাধান: did থাকায় option a তে know হলে সঠিক হতো, option c তে did not even know থাকায় live না হয়ে living থাকলে সঠিক হতো। d তে to him থাকলে সঠিক হতো।
উত্তর: (b)
বাক্যের অর্থ: আমি এটা জেনে মর্মাহত হলাম যে, আমার ছেলে জানত না তার পাশের বাড়িতে কে থাকত।

Grammar -59

Fill in the blank with appropriate preposition.
I found my son laughing _____ me.
a. towards b. to c. at d. for
সমাধান: laugh at অর্থ উপেক্ষা করা।
উত্তর: (c)
বাক্যের অর্থ: আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলে আমাকে উপেক্ষা করছে।

Grammar -58

Find the correct one.
a. On the night of Shab-e-Barat, I was thought of preparing sweets.
b. On the night of Shab-e-Barat, sweets were being prepared by me.
c. On the night of Shab-e-Barat, I was thinking of preparing sweets.
d. On the night of Shab-e-Barat, I was thinking of preparation sweets.
সমাধান: বাক্যের ১ম অংশের অর্থ শবে বরাতের রাতে ——-। option c তেই I was thinking of preparing sweets বাক্যটি কে সরল ভাবে উপষ্থাপন করা হয়েছে।
তাই উত্তর: (c)

Grammar -57

‘She is in her sixties.’ What is the meaning of this sentence ?
a. She is sixty years old.
b. She is nearly sixty years old.
c. She is more than sixty years old.
d. She is between sixty and sixty-nine years old.
সমাধান: She is in her sixties অর্থ তার বয়স ৬০ থেকে ৬৯ এর মধ্যে।
উত্তর: (d)

3 comments:

  1. Casinos Near Casinos Near Casinos in the USA - Mapyro
    A map showing 이천 출장마사지 casinos and หารายได้เสริม other gambling facilities located near 부산광역 출장샵 Casinos in the USA. Find your favorite location and 보령 출장마사지 get a no deposit bonus. 전라남도 출장샵

    ReplyDelete
  2. The King Casino and Resort
    The king casino and resort features https://deccasino.com/review/merit-casino/ a modern casino with everything you'd expect from a classic 바카라사이트 Vegas Strip casino. The resort features 50000 bsjeon.net square feet deccasino of Funding: $250 ventureberg.com/ millionDesign: Inspired DesignMasters: Ivan Karaszko

    ReplyDelete